‘প্রকল্প নেওয়ার সময় চ্যালেঞ্জও বিবেচনায় রাখতে হবে’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম
সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ছবি:: বার্তাটোয়েন্টিফোর.কম

সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, ছবি:: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার সময় কাঙ্ক্ষিত সুবিধার পাশাপাশি সম্ভাব্য চ্যালেঞ্জও বিবেচনায় রাখতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, ‘তাহলে যথাসময়ে এবং যথাযথভাবে প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে।’

রোববার (২১ জুলাই ) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ও চারটি ওয়াসার ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী কিছু প্রকল্প কেন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি, তা সংশ্লিষ্টদের নিকট জানতে চান এবং প্রকল্পগুলোর কাজে গতি আনতে প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের চারটি, ঢাকা ওয়াসার পাঁচটি, চট্টগ্রাম ওয়াসার দুটি, খুলনা ওয়াসার একটি এবং রাজশাহী ওয়াসার একটি প্রকল্পকে মন্থর অগ্রগতিসম্পন্ন প্রকল্প হিসেবে চিহ্নিত করা হয়, যার সবগুলোই সুপেয় পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্প।

তাজুল ইসলাম বলেন, ‘সবাই দেশের কথা চিন্তা করে দায়িত্ব নিয়ে কাজ করলে, যেকোন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করা সহজ হবে। পানি মানুষের অন্যতম মৌলিক অধিকার। কাজেই পানি সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিয়ে অবহেলার কোন সুযোগ নেই।’

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয় ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

ইছামতি নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার দেবহাটার ইছামতি নদী থেকে আহছান হাবিবুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

মঙ্গলবার (২১ মে) ভারত-বাংলাদেশ সীমানার কোমরপুর এলাকার নদীরচর থেকে এ মরদেহ উদ্ধার হয়।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির লাশের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

;

ইসি থেকে জননিরাপত্তা বিভাগের সচিব হলেন জাহাংগীর আলম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ ঘোষণা করা হয়।

সরকারের সচিব মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

সচিব হওয়ার আগে মো. জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মো. জাহাংগীর আলম সচিব থাকার সময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন।

;

মানিকগঞ্জের তিন উপজেলায় বিজয়ী যারা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দোয়াত কলম প্রতীকে মো.আব্দুর রহিম খান, ঘিওর উপজেলায় শালিক প্রতীকে মাহাবুবুর রহমান জনি এবং দৌলতপুর উপজেলায় দোয়াত কলম প্রতীকে এস.এম শফিকুল ইসলাম শফিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার ১৮০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরপর মঙ্গলবার রাতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার রিটার্নিং কর্মকর্তারা ভোট কেন্দ্রের ভোটারদের প্রাপ্ত ভোটের মাধ্যমে শিবালয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.আব্দুর রহিম খান, ঘিওরে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি এবং দৌলতপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম শফিকুল ইসলাম শফিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় চেয়ারম্যানপদে ১৮জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ১৬জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতাকরেন।

;

নতুন ইসি সচিব হলেন শফিউল আজিম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিমান বাংলাদেশ এয়ারল্যান্সের অতিরিক্ত সচিব শফিউল আলমকে নির্বাচন কমিশনের নতুন সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিমকে (অতিরিক্ত সচিব) নির্বাচন কমিশনের সচিব হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ ২০২৪ সালের ৩০ জুন থেকে কার্যকর হবে।

;