অবৈধ ইটভাটায় বরিশালে বায়ু দূষণ, স্বাস্থ্যঝুঁকি চরমে



জহির রায়হান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ইটভাটার ধোঁয়ায় বায়ু দূষণ ঘটছে/ ছবি: বার্তা২৪.কম

ইটভাটার ধোঁয়ায় বায়ু দূষণ ঘটছে/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বরিশালে যত্রতত্র বেড়ে চলছে ইটভাটার সংখ্যা। সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকার নদীর চর ও তীরে প্রশাসনের অনুমতি ছাড়াই ইটভাটাগুলো অবৈধভাবে গড়ে তুলছে মৌসুমি ইট ব্যবসায়ীরা। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাসা-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বিধি-নিষেধ না মেনেই অবৈধভাবে ইটভাটাগুলো গড়ে উঠছে।

ইটভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ুদূষণ ঘটাচ্ছে। পাশাপাশি ইটভাটায় জ্বালানি হিসেবে অবাধে গাছ কেটে পোড়ানো হচ্ছে। এতে এ অঞ্চলের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল বিভাগের ৬ জেলায় ৪৭৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে ৩৪৭টি ইটভাটা। বাকি ১২৯টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি। আর আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ৩৯০টি এবং সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি-(৮০-১২০ ফিট) ইটভাটা রয়েছে ৮৬টি।

কাঁচা ইট তৈরি করছেন শ্রমিকরা/ ছবি: বার্তা২৪.কম

বরিশাল জেলায় ১৭৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১০৮টি, ছাড়পত্র পায়নি ৭০টি। এর মধ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ১৪৪টি, সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি ইটভাটা রয়েছে ৩৪টি।

পটুয়াখালী জেলায় ৭৩ টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫২টি,ছাড়পত্র পায়নি ২১টি। এর মধ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ৫৬টি, সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি ইটভাটা রয়েছে ১৭টি।

বরগুনা জেলায় ৫৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৫২টি,ছাড়পত্র পায়নি ৪ টি। এর মধ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ৫৪টি, সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি ইটভাটা রয়েছে ২টি।

ভোলা জেলায় ৮৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৬৭টি, ছাড়পত্র পায়নি ২১ টি। এর মধ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ৮৩টি, সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি ইটভাটা রয়েছে ২টি। তবে শুধু ভোলায় ৩টি হাইব্রিড হফম্যান কিলন অটো ব্রিকস রয়েছে।

বরিশালে গড়ে উঠছে অবৈধ ইটভাটা / ছবি: বার্তা২৪.কম

ঝালকাঠী জেলায় ৩৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৪টি, ছাড়পত্র পায়নি ৫ টি। এর মধ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ১৯টি, সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি ইটভাটা রয়েছে ২০টি।

পিরোজপুর জেলায় ৪২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৪টি, ছাড়পত্র পায়নি ৮টি। এর মধ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা রয়েছে ৩১টি, সম্পূর্ণ অবৈধ ড্রাম চিমনি ইটভাটা রয়েছে ১১টি।

এ ছাড়াও বিভাগের বিভিন্ন এলাকায় আরও দেড় থেকে দুইশত অবৈধ ইটভাটা রয়েছে বলে দাবি করছেন একাধিক ইটভাটা ব্যবসায়ীরা।

জানা গেছে, ২০১৮ সালে ইট তৈরির মৌসুমে (ডিসেম্বর-এপ্রিল) বরিশাল বিভাগে অবৈধ ইটভাটায় ৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটার মালিক ও ম্যানেজারসহ ৫২ জনকে আসামি করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একই সাথে অবৈধ ৪০টি ড্রাম চিমনি ভেঙ্গে দেয়া সহ ৮০টি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ১০ কোটি টাকা মূল্যের প্রায় ২ কোটি কাঁচা ইট ধ্বংস করা হয়।

ধ্বংস করা হচ্ছে কাঁচা ইট/ ছবি: বার্তা২৪.কম

চলতি বছর ৬টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৬টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটার মালিক ও ভাটার ম্যানেজারসহ ৫৩ জনকে আসামি এবং ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই ভাটার প্রায় ২৭ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়।

মেসার্স মক্কা ব্রিকস’র স্বত্বাধিকারী মো. ইউসুফ বার্তা২৪.কম-কে বলেন, অবৈধ ইটভাটার ফলে বৈধ ইটভাটার মালিকরা লোকসানের দিকে যাচ্ছে। অবৈধ ইটভাটার মালিকরা বিভিন্ন জায়গায় অবৈধ ইটভাটা তৈরি করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

জ্যেষ্ঠ সাংবাদিক আখতার ফারুক শাহিন বার্তা২৪.কম-কে জানান, ইটভাটার মালিকরা পুরোপুরি নিয়ম বিধি-বিধান আর পরিবেশের আইন না মেনেই নিজের ইচ্ছে মত জায়গায় এসব ইটভাটাগুলো তৈরি করছে। বেশি লাভবান হওয়ার জন্য কম টাকায় কাঠ, গাছ ও টায়ার দিয়ে নতুন ইট পুড়ছে। ফলে ইটভাটা থেকে নির্গত ধোঁয়া বায়ু দূষণ করছে।

তিনি আরও বলেন, বিভিন্ন সরকারি দপ্তরের অসাধু কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের যোগসাজশে ইটভাটার মালিকরা ব্যবসা করেই যাচ্ছে। সরকারযন্ত্র কঠোর না হলে এসব ভাটাগুলোর সংখ্যা দিনে দিনে আরও বাড়বে এবং পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিবে।

ধ্বংস করা হচ্ছে কাঁচা ইট/ ছবি: বার্তা২৪.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আঞ্জুমান আরা রজনী বার্তা২৪.কম-কে জানান, ইটভাটাগুলো বায়ু দূষণের পাশাপাশি কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি করছে। মাটির উপরিভাগেই বেশি কৃষির উৎপাদন ক্ষমতা থাকে। কিন্তু ইটভাটাগুলো সেই মাটির উপরিভাগ কেটে নিয়েই ইট তৈরি করছে। ফলে দিনে দিনে কৃষির জমির পরিমাণ কমে যাচ্ছে, যা অর্থনৈতিকভাবেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় পরিচালক মো. আবদুল হালিম বার্তা২৪.কম-কে বলেন, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের চোখ আড়াল করে ইট উৎপাদনের মৌসুমে মৌসুমি ইটভাটা ব্যবসায়ীরা অবৈধভাবে গড়ে তুলছে ড্রাম চিমনি ইটভাটা।

কম বিনিয়োগে বেশি লাভবান হওয়ার জন্য সহজেই নদীর চরের মাটি কেটে ইট তৈরি করছে তারা। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর ফলে দিন দিন বনভূমি উজাড়ের পাশাপাশি ফসলি উর্বর জমির পরিমাণ কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য অশনিসংকেত।

অবৈধ কারখানার চিমনিগুলো ভেঙে ফেলা হচ্ছে/ ছবি:বার্তা২৪.কম 

এসব অবৈধ ইটভাটা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল পরিবেশ অধিদপ্তর। নিয়মিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভাটায় থাকা কাঁচা ইট পানিতে ভিজিয়ে ধ্বংস করা হচ্ছে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যে আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা তৈরির নতুন আইন বাস্তবায়নের জন্য ইটভাটার মালিকদের সঙ্গে বিভিন্ন উপজেলায় গিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। এ ছাড়াও অবৈধ ইটভাটার মালিকদের বার বার নোটিশ দেয়া হচ্ছে, আধুনিক ও উন্নত প্রযুক্তির ইটভাটা ব্যবহারের জন্য।

   

গাইবান্ধায় হেলিকপ্টারে চড়ে বউ আনলেন পোশাক শ্রমিক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

গাইবান্ধায় হেলিকপ্টারে চড়ে বউ আনলেন হজরত আলী (২২) নামে এক পোশাক শ্রমিক। বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে বিয়ে করেন তিনি।

শুক্রবার (৩ মে) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামালপুর গ্রামের নিজ বাড়িতে হেলিকপ্টারে করে বউ নিয়ে আসেন হজরত আলী। হেলিকপ্টারে করে বিয়ের খবরে আগে থেকেই ওই এলাকায় ভিড় ছিল উৎসুক জনতার। তবে বউ আনতে হেলিকপ্টারের শব্দে বাড়তে থাকে স্থানীয়দের ভিড়।

বর হজরত আলী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দের ছেলে। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।

বরের পরিবার সূত্রে জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার বুজরুক জামালপুর গ্রামের রফিকুল আকন্দ ও সালমা বেগম দম্পতির একমাত্র ছেলে হজরত আলী। ছেলে যখন ছোট তখন থেকেই রফিকুল ও সালমা বেগম নানান ছলে ছেলে হেলিকপ্টারে করে বিয়ে করবে বলে গল্প করতেন। পরবর্তীতে ছেলে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সত্যিই যেন হজরত আলী হেলিকপ্টারে করে বিয়ে করেন, ছেলের কাছে এমন প্রত্যাশা করেন বাবা-মা এবং তারাও চেষ্টা করতে থাকেন।

বাবা-মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন গাইবান্ধার এক পোশাক শ্রমিক হজরত আলী, ছবি- বার্তা২৪.কম

অবশেষে বর হজরত আলী বাবা-মায়ের স্বপ্ন পূরণে শুক্রবার (৩ মে) দুপুরে একই উপজেলার ৫ কিলোমিটার দূরত্বের ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামের রেফা মনিকে (১৮) বিয়ে করে হেলিকপ্টারযোগে বাড়িতে নিয়ে আসেন। কনে রেফা মনি ওই গ্রামের এনামুল হক ও শেফালি দম্পতির মেয়ে।

নিজেদের স্বপ্ন পূরণের ছেলের এই বিয়েতে আবেগ আপ্লুত এবং উচ্ছ্বসিত বাবা রফিকুল ও মা সালমা বেগম।

জানতে চাইলে ছেলের বাবা রফিকুল আকন্দ বলেন, হজরত আলী আমাদের একমাত্র ছেলে সন্তান। ছেলের ছোট বেলা থেকেই আমাদের স্বপ্ন ছিল হেলিকপ্টারযোগে ছেলেকে বিয়ে করাবো। আমাদের ইচ্ছা পূরণে আমরা আজ ধন্য। এসময় ছেলে এবং ছেলের বউয়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

অন্যদিকে, মেয়ের বিয়েতে জামাই-মেয়েকে হেলিকপ্টারে করে নিতে আসায় খুশি মেয়ের বাবা এনমামুল হক ও মা শেফালি বেগমসহ তার স্বজনেরা।

মেয়ের বাবা এনামুল হক বলেন, আমার মেয়ের যৌতুক ছাড়া বিয়েতে জামাই হেলিকপ্টারে করে এসেছে। এতে আমরা অত্যন্ত আনন্দিত! এটি অবশ্যই বড় স্মৃতি হয়ে থাকবে! তিনিও জামাই-মেয়ের জন্য সবার কাছে দোয়া চান।

 

 

;

২৪ ঘণ্টায় ডেঙ্গু কেড়ে নিল ৩ প্রাণ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ জনে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে দুই হাজার ২৪৮ জনে। 

শুক্রবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ৭ জন আর বাকি দুজন বরিশাল জেলার। মারা যাওয়া তিনজনের সবাই ঢাকা সিটি করপোরেশন এলাকার। 

আক্রান্তদের মধ্যে ৫ জন পুরুষ ও বাকি ৪ জন নারী।  

;

২৪ ঘণ্টায় আরও ১০ জনের করোনা শনাক্ত



Sajid Sumon
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৪ জনের।

শুক্রবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে নতুন করে শনাক্ত হয়েছে ১০ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫০ হাজার ৩৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৪৭৮ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৯২৮টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে কেউ ছাড়পত্র পায়নি। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৯৭৫ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ৭১৬ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ২৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

;

মৌলভীবাজারে সিসিমপুর শিক্ষামেলা, শিশুদের উচ্ছ্বাস



Mansura chamily
মৌলভীবাজারে সিসিমপুর শিক্ষামেলা, শিশুদের উচ্ছ্বাস

মৌলভীবাজারে সিসিমপুর শিক্ষামেলা, শিশুদের উচ্ছ্বাস

  • Font increase
  • Font Decrease

মৌলভীবাজার জেলার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে দুইদিনের সিসিমপুর শিক্ষামেলা। শুক্রবার সকালে বর্ণাঢ্য শিক্ষামেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল। ইউএসএআইডি'স সিসিমপুর প্রকল্পের আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে।

সিসিমপুর প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষামেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালন করেন আরডিআরএস বাংলাদেশ- সিসিমপুর প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ জিল্লুর রহমান ও উপজেলা শিক্ষা সমন্বয়কারী ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, যেকোনো মেলার চেয়ে সিসিমপুর শিক্ষামেলার আবেদন শিশুদের কাছে অন্যরকম। এ মেলায় এসে শিশুরা আনন্দের সাথে শিখতে পারছে নিত্য-নতুন নানান বিষয়।

দু'দিনের সিসিমপুর শিক্ষামেলায় আয়োজনের মধ্যে থাকছে শিশুদের খেলা-পড়া-লেখা-আঁকা, পর্দায় সিসিমপুর ভিডিও প্রদর্শনী, সিসিমপুর লাইভ শো, বায়োস্কোপে শিখন ও আনন্দযোগ, ম্যাজিক শো, ছবি, বর্ণ ও শব্দের খেলা, প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞান, শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, সিসিমপুর পাঠাগারভিত্তিক কার্যক্রম, পুরস্কার বিতরণসহ নানান আয়োজন।

উল্লেখ্য, মাসব্যাপী প্রতি শুক্র ও শনিবার জেলার মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া উপজেলা এবং হবিগঞ্জের চুনারুঘাট ও মাধরপুর উপজেলায় সিসিমপুর শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

;