আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আমনাউল্লাহর সহকারী বশিরুল আলম টিটু এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে রাজধানীর কেরানীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতি সভায় বক্তৃতাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালে আমানউল্লাহকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তার সহকারী। বিএনপির এই নেতা অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।