সবজির দামে পাইকারি আর খুচরায় বিস্তর ফারাক



তৌফিকুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
রাজধানীর কারওয়ান বাজার, ছবি: সুমন শেখ

রাজধানীর কারওয়ান বাজার, ছবি: সুমন শেখ

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারি থেকে খুচরায় সবজির দামে বিস্তর ফারাক দেখা গেছে। পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রেতারা। সঠিকভাবে বাজার তদারকির অভাবে বাজারের এমন দশা বলে অভিযোগ ক্রেতাদের।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার সরেজমিন ঘুরে শীতের সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে বিশাল ফারাক দেখা গেছে।

পাইকারি ও খুচরা বাজার দুটি ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ টাকায়, সিম ৮০ টাকা, ফুলকপি ২০ থেকে ২৫ টাকা পিস, বাঁধাকপি ১০ থেকে ১৪ টাকা। আর খুচরা বাজারে প্রতি কেজি বেগুন কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, সিম ১২০ টাকা, ফুলকপি ৬০ টাকা ও বাঁধাকপি ৪০ টাকায়।

এছাড়াও পাইকারি বাজারে মুলা প্রতি কেজি ৩০ টাকা, করলা ৩০ টাক, পেঁপে ১৫ টাকা, টমেটো ৯০ টাকা, ঢেরস ৩০ টাকা, কচু ৪০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা, কচুরলতি ৩৫ থেকে ৪০ টাকা, কাকরোল ৩০ টাক, শশা ৩০ থেকে ৪০ টাকায়। তবে খুচরা বাজারে দাম বেড়ে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, পেঁপে ৩০, টমেটো ১২০, ঢেরস ৬০, কচু ৭০, কাঁচা মরিচ ৮০, কচুরলতি ৭০ ও শসা ৭০ থেকে ৮০ টাকায়।

পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯০ টাকা, আমদানি করা ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকায়। পাইকারি বাজারে প্রতি কেজি আলু ১৬ থেকে ১৭ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু কিনতে হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।

টাউন হল বাজারের খুচরা বিক্রেতা সাইফুল ইসলাম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘৫০ টাকার নিচে আমরা কোনো সবজি কিনতে পারছি না। যার কারণে খুচরা বাজারে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বিশেষ করে শীতের সবজির দাম খুবই বেশি। শীতের সকল সবজির বাজারে এসে গেলেই দাম হয়তো কিছুটা কমে যেতে পারে।’

সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা রায়হান আলি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘পাইকারি বাজার ঘুরে যখন নিত্যপ্রয়োজনীয় পণ্য যখন খুচরা পর্যায়ে আসে, তখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগমছাড়া হয়ে যায়। অসাধু পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করে।

এদিকে, মাংসের বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, পাকিস্তানি মুরগি ২৩০ টাকায়, লেয়ার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকায়, দেশি মুরগি ৩৯০ টাকায়। এদিকে খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়, পাকিস্তানি মুরগি ২৬০ টাকায়, লেয়ার মুরগি ২২০ টাকায়, দেশি মুরগি ৪৫০ টাকায়। তাছাড়া গরুর মাংস ৫৫০ টাকা, খাসির মাংস ৮০০ টাকা এবং ছাগলের মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

কারওয়ানবাজারের মুরগি ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বর্তমানে পাইকারি বাজারে মুরগির দাম একটু বেড়েছে। তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে দামে খুব একটা তফাৎ নেই। সীমিত লাভেই দুই বাজারেই মুরগি বিক্রি হচ্ছে।’

মাছের বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে প্রতি কেজি রুই মাছ ২০০ টাকা, চিংড়ি মাছ ৬০০ টাকা, সরপুটি মাছ ১৫০ টাকা,তেলাপিয়া মাছ ১২০ টাকা, পাবদা মাছ ৩০০ টাকায় বিক্রি হয়েছে। অথচ খুচরা বাজারে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, চিংড়ি মাছ ৭০০ টাকায়, সরপুটি ২০০ টাকায়, পাবদা ৬০০ টাকায় ও তেলাপিয়া ১৬০ টাকায়।

কাওরান বাজারের মুদি দোকানদার বাসার এন্টারপ্রাইজ মালিক মো.বাসার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘চাল-ডাল-তেল-লবণ, আটা-ময়দার দাম পাইকারি ও খুচরা বাজারের স্বাভাবিক আছে, খুব একটা বাড়েনি। তবে পাইকারি বাজারে চিনির দাম খানিকটা বেড়েছে। তার প্রভাব খুচরা বাজারে এখনও পড়েনি।’

কারওয়ান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এসেছেন নিজাম উদ্দিন আহমেদ। কথা হলো তার সাথে। তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘শীতকালীন সবজিসহ সকল পণ্যের দামই অসহনীয় পর্যায়ে রয়েছে। পাইকারি ও খুচরা বাজারের দামের পার্থক্যের কারণে আমাদের মত ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি সঠিকভাবে বাজার তদারকির অভাবে বাজারে এমন দুরবস্থা।’

পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্যের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী কামাল শেখ বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, ‘পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পণ্য পরিবহনেই একটি বৃহৎ অংশ খরচ হয়ে যায়। তাই খুচরা বাজারে দামটা বেড়ে যায়। এখানে সিন্ডিকেটের কোনো বিষয় নেই। সব সময় সীমিত লাভ করার চেষ্টা করি।’

   

আগ্রাসন-নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সব ধরনের আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এবং যুদ্ধকে 'না' বলার জন্য আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমি ফিলিস্তিনে অব্যাহত গণহত্যা, মিয়ানমারে চলমান সংঘাত, ও রোহিঙ্গা সমস্যা নিরসনে এশিয়া-প্রশান্ত অঞ্চলসহ বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছি’।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি UN-ESCAP-এর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব উদ্ভাবিত ও বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন মডেল এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে বিনিময় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন।

তিনি বলেন, জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও UN-ESCAP-এর এক্সিকিউটিভ সেক্রেটারি মিজ আরমিদা সালসিয়ান আলিসজাহবানার সঙ্গে আমার আলাপকালে, আমি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ২৪ এপ্রিল থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।

এ ছাড়াও প্রধানমন্ত্রী ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন।

 

;

রাঙামাটিতে অস্ত্রের মুখে জুমচাষীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাঙামাটি
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে অস্ত্রের মুখে এক জুমচাষীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে। বুধবার (১ মে) সন্ধ্যায় জেলার বরকল উপজেলাধীন একনং সুবলং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ উকছড়ি এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জুমচাষির নাম যতনমনি চাকমা (৪০)।

স্থানীয় ইউপি মেম্বার রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, একদল পাহাড়ি সন্ত্রাসী যতনমনিকে তার ঘর থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অজ্ঞাতস্থানের দিকে নিয়ে চলে যায়। এরপর থেকে যতনমনির কোনো খোঁজ পাচ্ছেনা তার পরিবারের সদস্যরা। অপহৃতদের স্বজনদের বরাত দিয়ে নিরাপত্তাবাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেএসএস-এর একদল অস্ত্রধারী সন্ত্রাসী বুধবার সন্ধ্যায় যতনমনি চাকমাকে তুলে নিয়ে যায়।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রিতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ উকছড়ির বাসিন্দা জুম চাষি যতনকে কে বা কাহারা তুলে নিয়ে গেছে। এই ঘটনার সাথে কারা জড়িত সেটি তিনি নিশ্চিত নন বলেও জানান।

তিনি আরও জানান, যতনের দুইটি ছেলে সন্তান রয়েছে এবং সে কোনো রাজনৈতিক দল বা আঞ্চলিক সংগঠনের সাথে যুক্ত নয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভয়ে থানায় কোনো অভিযোগও জানায়নি অপহৃতের পরিবার।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিনহাজ মাহমুদ ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, অপহরণের ঘটনা নিয়ে কেউ বা কোনো পক্ষই থানা পুলিশকে অবহিত করেনি।

;

পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে ২ লবণচাষীর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামের দুই লবণচাষীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) ভোরে উপজেলার কোদাইল্যা দিয়া ও ছরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিদারুল ইসলাম কোদাইল্যা দিয়া এলাকার জমির হোসেনের পুত্র ও নিহত মোহাম্মদ আরফাত ছরি পাড়া এলাকার মোহাম্মদ জামালের পুত্র।

নিহত দিদারুল ইসলামের চাচাতো ভাই হাবিব জানান, ভোর রাতে বৃষ্টিপাতের আশংকা দেখা দিলে লবণ মাঠে পলিথিনে থাকা লবণ কুড়াতে যান দিদার, সেখানেই সে বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে নিহতের স্বজনেরা দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷

এদিকে নিহত আরফাতের স্বজনেরা জানান, একইভাবে আজ ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।

বজ্রপাতে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

থাইল্যান্ড সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে শুরু করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ছয়দিনের থাইল্যান্ড সফর শেষে ২৯ এপ্রিল ব্যাংকক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ২৪ এপ্রিল থাইল্যান্ডে যান প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ভিসা অব্যাহতি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ও শুল্ক সংক্রান্ত বিষয় এবং মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনার বিষয়ে পাঁচটি দ্বিপাক্ষিক নথি সই হয়।

এ ছাড়াও প্রধানমন্ত্রী ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে ভাষণ দেন।

 

;