আরপিএমপিতে জনবল সংকটেও মনোবল ভাঙেনি ট্রাফিক বিভাগের



ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর
সড়ক শৃঙ্খলা ফেরাতে লিফলেট বিতরণ করা হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সড়ক শৃঙ্খলা ফেরাতে লিফলেট বিতরণ করা হচ্ছে, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি আজ ১৬ সেপ্টেম্বর। গেল বছরের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল আরপিএমপি। উত্তরের বিভাগীয় নগরী রংপুরে আইনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিতে কাজ করছে নতুন এই সংস্থাটি।

ইতোমধ্যে ২০৩ দশমিক ৫ কিলোমিটার আয়তনের বিশাল এই মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফেরাতে নগরবাসীর আস্থা অর্জনে সাফল্যের এক বছর পেরিয়েছে আরপিএমপি'র ট্রাফিক পুলিশ বিভাগ। নগরীতে যানজট নিরসন, ফুটপাত দখল মুক্তকরণ, জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের সচেতন করতে ট্রাফিক বিভাগের নিরলস প্রচেষ্টা সাড়া ফেলেছে সবার মাঝে।

গেল এক বছরের পরিসংখ্যানে আরপিএমপির ৮৪ জন পুলিশ সদস্যকে নিয়ে গঠিত উত্তর ও দক্ষিণ ট্রাফিক পুলিশ বিভাগ পরিবহন শ্রমিক, মালিক, যাত্রী ও পথচারীদের সচেতন করার লক্ষ্যে একাধিক মতবিনিময় সভা করেছেন। নগরীর বিভিন্নস্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করার পাশাপাশি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে পথচারীদের রাস্তা পারাপারে সতর্কতার ব্যাপারে সজাগ করেছেন।

শুধু তাই নয়, আনুষ্ঠানিক যাত্রার দুই মাস পার না হতেই ডিজিটাল পদ্ধতির ই-ট্রাফিকিং ব্যবস্থা চালু করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। দিন রাত নগরীর ২০টি পয়েন্টে রোদ-বৃষ্টি-ঝড়ে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলায় ট্রাফিক বিভাগ কাজ করছে সেবার মানসিকতায়। সীমিত জনবল আর নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগিয়ে চলা আরপিএমপির ট্রাফিক পুলিশ বিভাগ গত ১ বছরে কাজের স্বীকৃতি স্বরূপ ১১ বার মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট হতে পুরস্কৃত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন আদলে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়কে রাস্তা পারাপার ও ব্যবহার পদ্ধতি। প্রতিদিন দুই বেলা নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পরিবহন শ্রমিকদের পাশাপাশি চালকদের বৈধতা, গাড়ির লাইসেন্স, হেলমেট, ইনস্যুরেন্স ও নম্বরবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে ট্রাফিক পুলিশ বিভাগ।

আইনের প্রতি অবহেলা ও সড়ক নিরাপত্তা আইন না মানায় সরকারি কোষাগারে গত এক বছরে শুধু মাত্র ই-ট্রাফিকিং এর মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ ৯৯ হাজার ৮শ টাকা। আর বিভিন্ন কারণে ট্রাফিক বিভাগই মামলা করেছে ৫৬ হাজার ৪৮৭টি। এতে একদিকে যেমন নগরীতে অবৈধ যানবাহন চলাচল কমে এসেছে, তেমনি চালকদের মধ্যে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে।

এ ব্যাপারে আরপিএমপির ট্রাফিক পুলিশ বিভাগের ইনচার্জ দেলোয়ার হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। আমরা ট্রাফিক পুলিশরা জনগণকে আইন সম্পর্কে সচেতন করবার চেষ্টা করছি। চালক, পথচারী ও পরিবহন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেপরোয়াভাবে গাড়ি চালানো বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। পুরনো অভ্যাসে পরিণত নগরবাসীকে নতুন আদলে আনতে সময়ের প্রয়োজন আছে। তবে গত এক বছরের যে পরিবর্তন ও সাফল্য এসেছে, তাও একবারেই কম নয়।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) ফরহাদ ইমরুল কায়েস বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘মাত্র ৮৪ জন জনবল ও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা দুটি ট্রাফিক ইউনিটকে কাজে ব্যবহার করছি। গত বছর নগরবাসীর আন্তরিকতা এবং কমিশনারের প্রচেষ্টায় অনেক পরিবর্তন এসেছে। যানজট নিরসন থেকে শুরু করে রাস্তার ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত এবং নিয়মিত ট্রাফিক পুলিশ চেকপোস্টের মাধ্যমে অভিযান চালানোর কারণে এখন নগরীর সড়কে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। তবে প্রত্যাশানুযায়ী সেবা নিশ্চিত করতে যেমন জনবল বাড়াতে হবে, তেমনি আরও কয়েক বছর অপেক্ষায় করতে হবে।’

   

খাদ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
খাদ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

খাদ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

  • Font increase
  • Font Decrease

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

সোমবার (২৭ মে) সচিবালয়ে খাদ্যমন্ত্রীর  দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দু’দেশের খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। আজ এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। অভ্যন্তরীণ সংগ্রহ হতে চাহিদা পূরণ হওয়ায় বাংলাদেশ বিদেশ হতে চাল আমদানি করছে না তবে রাশিয়া থেকে গম আমদানি করছে। ভারত থেকে গম আমদানি সম্ভব হলে সেটা আমাদের জন্য ব্যয় সাশ্রয়ী হবে বলে উল্লেখ করেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ সরকার পরিচালিত খাদ্য বিতরণ কর্মসূচির সুফল পাচ্ছে দরিদ্র মানুষ। টিসিবি এর আওতায় ১ কোটি পরিবার ন্যায্যমূল্যে ৫ ধরনের খাদ্যসামগ্রী পাচ্ছে। ৫০ লাখ পরিবার খাদ্যবান্ধব কর্মসূচির আ্ওতায় বছরে ৫ মাস ১৫ টাকা মূল্যে ৩০ কেজি করে চাল পাচ্ছে। সরকার ওএমএস এর আওতায় চাল আটা ভর্তুকি মূল্যে বিক্রয় করছে। এছাড়া বছরে  প্রতি ইউনিয়নে ৭-৮ হাজার জন হতদরিদ্রকে ১০ কেজি করে চাল দিচ্ছে সরকার। এগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।

প্রণয় ভার্মা বাংলাদেশের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের গৃহীত কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, দক্ষিণ এশিয়ার জন্য এটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

তিনি আরো বলেন, ভারত সরকার নিজস্ব নীতি বাস্তবায়নের জন্য বিভিন্ন পণ্যে বাণিজ্যে নিষেধাজ্ঞা দিয়ে থাকে; তবে সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।

ভারত বাংলাদেশকে সাহায্য করতে চায় উল্লেখ করে তিনি বলেন, এবছর আবহাওয়া অনুকূল থাকায় ভারতে ফসল উৎপাদন ভালো হবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ভারত বাংলাদেশের প্রয়োজন মোতাবেক পণ্য রপ্তানি করতে পারবে।

এসময় তিনি বাংলাদেশে গম রপ্তানিতে ভারত সরকারের আগ্রহের কথা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ইসমাইল হোসেন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাখাওয়াত হোসেন।

;

লালমনিরহাটে স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মনজুনা খাতুন (৩৬) নামে এক স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ মে) দুপুরে নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত মনজুনা খাতুন উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের মন্টু মিয়ার (৪৫) স্ত্রী এবং লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মনছুর আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী মনজুনা খাতুনের সাথে মনোমালিন্য চলছে স্বামী মন্টু মিয়ার। রোববার রাতে নিজ বাড়িতে হঠাৎ মৃত্যু হয় স্ত্রী মনজুনা খাতুনের। তবে মৃত্যুর বিষয়টি গোপনে রাখেন এবং বাড়িতে কাউকে প্রবেশ করতে দেননি স্বামী মন্টু মিয়া।

সোমবার সকালে বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মন্টু মিয়াকে আটক করে পুলিশ।

সারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, মনজুনা মন্টু মিয়ার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকেও রিকশা থেকে ফেলে দিয়ে হত্যা করেছিল মন্টু। সে ঘটনায়ও মামলা হয়েছিল। আবার দ্বিতীয় স্ত্রী হিসেবে মনজুনাকে বিয়ে করলেও সংসার সুখের ছিল না। প্রায় সময় স্ত্রী মনজুনাকে মারপিট করত বলে স্থানীয়দের মাধ্যমে শুনেছি।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বার্তা২৪ কমকে বলেন, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মন্টু মিয়াকে আটক করা হয়েছে।

;

রিমালের তাণ্ডবে হাতিয়ায় ভেসে গেল ২ হাজার গবাদিপশু

  ঘূর্ণিঝড় রিমাল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, নোয়াখালী
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে অস্বাভাবিক জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দুই হাজারের বেশি গবাদিপশু ভেসে গেছে বলে জানিয়েছে উপজেলা নির্বার্হী কর্মকর্তা শুভাশীস চাকমা। 

তিনি বলেন, এ ছাড়াও আট হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ৩৩ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরের পরে আসা জোয়ারে উপজেলার হরণী, চানন্দী, সুখচর, নলচিরা, তমরদ্দি, চর ইশ্বর, সোনাদিয়া ও নিঝুমদ্বীপের নয়টি গ্রামসহ ১৪টি গ্রাম ৪-৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। এতে বাড়ি-ঘরে পানি ডুকে ভেসে গেছে ২ শতাধিক পুকুরের মাছ এবং গবাদিপশু।

স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানান, চোখের সামনে নলচিরা ঘাটের ১০টি দোকান জোয়ারের স্রোতে ভেসে যায়। জোয়ারের সাথে ঢেউয়ের তীব্রতা থাকায় এসব দোকান চোখের সামনে মুহূর্তে ভেসে যায়। অনেকে মালামাল নিয়ে বেড়িবাঁধের উপরে রাখেন। তবে বেশিরভাগ দোকান মালামালসহ পানিতে ভেসে যায়।

জানা যায়, জোয়ারের পানি ও টানা বর্ষণে উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ঘর ভেঙে গেছে। এক লাখ মানুষ পানিবন্দি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, হাতিয়াতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনো তৈ্রি হয়নি। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে।

;

লালমনিরহাটে ঝড়ে গাছ চাপায় বৃদ্ধার মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবিঃ বার্তা২৪.কম

ছবিঃ বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঝড়ে গাছ চাপায় রেজিয়া বেগম (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) রাতে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের তাহের উদ্দিন মুন্সির স্ত্রী।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী বার্তা২৪.কমকে জানান, সন্ধ্যার পরে বৃষ্টির সাথে ঝড় উঠে। এ সময় ভুট্টার শুকনো মোচা ভিজতেছিল। তা রক্ষা করার জন্য ঘরের বাহিরে বের হন বৃদ্ধা রেজিয়া বেওয়া। এ সময় ঝড়ে বাড়ির একটি সুপারী গাছ ভেঙে বৃদ্ধা রেজিয়ার শরীরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মফিজুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য পাঠাতে স্থানীয় ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে। ওই  পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

;