গাইবান্ধায় নতুন ১২ জনসহ মোট আক্রান্ত ১৪৭

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় বুধ থেকে বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৭ জনে।

বৃহস্পতিবার রাতে গাইবান্ধা জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন শনাক্তদের মধ্যে পলাশবাড়ীতে পাঁচজন, সদরে পাঁচজন, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। আক্রান্ত ১৪৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। মারা গেছেন পাঁচজন। বাকিরা আইসোলেশনের চিকিৎসধীন।

গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বার্তা২৪.কমকে জানান, বৃহস্পতিবার ঢাকা ও রংপুর থেকে ৮১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর
মধ্যে ১২ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন।

বিজ্ঞাপন