পাঠকদের ব্যাপক সাড়া পাচ্ছে বার্তার ই-জনমত ও কুইজ



ফিচার ডেস্ক
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বার্তা২৪.কম গতমাসে পাঠকদের সরাসরি অংশগ্রহণমূলক অনলাইন জরিপ ই-জনমত এবং কুইজ বিভাগ দুটি শুরু করার পর থেকে পাঠকদের অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে। প্রতিদিন কুইজে সহস্রাধিক অংশগ্রহণকারীদের মধ্যথেকে লটারির মাধ্যমে একজনকে বিজয়ী নির্বাচন ও পুরস্কৃত করা হচ্ছে।

রয়েছে সমকালীন রাজনীতি, অর্থনীতি ও জাতীয় জীবনের প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে অনলাইন জরিপ ‘ই-জনমত’। প্রতিদিন উত্থাপিত একটি প্রসঙ্গে ‘হ্যাঁ’, ‘না’ ও ‘মন্তব্য নেই’—এই তিন অপশনে ভোট দিয়ে নিজেদের মতামত ব্যাক্ত করতে পারছেন পাঠকরা। জরিপ তৈরিতে সংবাদ বিশ্লেষণ ও গবেষণায় নিরলস নিয়োজিত আছে বার্তার একটি বিশেষায়িত টিম।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চালু থাকা প্রতিদিনের কুইজে নাম, ফোন নাম্বার ও ইমেইল সাবমিট করে অংশ নিতে পারেন যে কেউ। প্রতিদিন সঠিক উত্তরদাতাদের মধ্যথেকে লটারির মাধ্যমে বিজয়ী একজনকে দেওয়া হচ্ছে ৫০০ টাকার মোবাইল রিচার্জ।

কুইজে অংশ নেওয়ার নিয়মাবলী

প্রতিদিন ১২টা ১ মিনিট থেকে ওইদিন ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টা নির্ধারিত বিষয়ের ওপর পাঠকদের ভোট গ্রহণ করে ই-জনমত। স্বচ্ছতার প্রশ্নে আপোষহীন এই অনলাইন ভোটিং ব্যবস্থায় ভোটার সংখ্যা ও ভোটের ফলাফল সরাসরি প্রদর্শিত থাকে।

বার্তা বিশ্বাস করে সত্য জানা যেমন পাঠকদের অধিকার, তেমনি সেই সত্যকে প্রতিষ্ঠা করাও তার অধিকার। সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে যাচ্ছে অনলাইন জরিপ ই-জনমত। অন্যদিকে, কুইজের উদ্দেশ্য পাঠকদের আনন্দময় অংশগ্রহণ নিশ্চিত করা। নির্ধারিত একটি প্রশ্নোত্তরে প্রতিদিনের কুইজ নিয়েও সমানতালে এগিয়ে যাচ্ছে বার্তা২৪।

   

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ এলাকায় ডোবার পানিতে ডুবে রাহিম (১১) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকালে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরণ গ্রামে এই ঘটনা ঘটে। রাহিম একই এলাকার পশ্চিম পাড়ার সবুর মিয়ার ছেলে।

রাহিমের চাচা আলী আজম জানান, রাহিম আজকে বিকালে আব্দুর রউফ মিয়ার বাড়ির সামনের ডোবায় গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা রাহিমকে ডোবা থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাহিমকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বিকেলে ডোবাতে ডুবে একটি প্রতিবন্ধী শিশু মারা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

;

চতুর্থ ধাপের উপজেলা ভোটেও আপিল কর্তৃপক্ষ ডিসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

উপজেলা পরিষদ ভোটের চতুর্থ ধাপেও রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়ন ফিরে পেতে জেলা প্রশাসকদের কাছে আবেদন করতে হবে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চতুর্থ ধাপের মত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপেও রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে ডিসিদের হাতে আপিল শুনানি করার ক্ষমতা দেওয়া হয়।

চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী, আগামী ৫ জুন দেশের ৫৪ উপজেলায় ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এর সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া ভোটও এ ধাপে অনুষ্ঠিত হবে, ফলে মোট ৫৫ উপজেলায় ভোট।

চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, মনোনয়ন যাচাই-বাছাই ১২ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে।

প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ও বাছাইয়ের সময় শেষ। বৈধ প্রার্থী এক হাজার ৭৮৬ জন, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।

এই ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন জেলা প্রশাসক।

দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।

এই ধাপের নির্বাচনে অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি যেখানে সেখানে একাধিক সহকারি রিটার্নিং অফিসার নিয়োজিত থাকবেন।

তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। এই ধাপে ১১২ উপজেলায় ভোট হবে।

;

ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ১৫ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দুই হাজার ১২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি। ফলে ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৪ জনেই রইল। 

শনিবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ১০ জন আর বাকিরা ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে ৬ জন পুরুষ ও ৯ জন নারী। এ সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন। আর চলতি বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৯৮৮ জন। 

;

এই তীব্র গরমের জন্য একমাত্র দায়ী বর্তমান সরকার: শাহাদাত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

তীব্র গরমের জন্য সরকারকে দায়ী করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামসহ সারা বাংলাদেশে এখন উত্তপ্ত আগুনের মতো পরিবেশ। তীব্র তাপদাহের কারণে গরমে মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। এরকম গরম বাংলাদেশের ইতিহাসে আর কখনো পড়েনি। এই তীব্র গরমের জন্য একমাত্র দায়ী বর্তমান সরকার।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নগরীর গোল পাহাড় মোড়ে তীব্র গরমে বিপর্যস্ত পথচারী ও রিকশাচালকদের মাঝে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে খাবার পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে নদী খাল বিল দিয়ে ভরা কিন্তু সেই নদী খাল বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। এই সরকার নদী, বন ও গাছপালা রক্ষা করতে পারেনি। ভূমিদস্যুরা নদী দখল করে রেখেছে। অন্যায়ভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে।‌ কিন্তু সরকার কিছুই কর‌ছে না। চট্টগ্রামের মানুষ তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে। হিট স্ট্রোকে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ৪০ ডিগ্রি তাপমাত্রাকে মনে হচ্ছে ৪৩ বা ৪৪ ডিগ্রি তাপমাত্রা। মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের মানুষ ধুঁকে ধুঁকে মারা যাবে। এইজন্য দেশের জনগণ চায় এই সরকারের বিদায়। এই সরকারের পদত্যাগের মাধ্যমেই দেশের জনগণ মুক্তি পাবে।

তিনি বলেন, কয়লা পুড়িয়ে তাপকেন্দ্র করলে দেশের কোনো লাভ হবে না। দেশের গাছ, মাছ, ফসল পুড়ে যাবে। কুয়াকাটায় তাপ বিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটের রামপালে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র ক‌রে‌ছে, যার কারণে সমুদ্র পাড়ে নারিকেল গাছে নারকেল ধরে না, ফসল হয় না। আমাদের নিঃশ্বাস, আমাদের অক্সিজেন হচ্ছে সুন্দরবন, সেই সুন্দরবনকে পুড়িয়ে উজাড় করে দেয়া হচ্ছে। এই পরিস্থিতি সৃষ্টি করেছে এই গণবিরোধী সরকার। তাই আজ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সালাউদ্দীন চৌধুরী বাসু, আক্তারুজ্জামান চৌধুরী রাশেদ, মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মো. সালাউদ্দীন, যুবদল নেতা মানিক সরকার, আনিসুর রহমান, মো. সজিব, মো. ইফতি, জুয়েল রানা, হানিফ সরকার, নাহিদুর রহমান হিরা, বেলাল উদ্দিন প্রমূখ।

;