পাটকলের আমরণ অনশনে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
পাটকলের আমরণ অনশনে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

পাটকলের আমরণ অনশনে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

  • Font increase
  • Font Decrease

১১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি পালন করছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আমরণ অনশনে অংশগ্রহণ করে অসুস্থ হয়ে পড়ছেন অর্ধশতাধিক শ্রমিক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ৩টা থেকে স্ব স্ব মিল গেটে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শ্রমিকেরা। রাতভর মিলগেটেই অবস্থান করেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের কার্পেটিংয়ে স্ব স্ব পাটকলের উৎপাদন বন্ধ রেখে মিলের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

এ কারণে বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ২০ জন শ্রমিক অতিরিক্ত অসুস্থ হওয়ায় চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্যালাইন দিয়েও অনশন পালন করছেন।

 ‍শ্রমিকের গায়ে লেখা প্লাকার্ড

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, হাতে মজুরি নেই, ঘরে চাল-ডাল-তেল নেই। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা নেই। পরিবারের সবাই না খেয়ে আছে। এভাবে কী জীবন চলতে পারে? তাই জীবন দিয়ে হলেও আমাদের ১১ দফা দাবি আদায় করবো।

ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক করিম আলী বলেন, খালি হাতে বাড়ি ফিরতে পারবো না। এর থেকে অনশনে মরে যাবো। কিন্তু দাবি না মানলে আমাদের মরদেহ যাবে। তবু ফিরবো না বাড়ি।

শ্রমিক নেতারা জানান, রাষ্ট্রায়ত্ত পাটকলের আমরণ অনশনে সাধারণ শ্রমিক মো. আহাদ আলী, মো. রফিকুল ইসলাম, মো. শাহাবুদ্দিন, মকবুল গাজী, আবুল খায়ের হেমায়েত, মো. হিরন, মো. সাজেদুল ইসলাম ওসিম, আনিস হায়দার, মো. জব্বার হাওলাদার, আব্দুল সত্তার, আবুল হোসেন হারুন, খোকন সরদার, কাওসার, জাহাঙ্গীর, তৌয়েব আলী, মন্টু, খুকি, রেহেলাসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ায় তাদেরকে খুমেকে পাঠানো হয়েছে। তবে অনেকে অসুস্থ হয়ে পড়লেও অনশনস্থলে স্যালাইন দিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন।

 আমরণ অনশনে শ্রমিকরা

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, অভুক্ত থেকে আমরণ অনশনে অংশ নেওয়া অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছেন। যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ১১ দফা দাবির এ অনশন চলবে।

বিজেএমসির খুলনা আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়কারী বনিজ উদ্দিন মিয়া বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি একশ’ কোটি টাকা ইতোমধ্যেই পরিশোধ করা হয়েছে। এখন শ্রমিকরা মজুরি কমিশনের জন্য আন্দোলন করছে। মজুরি কমিশন বাস্তবায়ন মন্ত্রণালয় ও সরকারের নীতি-নির্ধারকদের কাজ। এ বিষয়ে আমার কিছু জানা নেই।

   

ভোট নরমলে না হলে সিজার করে নিব: চেয়ারম্যান প্রার্থী পারভেজ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের আপন ভাতিজা ফেরদৌস পারভেজ এর একটি নির্বাচনী প্রচারণার সময় দেয়া বক্তব্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে৷

এতে তাকে বলতে শোনা যায়, "আগে ছিলো দশ হাজার টাকা জামানত এখন দেড় লক্ষ টাকা এটা কি মুখের কথা ওটে কি আছে আমি দেখব নরমলে (স্বাভাবিকভাবে) না হলে আমি সিজার করে (জোর পূর্বক সিল মেরে ভোট নেওয়া বুঝায়) ভোট করব। এমপি সাহেব মাথার উপর আছে, আমাদের কি উন্নয়ন করা যাবে না?"

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজের এমন একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এতে আলোচনা সমালোচনার ঝড় বইছে উপজেলা জুড়ে।

তিনি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে আরও দেখা যায়, তিনি উপজেলার খালিশা চাপানি ইউনিয়নে এক পথসভায় মাইক হাতে নিয়ে দাড়িয়ে সামনে নেতাকর্মীদের উদ্দেশ্য এসব মন্তব্য করছেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা ঠিক ঠিক বলে চিৎকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ভোটার ও প্রার্থীরা জানান, এমপি সাহেবের ভাতিজা পারভেজ নিজ মুখে কেন্দ্র দখলের কথা বলেছেন, যার ভিডিও ইতোমধ্যে সবখানে ছড়িয়ে পড়েছে। তারা বলেন ভোট যদি সিজার বা দখল করে হয় তাহলে ভোটারদের কেন্দ্রে গিয়ে লাভ কি? আর ভোটের জন্য সরকারের এত টাকা খরচ করার দরকার কি? তাদেরকে এমনিতেই দিয়ে দিলে হয়। প্রকাশ্যে এমন বক্তব্যের কারণে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জনগণ আস্থা হারিয়ে যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী ও এমপি আফতাব উদ্দিন সরকারের আপন ভাতিজা ফেরদৌস পারভেজের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ভিডিওটা সুপার ইডিট দাবি করে বলেন, আমি এসব কথা বলিনি আমার শত্রু পক্ষ এটা সুপার ইডিট করে ছড়িয়ে দিয়েছে।

;

স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী আটক

স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী আটক

  • Font increase
  • Font Decrease

 

চট্টগ্রামের আনোয়ারায় সানজিদা আক্তার নামের (২৫) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুুলিশ। এ ঘটনায় তার স্বামী আব্দুল করিমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।

শুক্রবার (৩ মে) সকালে উপজেলার বারশত দুধকুমড়া এলাকার আলম খান মেম্বারের বাড়ি এলাকার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা ওই এলাকার মো. আবদুল করিমের স্ত্রী এবং একই গ্রামের মো. ফরিদের মেয়ে। তিনি ৫ ও ৭ বছর বয়সী দুই ছেলে সন্তানের জননী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বার্তা২৪.কমকে বলেন, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আমরা নিহতের স্বামী করিমকে আটক করেছি।

তিনি আরও বলেন, নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মারধরের কারণে গৃহবধূর মৃত্যু হয়েছে। ভোররাতে এটি হয়েছে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

;

আজ রাতেও বৃষ্টিতে ভিজতে পারে ঢাকা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
আজ রাতেও বৃষ্টিতে ভিজতে পারে ঢাকা

আজ রাতেও বৃষ্টিতে ভিজতে পারে ঢাকা

  • Font increase
  • Font Decrease

এপ্রিল জুড়ে টানা দাবদাহের পর গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকায় নেমেছিল স্বস্তির বৃষ্টি। এতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে।

গতকালকের মতো আজও রাতে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে মার্কিন আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার।

সংস্থাটি তাদের পূর্বাভাসে জানায়, ঢাকায় আজ রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এর সঙ্গে থাকবে বজ্রপাত। সবমিলিয়ে ১ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে। এতে তাপমাত্রার পারদ নামবে ২৮ ডিগ্রিতে। কিন্তু অনুভূত হবে ৩৩ ডিগ্রির সমান। 

এদিকে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা সমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর জেলাসহ ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

 

 

;

সিলেটে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সিলেটের জালালাবাদ থানা এলাকায় চিড়াখাই বিলে নৌকায় খেলতে গিয়ে পানিতে ডুবে শামীমা বেগম (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ মে) বিকেল ৫টার দিকে জালালাবাদ থানার বাদাঘাট এলাকার চিড়াখাই বিলে এ ঘটনা ঘটে।

নিহত শামীমা বাদাঘাট নীলগাঁও গ্রামের আলী আহমদের মেয়ে। সে স্থানীয় নলখল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শামীমার বাবা আলী আহমদের মেয়ে।

তিনি জানান, শুক্রবার বিকেলে বিলে কয়েকজন শিশু নৌকায় খেলতে যায়। সেখানে খেলার একপর্যায়ে হঠাৎ পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

;