ময়মনসিংহে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহ জেলার মানচিত্র

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহে ঝুলন্ত অবস্থায় সুইটি আক্তার (২২) নামে এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কাশর বৌ-বাজার এলাকায় বাসার সিলিংয়ে থাকা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে। 

তিনি জানান, বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় নিহতের স্বামী পুলিশ কনস্টেবল মোহাম্মদ হাফিজ। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী পুলিশ সদস্য হাফিজুর রহমানকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

   

উপজেলা ভোট: নারী ভোটারদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দে ভোট কেন্দ্রে যেতে পারে তার অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ভ্রাম্যমাণ দলকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশনা পাঠানো হয়।

ইসির নির্দেশনায় জানানো হয়, সকল প্রকার ভোটারদের বিশেষ করে মহিলা ভোটারদের ভোট প্রদান নিশ্চিত করতে হবে। এই উদ্দেশে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে গৃহীত কার্যকলাপ সম্পর্কে যেন সকল শ্রেণির ভোটার পূর্ব হতে নিশ্চিত হতে পারেন তা উপযুক্ত প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে হবে।

আরও জানায়, ভোটদানের জন্য ভোটারগণ যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছন্দে ভোটকেন্দ্রে আসতে পারেন সে উদ্দেশে অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী ভ্রাম্যমাণ দল নিবিড় টহলদানের ব্যবস্থা করতে হবে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রে মোতায়েনসহ চিহ্নিত গোলযোগপূর্ণ ভোটকেন্দ্রসমূহে বেশি সংখ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা এবং ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

সারাদেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টি উপজেলা পরিষদের নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। অবশিষ্ট ১৯টি উপজেলা পরিষদের মেয়াদপূর্তি না হওয়ায় পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজন হবে।

প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ৮ মে, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৬ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২২ টি, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দু’টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

;

২১ বছর পর হত্যা মামলার ১৯ আসামির যাবজ্জীবন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর রহমান হত্যা মামলার প্রায় ২১ বছর পর ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম এ রায় দেন।

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় ১৯ আসামিই আদালতে উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভেকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
বিস্তারিত আসছে...

;

তীব্র তাপদাহে কর্মব্যস্ত দিনেও ফাঁকা ফেনী শহর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ফেনী
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, জারি রয়েছে হিট অ্যালার্ট। রোদের প্রখরতা এতই প্রখর যে বাইরে গরমের মধ্যে টেকা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। গরমে হাসফাঁস অবস্থা সকল বয়সী মানুষের। গরম থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে স্কুল কলেজ। সপ্তাহের ২য় কর্মব্যস্ততার দিনেও শহরে নেই তেমন কোন কোলাহল। ফেনী শহরের বিভিন্ন সড়কে স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কম লোকসমাগম দেখা গেছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ফেনী শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, সড়কে মানুষের আনাগোনা নেই। চায়ের দোকানে ভিড় নেই, রাস্তায় গাড়ির সংখ্যাও কম। পথচারীরাও তেমন প্রয়োজন ছাড়া রাস্তায় যাচ্ছেন না। অন্যদিকে স্কুল কলেজ খুললেও অন্যান্য দিনের মতো শ্রেণিকক্ষে তেমন একটা উপস্থিতি ছিলনা ।

শহরের নাজির রোডের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, এই রোদে বেশিক্ষণ বাইরে থাকা যায় না। একটা কাজ ছিল তাই বের হয়েছি, শেষ করেই বাসায় চলে যাব।
আব্দুর রহিম নামে একজন বলেন, তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এ রোদের মধ্যে টিকে থাকা মুশকিল। শহরের মানুষের চলাচল কম। দরকার ছাড়া কেউ তেমন বের হয়নি।

বাইরে লোকজন কম বের হওয়ায় বেচাবিক্রি কমেছে এলাকাভিত্তিক দোকানগুলোতে। ট্রাংক রোডের চা বিক্রেতা গিয়াস উদ্দিন বলেন, এই গরমে কেউ চা খেতে আসে না। দু-একজন আসে নাস্তা করে। যারা আসে বেশিরভাগই ঠান্ডা পানি বা কোক খায়।

মুদি দোকানিরা বলছেন, ভরদুপুরে ক্রেতার সংখ্যা একেবারেই কম। মূলত সন্ধ্যার পর ক্রেতাদের সমাগম বৃদ্ধি পেয়ে থাকে।

বড় বাজারের রমনী সাহা স্টোরের সত্ত্বাধিকারী হিরা লাল বলেন, প্রচণ্ড রোদে মানুষজন বা কাস্টমাররা খুব একটা বের হয় না। আগে এ সময়ে যে বিক্রিটা হতো, সেটি কমে গেছে। তবে, সন্ধ্যার পর বেচাবিক্রি কিছুটা বাড়ে।

গরমের প্রভাব লক্ষ্য করা গেছে পরিবহনেও। সড়কে অন্যান্য সময়ের তুলনায় দিনের বেলা গাড়ির পরিমাণও কম দেখা যায়। গাড়িতে সাধারণত যাত্রীর আধিক্য দেখা যায়। তবে দুপুরের দিকে বেশিরভাগ গাড়ি প্রায় ফাঁকা দেখা গেছে। শহরের রিকশার পরিমাণ ও কম ছিল।

যাত্রীরা বলছেন, গরমে হাঁসফাঁস পরিস্থিতি তৈরি হয়। এর হাত থেকে বাঁচতে অনেকেই বিকল্প উপায়ে বা রোদ চড়া হওয়ার আগেই গন্তব্যে পৌঁছান। দুপুরের সময় প্র‍য়োজন ব্যতীত কেউ বের হচ্ছেন না।

শহরের টাউন সার্ভিসের চালক শামসুল বলেন, গরমে অনেক যাত্রী বাসে উঠতে চায়না। গরমের কারণেই বাসে যাত্রীর পরিমাণ কমে গেছে। ভোগান্তি এড়াতে অনেকেই বাসে না চড়ে সিএনজি বা মোটরসাইকেলে চড়ে গন্তব্যে যাচ্ছেন। ফলে যাত্রীর সংখ্যা কম। এতে আমাদের আয় রোজগারেও প্রভাব পড়েছে।

শহরের রিকশা চালক মতিন মিয়া বলেন, গরমে বের হওয়া অনেক কষ্টকর। তাই অনেক চালক রাতে বের হয়। তবে আমাদের পেটের দায়ে বের হতে হয়। নাইলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। তবে এ গরমে সহ্য হয়না।

গরমে কয়েকটি স্কুলে শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখা গেলেও বেশ কয়েকটি স্কুলের অধিকাংশ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা গেছে।

নাদিরা আঞ্জুম নামে এক শিক্ষার্থী বলেন, তীব্র গরমে অবস্থা নাজেহাল। প্রাইভেট পড়ে স্কুলের কয়েকটি ক্লাস করে ছুটি নিয়ে বাসায় চলে যাচ্ছি। এ গরমে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে।

এ বিষয়ে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ বলেন, স্কুল অনেকদিন পর খুলেছে। শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি ভালো ছিল। শিক্ষার্থীদের বেশি করে পানি পান করতে নির্দেশনা দেয়া হয়েছে। তার ব্যবস্থাও রাখা হয়েছে যাতে করে গরমে তাদের কোন অসুবিধা না হয়।

এদিকে চলমান দাবদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়া অফিস। ফেনী আবহাওয়া অধিদপ্তরের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান বলেন, ফেনীতে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। বাতাসের আর্দ্রতা ৫০ শতাংশেত মধ্যে । আরও কয়েকদিন তাপপ্রবাহ স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

;

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টানা ছয় দিনের থাইল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২৯ এপ্রিল) দেশে ফিরেছেন। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় সফরের অংশ হিসেবে ব্যাংকক যান শেখ হাসিনা। 

গত ২৪ এপ্রিল বিকেলে তিনি ব্যাংকক পৌঁছান। তখন তাকে ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার দেওয়া হয়।

শেখ হাসিনা এই সফরকে ‘প্রতিবেশী’ নীতির ওপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন। কারণ, এটি দুই দেশের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের গতিকে আরও নবায়নের চমৎকার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

থাই প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় শেখ হাসিনা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণ সম্ভাবনার বিকাশে অত্যন্ত প্রয়োজনীয় অনুপ্রেরণা যোগাবে।

;