খালেদা জিয়ার সঙ্গে আমীর খসরুর সাক্ষাৎ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশনের বাসভবন ফিরোজায় যান তিনি। রাত ৯টা ৫মিনিটে আমীর খসরু সেখান থেকে বের হন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি কারামুক্ত হয়ে আজ বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৪ ফেব্রুয়ারি ৩ মাসের বেশি সময় কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ও আমীর খসরু।