অলিম্পিকে সানার সঙ্গী দিয়া
আরচার রোমান সানা নিজের পারফরম্যান্স দিয়ে টোকিও অলিম্পিকের টিকিট পেয়েছেন। বিশ্ব ক্রীড়াঙ্গনের এ মহাযজ্ঞে সানার সঙ্গী হয়েছেন আরচার দিয়া সিদ্দিকীও। তবে তিনি খেলবেন ওয়াইল্ড কার্ড নিয়ে।
রিকার্ভ মহিলা ইভেন্টে অলিম্পিক বাছাইয়ে অবশ্য বাদ পড়েন দিয়া সিদ্দিকী। খারাপ খবরটা মিলিয়ে না যেতেই এল সুখবরটি। টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকীও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খবরটি দিয়েছে বিশ্ব আরচ্যারি ফেডারেশনকে। পরে বিশ্ব আরচ্যারি ফেডারেশন স্ব স্ব ফেডারেশনকে বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘আমাদের আরেকজন আরচ্যার অলিম্পিকে খেলবে এটা খুবই খুশির একটি খবর। সেও নিজেকে কার্ড পাওয়ার জন্য প্রস্তুত করেছে। সুইজারল্যান্ডে বিশ্বকাপ আরচ্যারিতে তার পারফরম্যান্স এর জন্য তাকে বিশ্ব আরচ্যারি মনোনীত করেছে।’
দিয়া সিদ্দিকী ওয়াইল্ড কার্ড পাওয়ায় টোকিও অলিম্পিকে বাংলাদেশের আরেকটি ইভেন্ট বাড়বে। দিয়া রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের পাশাপাশি রোমানের সঙ্গে জুটি গড়ে মিশ্র ইভেন্টেও অংশ নিবেন।