ক্ষুদে সওয়ারীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা



স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম,খুলনা
ক্ষুদে সওয়ারীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা/ছবি:  বার্তা২৪.কম

ক্ষুদে সওয়ারীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা/ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

খুলনায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে সওয়ারীরা চাবুক হাতে নিয়ে এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে জেলার রূপসা উপজেলার আইচগাতি গ্রামের স্থানীয় পুটিমারি বিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে জে কে এস ক্রীড়া সংস্থা।

ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে খোলা মাঠে উপস্থিত হয়েছিল আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দুপুরের পর থেকেই বিস্তীর্ণ মাঠের চারিদিক থেকে দর্শকরা আসতে থাকে। ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হলে করতালিতে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতায় খুলনার বিভিন্ন অঞ্চল থেকে ২৫টি ঘোড়ার মালিক অংশ নেন। ঘোড়দৌড় উৎসবকে কেন্দ্র করে এ অঞ্চলে গ্রামীণ মেলা বসে।

ক্ষুদে সওয়ারীদের ঘোড়দৌড় প্রতিযোগিতা 

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর বিভিন্ন সময়ে ঘোড়দৌড়, ষাঁড়ের লড়াই, লাঠি খেলা, বানর নাচ, মোরগ লড়াই, সাপ খেলাসহ বিভিন্ন খেলা আয়োজন করা হয় এখানে। বিশেষ করে ধান কাটার পরে গ্রামবাসীর চিত্তবিনোদনের কথা মাথায় রেখে প্রতিবছর এসব প্রতিযোগিতা আয়োজন করা হয়। গ্রামবাসীদের ঢলে আমাদের এ আয়োজন সার্থকতা লাভ করে।

   

হজ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৮মে) আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন প্রধানমন্ত্রী।

এ বছর বৃহস্পতিবার (০৯ মে) থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে হজ ফ্লাইট চালু হওয়ার কথা রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট বিজি-৩৩০১ বিমানটি ৪১৯ জন যাত্রী নিয়ে সকাল ৭টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।

একই দিন দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা হজ অফিসের আইটি ইনচার্জ কাজী মো. মুরাদ ই আলম জানান, এ বছর মোট ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হজ পালন করতে পারবেন। তাদের মধ্যে ৪ হাজার ৫৬২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৮০ হাজার ৬৯৫ জন ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

তিনি আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে এরইমধ্যে ৪ হাজার ৩১৪ হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন এবং ব্যক্তিগত ব্যবস্থাপনায় হজ পালন করতে ৭৮ হাজার ৮৯৫ হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

;

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সাভারের আশুলিয়ায় খেলার ছলে ৪ বছরের কন্যা শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনার পর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ মে) সকালে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ। এর আগে মঙ্গলবার (৭ মে) বিকালে আশুলিয়ার কাঠগড়া ডুকাটি গার্মেন্টসের পার্শ্ববর্তী এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনি দেয়। পরে ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ওই এলাকার একই বাড়ির অন্য কক্ষের ভাড়াটিয়া মো. নূর ইসলাম (৩৭)। তিনি গাইবান্ধা সদর থানার খামার গোবিন্দপুর গ্রামের মৃত আহসান আলীর ছেলে। মঙ্গলবার রাতেই এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন শিশুর মা। নারী ও শিশু নির্যাতন আইনে আশুলিয়া থানায় মামলা নং-৩৪।

ভুক্তভোগী শিশুটি (৪) বাবা-মায়ের সাথে থাকে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার চকমোহন গ্রামে।

মামলার এজাহার থেকে জানা গেছে, ঘরের বাইরে খেলা করার সময় কৌশলে শিশুকে (৪) ডেকে নিজের ঘরে নিয়ে যায় নূর ইসলাম। শিশুটির মা প্রায় ডাকাডাকি করেও তাকে খুঁজে পায়নি। প্রায় ৪০ মিনিট পর শিশুটি ঘর থেকে বের হয়ে আসে। শিশুটির হাঁটতে কষ্ট হচ্ছে দেখে মা শিশুর কাছে জানতে চায় কি হয়েছে। পরে মাকে সব খুলে বলে মেয়ে। ঘটনা জানতে পেরে ওই বাড়ির অন্য ভাড়াটিয়ারা উত্তেজিত হয়ে আসামিকে এলোপাতাড়ি মারধর করে। পরে শিশুর বাবা আসামিকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে পুলিশকে খবর দেয়।

আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) নির্মল কুমার দাস বলেন, আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার কথা রয়েছে তার। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

;

বাংলাদেশে করোনা টিকা চলবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা তাদের করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা স্বীকার করলেও বাংলাদেশে কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৮ মে) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সম্প্রতি বিশ্বজুড়ে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার খবর ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি অ্যাস্ট্রাজেনেকা এ বিষয়টি স্বীকার করে বাজারে সব করোনা টিকা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ডা. সামন্ত লাল সেন জানালেন, বাংলাদেশে এর কোনো প্রভাব পড়েনি। এই ধরনের কোনো অভিযোগ এখনো চোখে পড়েনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অ্যাসট্রাজেনেকার ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে দেশে অনুসন্ধান করছে স্বাস্থ্য অধিদফতর। তবে এখন পর্যন্ত ক্ষতিকর কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে তৎপর রয়েছে স্বাস্থ্য বিভাগ। তাই বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার কর্যক্রম চলবে।

এ সময় ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্যালাইন ও চিকিৎসা সরঞ্জাম সংকট যেন না হয়, সেই ব্যাপারে সতর্ক আছে স্বাস্থ্য বিভাগ।

এ ব্যপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার বলেও মনে করেন ডা. সামন্ত লাল সেন।

;

উপজেলা নির্বাচন

বৃষ্টির জন্য ভোটার উপস্থিতি কম, কক্সবাজারের অনেক কেন্দ্র ফাঁকা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কক্সবাজারে তিনটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ চলছে। বৃষ্টির কারণে কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই তিন উপজেলায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

বুধবার (০৮ মে) কক্সবাজার শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি খুবই কম। বেশিরভাগ কেন্দ্র ফাঁকা।

কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা ৩৯০৭ টি। কিন্তু সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ২১৫ টি।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন প্রিসাইডিং অফিসার কবির আহমদ। তিনি বলেন, খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। এখনো পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।

বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ড. প্রান্তোষ রায় বলেন, আমার কেন্দ্রে ৭ টি বুথে ভোট নেওয়া হচ্ছে। এখানে ভোটার সংখ্যা ২৬৫৬। সকাল সাড়ে ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫ টি।

এদিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছারের সমর্থকদের মারধর করার অভিযোগ উঠেছে। মোটরসাইকেল প্রতীকের প্রধান এজেন্ট পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বার্তা২৪.কমকে বলেন, পৌর প্রিপারেটরি কেন্দ্রে সকাল সাড়ে আটটার দিকে মুজিবুর রহমানের আনারস প্রতীকের সমর্থকরা কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশকে মারধর করেছে। আশাকরি প্রশাসন তড়িৎ ব্যবস্থা নিবে।

পৌর প্রিপারেটরিতে দুটি ভোটকেন্দ্র রয়েছে। একটি কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মঞ্জুর আলম বলেন, কেন্দ্রের ভেতরে কিছু হয়নি। বাইরে ঝামেলা হলেও এখানে কোনো প্রভাব পড়েনি। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২০০৩। এখানে ১ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ টি।

আরেক কেন্দ্র কক্সবাজার পৌর প্রিপ্যর‍্যাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ শফিউল আজম জানান, সকাল ৯ টা পর্যন্ত ২২ টা ভোট পড়েছে। এখানে ভোটার সংখ্যা ২১১২।

এদিকে কক্সবাজার সদর উপজেলা ছাড়াও মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায়ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবখানে শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে বলে জানা গেছে।

এ তিন উপজেলায় মোট ভোটার ৫ লক্ষ ৭৭ হাজার ৪৯৬ জন৷ যার মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ২২ হাজার ৮শ ৬৮ জন। মহেশখালী উপজেলায় ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন এবং কুতুবদিয়া উপজেলায় ৯৭ হাজার ১৭০ জন ভোটার।

এ তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২০৪ টি। যার মধ্যে সদরে ৮৬ টি, মহেশখালীতে ৮১ টি এবং কুতুবদিয়ায় ৩৭ টি কেন্দ্র।

;