পাহাড়ি ছড়ার পানি পান করে ত্রিপুরা পাড়ার শিশুরা



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সোনাইছড়ি ত্রিপুরা পাড়া বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ বসানো হচ্ছে। ছবি: বার্তা২৪

সোনাইছড়ি ত্রিপুরা পাড়া বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ বসানো হচ্ছে। ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত রোগের মহামারি আকার ধারণ করা সেই ত্রিপুরা পাড়ার শিশুরা পাহাড়ী ছড়ার পানি পান করে। উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে দুর্গম, পাহাড়ে বসবাস করা এই পাড়ার বাসিন্দারা সার্বিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আধুনিকতার ছোঁয়া তো দুরে থাক মৌলিক অধিকার থেকেও বঞ্চিত এখানকার বাসিন্দারা। অতিরিক্ত পুষ্টিহীনতায় ভোগে শিশুরা।

হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের জঙ্গল উদালিয়ার সোনাইছড়ি ত্রিপুরা পাড়া বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ বসানো হচ্ছে। চট্টগ্রাম জেলা পরিষদ ওই পাড়ার জন্য একটি কলকুপ প্রদান করেন। মঙ্গলবার (২৮ আগস্ট) সকাল থেকে এ নলকূপ স্থাপনের কাজ শুরু হয়।

জানা গেছে, ত্রিপুরা পাড়ার ৪০০ জনের ৫৫টি পরিবার রয়েছে। কিন্তু সেখানে সরকারিভাবে মাত্র একটি নলকূপ থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। অপর একটি নলকূপ রয়েছে তবে সেটিও পানি উত্তোলণের জন্য যথেষ্ট নয়। ত্রিপুরাবাসীরা কোনভাবে ছড়া থেকে পানি সংগ্রহ করে পান করে থাকে। এছাড়া তাদের নেই কোন স্যানিটেশন ব্যবস্থা। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত এখানকার শিশুরাও। এখানের বাসিন্দাদের কাছে নেই জনসচেনতার সাধারণ কোন জ্ঞান।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/28/1535460428101.jpg

ত্রিপুরা পাড়ার লক্ষ্মিরাণী জানান, এখানে রোগ ব্যাধি হলে ঝাড়ফুঁক করা হয়। এ চিকিৎসা দিয়ে মানুষ ভালো হয়ে যায়। বেশী অসুখ হলে হাসপাতালে নেওয়া হয়। এখানে রাস্তাঘাট ঠিক নেই । দুরে গিয়ে চিকিৎসা করাতে হয়।

তিনি জানান, এখানকার অনেক বাসিন্দা উপজেলা সদরের ছাড়াও নিকটতম হাটবাজারও চিনে না। পাহাড়ের গাছের ডালপালা , বাশঁ কেটে বিক্রি করে সংসার চালান তারা।

প্রসঙ্গত, চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চার শিশু মারা গেছে।  ২৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগটি নির্ণয়ের জন্য নমুনা ঢাকায় প্রেরণ করা হয়েছে। এঘটনায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগ নির্ণয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), স্বাস্থ্য অধিদপ্তর এবং এনজিও সংস্থা কাজ করছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে দেখা যায় অনেক ত্রিপুরা স্বেচ্ছায় এসে চিকিৎসা নিচ্ছেন সোমবার তিনজন ত্রিপুরা ফুসফুসে আক্রান্ত হয়ে এবং তিনজন মেয়ে মহিলাজনিত রোগে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানান স্বাস্থ্যকমপ্লেক্সের প্রধান ডা  ইমতিয়াজ হোসাইন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Aug/28/1535460640690.jpg

ফৌজদারহাট বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসারত গুরুতর অসুস্থ হওয়া তিন শিশু এবং গতকাল চমেকে পাঠানো মারা যাওয়া তিন শিশুর মা শ্যাম লক্ষ্মীর অবস্থাও উন্নতির দিকে বলে জানান ইমতিয়াজ হোসাইন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, এ রোগের জন্য আতংকিত হওয়ার কোন কারণ নেই। বর্ষার এ মৌসুমে একটু অসুখবিসুখ হয়ে থাকে। তবে পাহাড়ী পোকা মাকড়ের বিভিন্ন রোগব্যাধি হয়ে থাকে। ত্রিপুরা পাড়ার শিশুদের জ্বর সর্দি ব্যাথা ও লালছে দাগ, গুটি আছে। তবে এগুলোর জন্য চিকিৎসা চলছে। শিগগির সবাই সুস্থ হয়ে যাবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নেছা শিউলী বলেন,  অজ্ঞাত রোগে আক্রান্ত শিশুদের ওই ত্রিপুরা পাড়াটি দূর্গম এলাকায় হওয়ায় অনেক সময় শত ভাগ স্যানিটেশনের আওতায় আনা সম্ভব হয়নি। এখন সরকারি ভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হচ্ছে। 

স্বাস্থ্যকমপ্লেক্সে ত্রিপুরাদের দেখতে যাওয়া উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী প্রতিবেদককে বলেন উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তাদের খবরাখবর নিচ্ছে ইতোমধ্যে আমরা মিটিং করে দ্রুত তাদের বিশুদ্ধ পানির জন্য একটি গভীর নলকূপ, বিশটি টয়লেটের জন্য রিং স্লেপ এবং তাদের যাতায়াতের সুবিধার জন্য ত্রিপুরা সংযোগ সড়কের ব্যবস্থা করছি ইতিমধ্যে আজ ঐ পাড়ায় জায়গা নির্ধারণের জন্য প্রতিনিধি কাজ করছে।

   

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে পুকুরে লরি, শিশু নিখোঁজ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরের পতেঙ্গা বিমানবন্দর সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে পড়ে গেছে। লরির নিচে চাপায় পুকুরে পড়ে নাজমুস সাকিব নামে ৪ বছর বয়সী এক শিশু নিখোঁজ রয়েছে। ঘটনার পর আহত তিন পথচারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের বাটারফ্লাই সংলগ্ন পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পড়ে যায়। তবে শিশুটিকে উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আহতরা হলেন- পতেঙ্গার কাঠগড় এলাকার মামুনের ছেলে সালমান (৩০), একই থানার নাজির পাড়া এলাকার আলমগীরের মেয়ে তাসপিয়া (২০) ও ছেলে ইমরান (৪)। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি রয়েছে। নিখোঁজ শিশু সাবিক ও আলমগীরের ছেলে বলে জানা গেছে।

নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সুলতানা বলেন, একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে গেছে। স্থানীয় লোকজন আহত দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে। তাদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশু পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ আছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম অভিযান চালাচ্ছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছি। পার্ক সংলগ্ন পুকুরে পড়ে গেছে লরিটি। মূলত নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিয়ে লরিটি পুকুরে পড়ে যায়। এখানে ৫ জন আহত হয়েছে। ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজন পুকুরে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

;

ইঞ্জিনের হুক খুলে বিকল 'কক্সবাজার এক্সপ্রেস', উদ্ধারে অন্য ইঞ্জিন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর খিলগাঁও রেলগেটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক খুলে বিকল হয়ে পড়েছে ট্রেন। ট্রেনটি উদ্ধারে কমলাপুর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিনের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১৭ মে) বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন, কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন। রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটেছে ঘটে বলে জানান তিনি।

আনোয়ার হোসেন বলেন, কক্সবাজার এক্সপ্রেস এর ট্রেনটি তেজগাঁও থেকে কমলাপুর স্টেশন এর ঢোকার সময় খিলগাঁও রেলগেটে ইঞ্জিন থেকে হুক খুলে গেছে। ওই ইঞ্জিনে আর কাজ করা যাবে না। এই ট্রেনটি উদ্ধারের জন্য কমলাপুর থেকে অন্য এক আরেকটি ইঞ্জিন ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে। 

তিনি বলেন, উদ্ধারে কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি উদ্ধার করে কমলাপুর স্টেশনে নিয়ে আসা হবে। 

;

অধ্যাপককে ঘুষি-লাথি, ছাত্রলীগ নেতা বহিষ্কার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপককে মারধরের অভিযোগ উঠায় এক ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার (১৭ মে) কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক নোটিশে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সাফাতুন নূর চৌধুরী। তিনি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী এবং অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে মোঃ সাফাতুন নুর চৌধুরী (যুগ্ম-আহ্বায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, গাছবাড়িয়া সরকারি কলেজ শাখা, চন্দনাইশ) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

জানা যায়, বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের কাজ করছিলেন সহযোগী অধ্যাপক কে এম আতিকুর রহমান। এ সময় সেমিনার কক্ষে ঢুকে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাফাতুন নুর একটি নষ্ট পাখা দেখিয়ে তা মেরামত করে দিতে বলেন। শিক্ষক আতিকুর রহমান ফ্যানটি নতুন করে লাগানো হবে বলে জবাব দেন। এনিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এক পর্যায়ে সাফাতুন নূর জানালার পর্দার পাইপ খুলে ফ্যানে আঘাত করলে অফিস সহায়ক প্রযুক্ত পালের মাথায় সজোরে লাগে। তাকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়া হয়। কিন্তু সাফাতুন নূর অধ্যক্ষের কক্ষে গিয়ে অন্য শিক্ষকদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন এবং শিক্ষক আতিকুর রহমানকে অশ্রাব্য গালিগালাজ করে কিলঘুষি মারতে থাকেন। এতে ওই শিক্ষক আহত হন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবদুল খালেক বলেন, আমরা এ বিষয়ে অধ্যক্ষ বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছি। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, কলেজের সেমিনার কক্ষে নষ্ট পাখা নিয়ে এক ছাত্রের সঙ্গে শিক্ষকের বাগবিতণ্ডা হয়। পরে ওই ছাত্র শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

;

কর্ণফুলীতে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. শফি (৩৩) কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার কোরবান আলীর ছেলে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, বুধবার (১৫ মে) দুপুরে কর্ণফুলী নদীতে এফভি মায়া-৩ নামে একটি ফিশিং ট্রলার থেকে নৌকায় মাছ নামাচ্ছিলেন শফি। পরে অসতর্কতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সন্ধান মেলেনি। ৪৮ ঘণ্টা পর বুধবার সকালে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি একরাম বলেন, শফির পরিবার আমাদের জানিয়েছে তার মৃগী রোগ ছিল। আমরা ধারণা করছি নদীতে পড়ে যাওয়ার আগে তিনি মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

;