সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের মুক্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের মুক্তি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের মুক্তি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি'র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটের দিকে তিনি কারাগার থেকে মুক্ত হন। 

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে আটক করে র‌্যাব। ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।