রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবম শ্রেণিতে পড়া এক স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় ৬ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বেলা ১টায় আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা।
আটক আসামিরা হলো, বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বারুগ্রামের আ: রহমানের ছেলে আল-আমিন (১৬), মৃত আমোদ আলী শেখের ছেলে রনি শেখ (২৫), জাহিদ আলী ব্যাপারির ছেলে মহিউদ্দিন ব্যাপারি (১৬), নতুনচরের নজরুল খানের ছেলে নাহিদ খান (১৮), আশ্চার্যপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নিরু শেখ (২৫) ও আজিজুল ব্যাপারির ছেলে রুবেল ব্যাপারি (২৫)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বার্তা২৪.কমকে বলেন, স্কুল ছাত্রীকে গণধর্ষণের দায়ে ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত গভীর রাতে বহরপুর এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকেই গ্রেফতার করতে সক্ষম হয়।
১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য সব আসামিদেরকেই রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে আসামিরা ঐ স্কুল ছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে পাশ্ববর্তী বিলটাকিগাড়া নামক স্থানে নিয়ে গণধর্ষণ করে। তারই প্রেক্ষিতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বৃহস্পতিবার থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের চব্বিশ ঘণ্টার মধ্যে বালিয়াকান্দি থানা পুলিশ এজাহার ভুক্ত ৬ আসামিকেই গ্রেফতার করে।