রিয়াল জিতলেও হারল মেসির বার্সেলোনা



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ফেরাটা মনে রাখার মতো হল না মেসির

ফেরাটা মনে রাখার মতো হল না মেসির

  • Font increase
  • Font Decrease

প্রতীক্ষার প্রহর শেষে ফের মাঠে লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে রোববার মাঠে নেমেই ভিন্ন অভিজ্ঞতা হল এই প্লেমেকারের। রিয়াল বেটিসের কাছে হেরে গেল কাতালান ক্লাবটি। তবে ঠিকই জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দিনের আরেক ম্যাচে সেল্টা ভিগোকে অনায়াসে হারিয়েছে সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

নিজেদের মাঠে বার্সার হার সত্যিই বিস্ময়কর। গোল উৎসবের ম্যাচে ৪-৩ গোলে জিতেছে রিয়াল বেটিস। এবারের লা লিগায় এনিয়ে দ্বিতীয় হার দেখল মেসির দল। যদিও ম্যাচের পুরোটাতেই দাপট ছিল স্বাগতিকদের। তারপরও প্রথমে পিছিয়ে পড়ে দল। ২০তম মিনিটে স্রোতের বিপরীতে অতিথি দলকে এগিয়ে দেন ডিফেন্ডার জুনিয়র ফিরপো।

২৩তম মিনিটে অবশ্য সমতা ফেরাতে পারতো কাতালান ক্লাবটি। লিওনেল মেসির ফ্রি-কিকে বল পেয়েছিলেন ডি বক্সে ক্লেমোঁ লংলে, দারুণ একটা ভলিও নিয়েছিলেন তিনি। কিন্তু গোলরক্ষক পাউল লোপেস বাধা হয়ে দাঁড়ান!

তারপরের সময়টুকু অবশ্য বার্সার সীমানায় দাপট ছিল বেটিসেরই। তারই পথ ধরে খেলার ৩৪তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে বার্সেলোনা। ব্যবধান দ্বিগুণ করেন হোয়াকিন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/12/1541998605554.jpg

এরপর খেলার ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে খেলা উত্তেজনা ফিরিয়ে আনেন মেসি। তবে তিন মিনিটের মাথায় আবারো ব্যবধানটা বাড়িয়ে দেন অতিথি দল। এবার গোলদাতা জিওভান্নি লো সেলসো।

উত্তেজনা ছড়ানো ম্যাচে ৭৯তম মিনিটে ফের ব্যবধান কমায় ফেভারিটরা। এবার স্বস্তি এনে দেন আর্তো ভিদাল।

এর কিছুক্ষণ পরই লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইভান রাকিতিচ। দশজনের দল হয়ে যায় বার্সা। এই সুযোগে ৮৩তম মিনিটে আবারো গোল বেটিসের। এবার সার্জিও কানালেস স্বাগতিকদের হতাশায় ডোবালেন।

এরপর ইনজুরি সময়ে মেসি গোল পেলেও জয় ধরা দেয়নি। তারপরও ১২ ম্যাচ শেষে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই রয়েছে বার্সেলোনা।

অন্যদিকে রিয়ালের জয় তুলে নিতে কোন বেগই পেতে হয়নি। সেল্টা ভিগোর মাঠ থেকে হাসিমুখেই ফিরেছে ফেভারিটরা। খেলার ২৩তম মিনিটে এগিয়ে যায় তারা। গোলদাতা করিম বেনজেমা। দারুণ ফর্মে আছে তিনি। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে জোড়া গোল পেয়েছিলেন ফরাসি এই তারকা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/12/1541998627895.jpg

খেলার ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। আত্মঘাতি গোলে অবশ্য বেনজেমার ভূমিকাও আছে। এরপর অবশ্য ৬১তম মিনিটে উগো মায়োর গোলে খেলায় ফেরার ইঙ্গিত দেয় সেল্টা।

খেলার ৮৩তম মিনিটে স্পট কিক পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করতে ভুল করলেন না অধিনায়ক সার্জিও রামোস। পরে সেল্টার হয়ে আরেকটি গোল করেন মেনদেস। কিন্তু লাভ হয়নি। হাসি মুখেই মাঠ ছাড়ে রিয়ালের ফুটবলাররা।

লা লিগায় ২৩ করে পয়েন্ট নিয়ে সেভিয়া দ্বিতীয়স্থানে আছে। এরপরই আতলেতিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে আলাভেস। ষষ্ঠ স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২০।

   

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন শান্ত-সাকিবরা 



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে দ্বিপাক্ষিক সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ২৬ ঘণ্টার লম্বা ফ্লাইট যাত্রা শেষে আজ (শুক্রবার) ভোরে গন্তব্যে পৌঁছেছেন শান্ত-সাকিবরা। 

বিস্তারিত আসছে…

;

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;