করোনায় জুমার নামাজ সংক্ষিপ্ত, মোনাজাতে মুসল্লিদের কান্না



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
মসজিদে মুসল্লিদের ভিড় কম লক্ষ্য করা গেছে, ছবি: বার্তা২৪.কম

মসজিদে মুসল্লিদের ভিড় কম লক্ষ্য করা গেছে, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

করোনার সংক্রমণ ঠেকাতে পবিত্র জুমায় সীমিত ও সংক্ষিপ্ত পরিসরে নামাজ আদায় হয়েছে। রংপুরের সবচেয়ে বড় মসজিদ কেরামতিয়া জামে মসজিদে অন্য সময়ের তুলনায় মুসল্লিদের উপস্থিতি ছিল কম। এছাড়াও নগরীর পাড়া মহল্লার মসজিদগুলোতে ছিল না মুসল্লিদের তেমন উপস্থিতি।

শুক্রবার (২৭ মার্চ) রংপুর নগরীর বেশ কয়েকটি মসজিদ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

প্রতিটি মসজিদে সংক্ষিপ্ত বয়ান করেন খতিবরা। খুতবাও ছোট করা হয়। এর আগে, মুসল্লিদের বাসায় সুন্নত ও নফল নামাজ আদায় করে বাড়ির কাছের মসজিদে এসে ফরজ নামাজ আদায়ের আহ্বান জানানো হয়।

কুরআন-হাদিসের আলোকে সরকারি নির্দেশনা মেনে চলার গুরুত্ব তুলে ধরে সকলকে বৈশ্বিক এই মহামারিতে ঘরে থাকতে বলা হয়। একই সাথে কোনো গুজবে আতঙ্কিত বা প্রতারিত না হয়ে সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান করা হয়।

সিটি করপোরেশনের পক্ষ থেকে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়
সিটি করপোরেশনের পক্ষ থেকে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়

এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব জায়গাতেই জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। দেওয়া হয়েছে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। নামাজ আদায়ের ক্ষেত্রে মসজিদগুলোতে বিশেষ নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সে অনুযায়ী মসজিদগুলোতে সংক্ষেপেই ফরজ নামাজ আদায় ও বয়ান অনুষ্ঠিত হয়। পরে মোনাজাতে করোনা সংক্রমণ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে হাত তুলে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

নগরীর আশরাফিয়া জামে মসজিদের খতিব ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান জানান, প্রতি ওয়াক্তে সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করে, মসজিদে এসে শুধু ফরজ নামাজ আদায়ের জন্য মুসল্লিদের আহ্বান করা হয়েছে।

এদিকে শুক্রবার জুমার নামাজের আগে রংপুর সিটি করপোরেশনের পক্ষে থেকে নগরীর বেশিরভাগ মসজিদে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়।

এ ব্যাপারে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নগরীর সব মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, হাট-বাজারে ও যানবাহনে নিয়মিত জীবাণুনাশক স্প্রে প্রদান করা হচ্ছে। শুক্রবার জুমায় বিশেষ গুরুত্ব দিয়ে সকাল থেকেই মসজিদে মসজিদে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেছে পরিচ্ছন্ন-কর্মীরা।

   

রাঙামাটিতে '১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
রাঙামাটিতে '১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

রাঙামাটিতে '১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ ট্রেনিং ক্যাম্প

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)'র '১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আগামী ১ ও ২ মে ২০২৪ইং তারিখে রাঙামাটির বার্গি লেক ভ্যালি ও পলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সারাদেশ ৬৪ জেলার সবচেয়ে মেধাবী সংগঠক ও তার্কিকদের বিতর্ক অঙ্গনের লিডারদের দক্ষতা বৃদ্ধির জন্য এই লিডারশীপ ক্যাম্পের আয়োজন। পাশাপাশি থাকছে চমকপ্রদ ও রোমাঞ্চকর বিভিন্ন ইভেন্ট ও টাস্ক।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আয়োজনে বিতার্কিকদের ব্যক্তিত্বের বিকাশ এবং সার্বিক উন্নয়নের জন্য যুগোপযোগী সেশনের ব্যবস্থা রাখা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 'লিডারশীপ কি ও কেন?, 'লিডারশীপ ক্যাম্পের গুরুত্ব ও তাৎপর্য', 'এনডিএফ বিডি'র বাৎসরিক পরিকল্পনা', 'লিডারশীপ ও নৈতিকতা' এবং 'প্রতিযোগিতাপূর্ণ পৃথিবীতে সর্বক্ষেত্রে নিজেকে উপস্থাপনের কৌশল: এম আলমগীর'স ইম্প্রোভাইজেশন মেথড' শীর্ষক বিশেষ সেশন থাকবে এ দুদিনের আয়োজনে।

১লা মে দুপুর সাড়ে ১২টায় রাঙামাটির বার্গি লেক ভ্যালিতে '১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ডেইলি স্টার মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, এনডিএফ বিডি'র চেয়ারম্যান উপদেষ্টা এবং গ্লোভাল ভিলেজ রাঙামাটি'র সাবেক সভাপতি ফজলে এলাহী এবং পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)'র পরিচালক এবং এনডিএফ বিডি'র সাবেক মহাপরিচালক মোঃ আনিসুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং এই ক্যাম্পের চীফ হিসেবে দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডি'র চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ব্লু অ্যাওয়ার্ড'প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় টেলিভিশন বিতর্কে চ্যাম্পিয়ন, বহুজাতিক কোম্পানী নিউস্টার হাই-লন-এর সিইও একেএম শোয়েব।

এই ক্যাম্পে লিডারশীপের উপর একটি বিশেষ সেশন নিবেন তুখোড় বিতার্কিক এবং রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিমুল এহসান খান।

এনডিএফ বিডি'র চেয়ারম্যান একেএম শোয়েব জানান, এই ক্যাম্পের উল্লেখযোগ্য সেগমেন্টের মধ্যে থাকছে হাইকিং, ট্রেজার হান্ট, অ্যাডভেঞ্চার টাস্ক, সারভাইবাল টাস্ক, টিম প্রেজেন্টেশন, জোনাল প্রেজেন্টেশন, ক্যাম্প ফায়ার, টিম কালচারাল টাস্ক, সারপ্রাইজ সেশন, ফ্রেন্ডশীপ এন্ড ফেলোশীপ আড্ডা, নৌভ্রমন, এন্টারটেইনমেন্ট টাস্ক, প্রকৃতি পর্যবেক্ষণ, রাঙামাটির ঐতিহ্যকে ধারণ করা ইত্যাদি।

এনডিএফ বিডি'র ৯টি জোনের লিডারদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এই ক্যাম্পের তত্ত্বাবধানে থাকবেন এনডিএফ বিডি'র মহাসচিব আশিকুর রহমান আকাশ, ক্যাম্প কনভেনরের দায়িত্ব পালন করবেন এনডিএফ বিডি'র কো-চেয়ারম্যান তাহসিন রিয়াজ, ক্যাম্প কো-ডিরেক্টরের দায়িত্বে থাকবেন এনডিএফ বিডি'র যুগ্ম মহাসচিব তুষার ধর, ক্যাম্প কো-অর্ডিনেটরের ভূমিকায় থাকবেন এনডিএফ বিডি'র কো-চেয়ারম্যান মাহমুদ হাসান এবং এনডিএফ বিডি'র সাংগঠনিক সম্পাদক লুভনা আক্তার।

১১তম এনডিএফ বিডি ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৪ইং-এর ক্যাম্প ডিরেক্টর ও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন দেশবরেণ্য উপস্থাপক, প্রশিক্ষক ও বক্তা, এনডিএফ বিডি'র
মহাপরিচালক ও রেক্টর (স্কুলিং) লায়ন এম আলমগীর।

;

মেহেরপুরে তীব্র তাপপ্রবাহে স্কুল ছুটি দেওয়ায় স্বস্তি



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

মেহেরপুরসহ আশেপাশের জেলাগুলোর উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যহত রয়েছে। এর মাঝে গতকাল সোমবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় ছাত্রছাত্রী উপস্থিতি নেমে আসে ৩০ ভাগের নিচে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে মেহেরপুর জেলাসহ ২৭টি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বন্ধ রয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান।

মেহেরপুর জেলার প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ৬ টায় সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। যা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। অব্যাহত তাপপ্রবাহের ফলে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। ভ্যাপসা গরম আর ঘামে নাকাল অবস্থায় সময় পার করছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা।


সকালের সূর্য উঠার পরই শুরু হয় গরমের তীব্রতা। সকাল নয়টার পর রাস্তাঘাটে চলাফেরায় অস্বস্তি বেড়ে যায় কয়েকগুণ।তীব্র তাপদাহের ফলে ৫ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। তবে মেহেরপুর জেলা বন্ধের আওতায় না থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে। বিদ্যালয়গুলো খোলা রাখা হলেও ছাত্রছাত্রী উপস্থিতি নেমে আসে ৩০ ভাগের নিচে। শেষ পযন্ত গতকাল সন্ধ্যায় খুলনা বিভাগের সব জেলাসহ দেশের ২৭টি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এতে স্বস্তি ফিরে আসে মেহেরপুরে।

কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্র্রধান জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে গেছে ককর্টক্রান্তি রেখা। যা পশ্চিমবঙ্গের কিছু এলাকার সাথে রাজশাহী থেকে শুরু করে যশোর হয়ে দক্ষিণাঞ্চল পর্যন্ত বহমান। তাই রাজশাহী, চুয়াডাঙ্গা ও যশোরসহ ৫টি জেলা তীব্র তাপদাহের কারণে স্কুল বন্ধের ঘোষণা দেওয়া হয়। যার মধ্য থেকে বাদ পড়ে চুয়াডাঙ্গা-যশোরের প্রতেশেী জেলা কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর জেলা। এ তিন জেলায় তাপ মাত্রা রেকর্ডে আবহাওয়া অফিস নেই। ফলে অসহনীয় গরম আর তীব্র তাপপ্রবাহ বয়ে গেলেও আবহাওয়া অফিসের রেডর্ককৃত জেলাগুলোর তাপমাত্রা নিয়েই বেশি আলোচনা হয়।

;

হবিগঞ্জে পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, হবিগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার তগলীতে মাছ বোঝাই পিকআপ ও সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৬) ও হেলপার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং (পূর্ব নোয়াগাও) গ্রামের ছোয়াব আলীর ছেলে রিপন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সুতাং বাজার থেকে মাছ বোঝাই পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজারে কিছু মাছ দিয়ে শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তগলী নামক স্থানে পৌঁছে। সিলেটগামী সিমেন্ট ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) তগলী নামক স্থানে পৌঁছলে উভয় গাড়ীর সংঘর্ষে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

;

কুমিল্লায় ৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কুমিল্লা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাজরিন সুলতানা ঝুমু (৯) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে শিশুটির বিবস্ত্র মরদেহ রাস্তার পাশের ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।

নিহত ঝুমু উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের খিলপাড়া গ্রামের জাকির হোসেন (কালন) এর একমাত্র মেয়ে। সে স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। শিশুটিকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

ঝুমুরের মা রাজিয়া সুলতানা বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার সকালেও আমার মেয়েকে নিজ হাতে ভাত খাইয়ে স্কুলে পাঠাই। কিন্তু স্কুল ছুটির অনেক সময় পার হয়ে যাওয়ার পরও ঝুমুর বাড়িতে না আসায় চারদিকে খোঁজাখুঁজি শুরু করি। এক পর্যায়ে আমি সদর দক্ষিণ থানায় জিডি করতে রওনা দেই। অর্ধেক রাস্তা যাওয়ার পর খবর পাই আমার মেয়েকে রাস্তার পাশের ধানক্ষেতে মৃত অবস্থায় পাওয়া গেছে।’

স্থানীয় ইউপি সদস্য মজিব জানান, ‘বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। এই বয়সের একটা ছোট্ট শিশুর এমন নির্যাতনের শিকার হওয়া কোনোভাবেই আমরা এলাকাবাসী মেনে নিতে পারছি না। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর বিচার দাবি করছি।’

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ‘আমরা মরদেহের সুরতহাল সংগ্রহ করেছি। প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। আমাদের তদন্ত চলছে।’



;