আ.লীগ-বিএনপির হাতে গরিবের মুক্তি নেই: সেলিম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
দেশরক্ষা অভিযাত্রা সমাবেশে সিপিবি প্রধান/  ছবি: বার্তা২৪.কম

দেশরক্ষা অভিযাত্রা সমাবেশে সিপিবি প্রধান/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গণমানুষের আন্দোলনের মধ্য দিয়ে বুর্জোয়া-লুটেরা ধারার সরকারকে ক্ষমতাচ্যুত করে বামপন্থীদের নেতৃত্বে বিকল্প সরকার প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত দেশরক্ষা অভিযাত্রা সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

সিপিবি প্রধান বলেন, আওয়ামী লীগ, বিএনপি দুটোই বুর্জোয়া লুটেরা দল। এদের হাতে মুক্তিযুদ্ধের অর্জন নিরাপদ নয়। এদের হাতে গরিব-মেহনতি মানুষের মুক্তি আসবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল। সেই দল এখন বিশ্বাসঘাতকদের নেতৃত্ব দেওয়ার দলে পরিণত হয়েছে। বুর্জোয়া-লুটেরা ধারার সরকারকে ক্ষমতাচ্যুত করে বামপন্থীদের নেতৃত্বে বিকল্প সরকার প্রতিষ্ঠা করব।

দেশরক্ষা অভিযাত্রা সমাবেশে সিপিবি প্রধান/  ছবি: বার্তা২৪.কম 

জনগণকে ঘর ছেড়ে রাজপথে বেরিয়ে আসার আহবান জানিয়ে সেলিম বলেন, আপনারা জেগে উঠুন। অমুক আপা, তমুক ভাইয়ের দিকে না তাকিয়ে নিজেদের মুক্তি সংগ্রাম নিজেরাই শুরু করুন।

কমরেড শাহীন রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ্ আলম, সহ সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন প্রমুখ।

সমাবেশে রংপুর বিভাগের আট জেলার উন্নয়নে এ অঞ্চলে কৃষি ভিত্তিক শিল্প ও কলকারখানা স্থাপন, পর্যাপ্ত হিমাগার নির্মাণ, গ্যাস সরবরাহ, বন্ধ রেলপথ চালু ও ট্রেনের সংখ্যা বৃদ্ধি, বন্ধ টেক্সটাইল মিল চালু, বিভাগীয় চিকিকলগুলো লাভজনকভাবে চালু, নতুন ইপিজেড স্থাপন, নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ ও নদী শাসন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, গাইবান্ধা কৃষি ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিণত করাসহ শ্যামাসুন্দরী খাল সংস্কারসহ ১৩ দফা দাবি তুলে ধরেন নেতারা।

দেশরক্ষা অভিযাত্রা সমাবেশ/ছবি: বার্তা২৪.কম 

রংপুর বিভাগের আট জেলার নেতারা বলেন, বর্তমান সরকার থেকে শুরু করে অতীতের বিভিন্ন সময়ের সরকার যে আর্থ-সামাজিক নীতিতে দেশ চালিয়েছে, এবং যারা চালাচ্ছে তা মেহনতি জনগণ ও মধ্যবিত্তের স্বার্থবিরোধী। দ্রব্যমূল্য বাড়ছে, সেই তুলনায় সাধারণ মানুষের আয় বাড়ছে না। মুষ্টিমেয় কয়েকজন বাজার সিন্ডিকেটের হাতে নিত্যপণ্য জিম্মি। সরকার ওইসব সিন্ডিকেটকারীদের স্বার্থ রক্ষা করে চলছে।

সমাবেশ শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে লাল পতাকা ও কাস্তে হাতে বিশাল একটি শোভাযাত্রা রংপুর মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভাগের আট জেলা থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

   

ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

ভালুকায় ৪০০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ২

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের ভালুকায় ৪০০ শত বস্তা ভারতীয় চিনিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনা দুই জনকে আটক করছে।

আটককৃতরা হলেন কাভার্ডভ্যান চালক কুমিল্লা দাউদকান্দি উপজেলার মৃত মনির হোসেনের ছেলে মো.আবিদ হোসোন (২০) ও হেলপার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. নিয়ামত আলির ছেলে আল আমিন (২০)।

মঙ্গলবার (৭ মে) বিকেলে ভালুকা মডেল থানার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে পৌরসভার ৮ নং ওয়ার্ডের এ আর ফিলিংস স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেন হতে একটি কাভার্ডভ্যান ভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় কাভার্ডভ্যান চালক আবিদ হোসেন ও হেলপার আল আমিনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় ৪০০ (চারশত) বস্তা ভারতীয় চিনির মোট ওজন ২০ হাজার কেজি। যার বর্তমান বাজার মূল্য ২৫ লক্ষ ২০ হাজার টাকা।

ভালুকা মডেল থানার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চিনি জব্দের ঘটনায় মামলা রজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

;

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের মহাপরিচালকের বৈঠক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা সফররত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ‌্যা‌মি পো‌পে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক ক‌রে‌ছেন।

ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট-২০২৪ প্রকাশ শে‌ষে মঙ্গলবার (৭ মে) রাজধানীর এক‌টি হো‌টে‌লে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করা ও বিভিন্ন দেশে বাংলাদেশি অভিবাসীদের চ্যালেঞ্জ মোকাবিলায় আইওএমের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন তারা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশে আইওএম মিশন প্রধান আব্দুস সাত্তার ইসোয়েভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠ‌কে উপস্থিত ছিলেন।

;

বুধবার হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর আসকোনা হজ ক্যাম্পে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। এদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও এ বছর বৃহস্পতিবার থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে ইতোমধ্যে ৪ হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

আগামী ৯ মে থেকে ১০ জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৭টি হজ পূর্ব ফ্লাইটে করে ৪৫ হাজার ৫২৫ জন এবং মে মাস থেকে ১২ জুনের মধ্যে সৌদি আরবে ফ্লাইনাস এয়ারলাইন্স ৪৩টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে।

বাংলাদেশ বিমান ২০ জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস ২১ জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।

;

চট্টগ্রাম কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়ায় তিন ভাই-বোনকে গুলি করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি আবুল কাশেম (৭০) মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (৭ মে) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

আবুল কাশেম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। গত ১৭ এপ্রিল তাকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

ডেপুটি জেলার মো. ইব্রাহীম বলেন, আজ ভোরে কয়েদি আবুল কাশেম অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতাল থেকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ারের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, বায়েজিদ থানার দক্ষিণ পাহাড়তলী মৌজার ৩৬ শতক সম্পত্তির মালিকানা নিয়ে আবুল কাশেম এবং ইউসুফের সঙ্গে সাইফুল ইসলাম এবং তার ভাইবোনদের বিরোধ চলে আসছিল। ২০০৪ সালের ২৯ জুন রাত সাড়ে ১০টার দিকে সাইফুলের বাড়িতে দেয়াল টপকিয়ে ঢুকে পড়েন নাছির, ফয়েজ মুন্না, দেলোয়ার, আবুল কাশেম এবং ইউসুফ। তাদের গুলিতে খুন হন সাইফুল আলম, মো. আলমগীর ও মনোয়ারা বেগম।

এ ঘটনায় সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার শিল্পী বায়েজিদ বোস্তামী থানায় ইউসুফ, কাশেম, নাছির ও ফয়েজ মুন্নাকে আসামি করে হত্যা মামলা করেন।

এরমধ্যে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন নাছির ও ফয়েজ মুন্না। ২০১৭ সালের ৫ জুলাই নাছির ও ফয়েজ মুন্নাকে মামলা থেকে দায়মুক্তি দেওয়া হয় এবং ইউসুফ ও কাশেমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। চলতি বছরের ১৮ এপ্রিল এ মামলায় চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন শিকদার আবুল কাশেম ও ইউসুফকে মৃত্যুদণ্ডের রায় দেন।

;