এসিল্যান্ড তো নয় যেন চাঁদাবাজ!



কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নড়াইল: ভূমি অফিসে ঘুষ, দুর্নীতি-অনিয়ম হয় এটা সবারই জানা, তাই বলে রীতিমতো চাঁদাবাজি? তাও আবার ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত! টাকা দিলে কাজ হবে আর না দিলে কোনো কাজই হবে না। মাঝে মাঝে নাশকতা মামলার ভয়ভীতিসহ ক্রসফায়ারের হুমকিও দেয়া হচ্ছে।

বলছিলাম নড়াইলের লোহাগড়া উপজেলা (এসিল্যান্ড) ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেনের কথা। তার কর্মকাণ্ড চাঁদাবাজদের মতো পরিচালিত হচ্ছে বলে ভুক্তভোগীরা জানায়। ভূমি অফিসারের বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিও পালন করেছে ভুক্তভোগীরা।

লিখিত অভিযোগে জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার আরাফাত হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন উপজেলার এড়েন্দা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে মো. রিপন মোল্যা ও লোহাগড়া পৌরবাসীর পক্ষে কাশিনগর গ্রামের মৃত আ. ছালাম মোল্যার ছেলে মামুনুর রশীদ পিকুল।

রিপন মোল্যা নামের একজন অভিযোগ করেছেন, এড়েন্দা মৌজার পৈত্রিক জমি সংলগ্ন আরএস ১০৬ খতিয়ানের ৬৩০ ও ৬৩৪ নং দাগের মোট ১৩ শতক জমি চলতি বছরের ১২ এপ্রিল ১৫২৫ নং কবলা দলিল মূল্যে মালিক জোহরা খাতুনের কাছ থেকে রিপন মোল্যা কিনে বসবাস করে আসছেন। এই জমি নাম পত্তন করার জন্য উপজেলা ভূমি অফিসে ২০৩৪ নং নামজারী মামলা দায়ের করেন। এরপর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার এ সংক্রান্ত প্রতিবেদন দিলে গত ৯ জুলাই তার নামে নাম পত্তন রেকর্ড দেবে মর্মে ভূমি অফিসের নাজির শাহীদুল ইসলাম ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। এরপর বাধ্য হয়ে তিনি ১০ হাজার টাকা দিলেও বাকি ১০ হাজার টাকা দিতে অপারগ হলে নামজারী মামলা খারিজ করার হুমকি দেন। বিষয়টি ভূমি কর্মকর্তা আরাফাত হোসেনের কাছে অভিযোগ দিলে তিনি আরও অতিরিক্ত ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন ভুক্তভোগীর কাছে। অবশেষে নিজ স্বত্ব দখলীয় জমির নামজারির জন্য উৎকোচ না দেয়ায় বেআইনিভাবে মামলাটি খারিজ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন রিপন মোল্যা। এভাবে প্রশাসনের এ কর্মকর্তার স্বেচ্ছাচারিতা আর ঘুষ-দুর্নীতির কারণে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

/uploads/files/ysyWCyzXS8xOhG5VKf3OfyG2xKnGnXQLK7xoUmF5.jpeg

মামুনুর রশীদ পিকুল নামে আরেক জন অভিযোগ করেন, উপজেলার কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সম্পর্কে তার ঘনিষ্ঠ বন্ধু। চেয়ারম্যান তার স্ত্রী নাজমা বেগমের নামে লোহাগড়া মৌজার ৩৯৩৪ দাগের এক খণ্ড জমি ক্রয় করেন। এরপর ক্রয়কৃত জমিটির নামজারী কেস বা নাম পত্তন করার জন্য উপজেলা ভূমি অফিসে জমা দেয়া হয়। ভূমি কর্মকর্তা আরাফাত হোসেন নাম পত্তন করতে চেয়ারম্যান মতিয়ার রহমানের কাছে ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেন বলে অভিযোগ করেন আবেদনকারী পিকুল। পরবর্তীতে চেয়ারম্যান ওই জমিতে ঘর তুলতে গেলে আরাফাত হোসেন রহস্যজনক কারণে বাধা দেন এবং ঘর তৈরির সরঞ্জামসহ যাবতীয় নির্মাণ সামগ্রী ভেঙে পাশে থাকা খালে ফেলে দেন। এছাড়া লোহাগড়া পৌর এলাকার রজোপুর গ্রামের মশিয়ার রহমানের বাড়িও জোরপূর্বক ভেঙে দেন বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিবেকানন্দ দাস অভিযোগ করে বলেন, গত ১০ জুন দুপুরে জমিজমা সংক্রান্ত একটি অভিযোগ ভূমি অফিসে জমা দিতে যান। এসময় ভূমি কর্মকর্তা একই অফিসের নাজির শাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। নাজির ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি ভূমি অফিসারকে জানালে তিনিও টাকা দিতে বলেন। টাকা না দিলে অকথ্য ভাষায় গালি দিয়ে মাদক ব্যবসায়ী সাজিয়ে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি দেন। পরে আওয়ামী লীগ নেতা পরিচয় দিলে তাকে অফিস থেকে বের করে দেয়া হয়। এ ঘটনায় গত ১১ জুন লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন বলেন,‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি অভিযোগকারীদের বিরুদ্ধে নাশকতা বা মানহানির মামলা দিব। সরকারি ১নং খাস খতিয়ানের জমি চেয়ারম্যান মতিয়ার রহমান অবৈধভাবে দখল করতে গিয়েছিল। সেটা আমরা বাধা দিয়েছি মাত্র। আমাকে হয়রানি করার জন্য এসব ভুয়া মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি যাতে এখান থেকে চলে গেলে সরকারি সম্পত্তি তারা আত্মসাৎ করতে পারেন এখন সেই চেষ্টা করছেন।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বার্তা২৪.কমকে বলেন, ‘তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

   

কুকুরের কামড়ে যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের নান্দাইলে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কুকুরের পাল ইজাজুল ইসলাম (৪০) নামে এক যুবককে কামড়ে হত্যা করেছে।

রোববার (১৯ মে) ভোররাতে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইজাজুল ইসলাম উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মৃত সমির উদ্দিনের ছেলে।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত ইজাজুল ইসলামের মা বাবা কেউ নেই। সে বিয়ে করেনি। তিনি পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারানিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে এসিআই কোম্পানীর মালামাল এক দোকান থেকে কিনে অন্য দোকানে বিক্রি করতেন। তিনি নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়তেন।

ঘটনার দিন ভোররাতে ভাড়া বাসা থেকে নামাজ পড়ার মসজিদের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কুকুরের পাল তাকে একা পেয়ে কামড়ে পেটের নাড়িভুড়ি বের করে ফেলে। এছাড়াও শরীরের বিভিন্ন অংশ কামড়ে ছিন্নভিন্ন করে ফেলে। এসময় একজন নারী টের পেয়ে লাঠি নিয়ে তাড়া করলে কুকুরের পাল চলে যায়। পরে ওই নারী আশপাশের লোকজনকে ডাকাডাকি করে নিয়ে আসার আগেই ইজাজুল মারা যায়।

নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছে খবর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

;

জনপ্রিয়তা বাড়ছে গোয়ালন্দ ইউএনও’র গণশুনানি



সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নিজের জমির সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব রয়েছে হাজেরা বেগমের। অনেক দিন ধরে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা চালালেও কোনো ফল আসেনি। গ্রামের মাতব্বর থেকে শুরু করে স্থানীয় সুধীজনরা সমাধান করতে পারেনি হাজেরা বেগমের সমস্যার। তিনি লোক মারফত জানতে পারেন প্রতি সপ্তাহের একদিন উপজেলা নির্বাহী অফিসার সরাসরি সবার সমস্যার কথা শোনেন ও সমাধান করে দেন।

বিষয়টি জানার পরই তিনি দ্বারস্থ হন উপজেলা নির্বাহী অফিসারের গণশুনানিতে। গণশুনানিতে উপস্থিত হয়ে হাজেরা বেগমের সমস্যার কথা নিজে শোনেন ইউএনও। এরপরই তিনি সমাধানের পথ খুলে দেন। হাজেরা বেগমের সমস্যা দ্রুত সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও জমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

শুধু হাজেরা বেগমই নয়। হাজেরা বেগমের মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শত শত মানুষের সমস্যা, অভিযোগ ও আপত্তি গণশুনানিতে শুনে তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। তার এই গণশুনানি দিনদিন স্থানীয় নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

জানা যায়, প্রতি সপ্তাহের যে কোনো একদিন সেবাপ্রত্যাশী স্থানীয় নাগরিকদের সমস্যা, অভিযোগ ও আপত্তি শুনতে গণশুনানি কার্যক্রম পরিচালনা করতে ইউএনওদের মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। সপ্তাহের প্রতি বুধবার তিনি তার নিজ অফিস কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই গণশুনানি পরিচালনা করে থাকেন।

গণশুনানি পরিচালনার সময় বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সহায়তায় দ্রুত সেবাপ্রত্যাশী মানুষদের বেশির ভাগের সমস্যার সমাধান তাৎক্ষণিক করে থাকেন। কিছু সমস্যার সমাধান ডকুমেন্ট নির্ভর হওয়ায় সেগুলো সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশনা প্রদান করে থাকেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বার্তা২৪.কমকে বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক সেবাপ্রত্যাশী নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও আপত্তি নিয়ে সাপ্তাহিক গণশুনানি শুরু করেছি। প্রতি বুধবার এই শুনানি অনুষ্ঠিত হয়। সেবা প্রত্যাশীদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক বেশিরভাগ সমস্যা সমাধান করা হয়। অন্যান্য সমস্যাগুলো দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট দফতরগুলো দ্রুত নিষ্পত্তি করে থাকেন। গণশুনানির এই কার্যক্রম চলতেই থাকবে।

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ২০



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১৮ মে) সকাল ছয়টা থেকে রোববার (১৯ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩৭৩ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১২ কেজি ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;

ঢাকাসহ ১০ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৯ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাবাসে বলা হয়েছে, দেশের নয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হবে। একইসঙ্গে দেশের আটটি বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আগামী ৫ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

;