ধর্ষণ-হত্যার পর লাশ গুম, ১৭ দিন পর উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
প্রতীকী

প্রতীকী

  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক নারীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুম করে ফেলে ধর্ষক। ঘটনার ১৭ দিন পর ওই নারীর মরদেহ উদ্ধার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (৭ জুন) দুপুরে র‌্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর উপ-পরিচালক মেজর রইসুল ইসলাম মনি বার্তা২৪.কমকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ঘটনায় প্রথমে ধর্ষণ, তারপর হত্যা, পরে আবার সেই লাশ গুম করা হয়। লাশ গুমের ১৭ দিন পর গলিত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

মেজর রইসুল ইসলাম আরো বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় ধর্ষক ও হত্যাকারী জুনায়েদকে (৪৫) প্রথমে গ্রেফতার করে র‌্যাব। পরে তার দেখানো জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

   

ময়মনসিংহে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের সদর উপজেলায় রাজিয়া খাতুন (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) দুপুরে সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের সাঁথিয়াপাড়া উজানপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিয়া ওই এলাকার মৃত তাহের মিস্ত্রি ও আম্বিয়া খাতুন এর মেয়ে। সে মানসিক ভারসাম্যহীন নারী বলে জানা গেছে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সাঁথিয়াপাড়া'র উজানপাড়া এলাকার একটি পুকুরে বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রাজিয়ার মা আম্বিয়া খাতুন বলেন, আমার মেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখোঁজি করি। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে খবর পাই পুকুরে মরদেহ ভাসছে। তার মরদেহ উদ্ধারের সময় শরীরে কোন কাপড় ছিল না।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা বা কিভাবে হত্যা করা হয়েছে, ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

;

ঈদের দিন রোদ নাকি বৃষ্টি, যা জানাল আবহাওয়া অধিদপ্তর



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

জৈষ্ঠ্যের শেষ দিন আজ। আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বাংলা মাস আষাঢ়। এ মাস থেকেই মূলত বর্ষা মৌসুম শুরু হয়। এছাড়াও বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে প্রকৃতিতে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়ছে। দেশের বিভিন্ন এলাকায় তীব্র ঝড়ের পাশাপাশি প্রতিদিনই ঝরছে বৃষ্টি।

এমন অবস্থায় ঈদের দিন অর্থাৎ আগামী সোমবার (১৭ জুন) আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আবহাওয়া অফিস ঈদের দিনের পূর্বাভাসে যা বলছে তাতে সন্তুষ্ট না হওয়ার অনেক কারণ থাকতে পারে।

সংস্থাটির মতে, ওইদিন সারাদেশে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। এক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্য পরিমাণে হতে পারে। অন্যদিকে, রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও শনিবারের (১৫ জুন) পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণও হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

রোববার (১৬ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থিভাব বিরাজমান থাকতে পারে।

;

এমপি আনার হত্যা : জবানবন্দি দিচ্ছেন আ.লীগ নেতা বাবু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু।

শুক্রবার (১৪ জুন) আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। 

এর আগে গত ৯ জুন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড চলাকালীন আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

;

ট্রাকে আসছে গরু, ঝুঁকি নিয়ে যাচ্ছে মানুষ



স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সড়কে শুরু হয়েছে ঈদের আমেজ। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে উত্তরবঙ্গগামী যাত্রীদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন খোলা ট্রাক বা পিকআপে। পুলিশের কড়া নির্দেশনা থাকেলেও থেমে নেই ঝুঁকিপূর্ণ ঈদ যাত্রা। একদিকে কোরবানির হাটে পশুর চাহিদা মেটাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে ঢাকায় প্রবেশ করছে গরু। অতিরিক্ত ভাড়া থাকায় সেই ট্রাকে করেই যাত্রা করছেন সাধারণ যাত্রীরা। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরা জীবনের ঝুঁকি নিয়ে এসব যানে উঠছে।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, একের পর এক গরু ভর্তি ট্রাক প্রবেশ করছে ঢাকায়। বিভিন্ন গরুর হাটে ট্রাক ভর্তি গরু নামিয়ে ফেরার সময় ওই ট্রাকেই উঠে বাড়ি ফিরছেন নারী পুরুষ শিশু সকলেই।

দুপুরে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানার ছুটি শুরু হওয়ায় সড়কে চাপ বাড়তে থাকে যাত্রীদের। বিশেষ করে বাইপাইল বাসস্টান্ডে যাত্রীদের চাপ দেখা যায়। বাস ভাড়া বেশি থাকায় খরচ বাচাতে বাসের ছাদে বা ট্রাকে করেই বাড়ি ফিরছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা। জীবনের ঝুঁকি থাকলেও বাড়ি যেতে পারবে ভেবে আনন্দের হাসি দেখা গেছে তাদের চোখে মুখে।

এদিকে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে উত্তরবঙ্গগামী বাসগুলো সিট প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা অতিরিক্ত আদায় করেছে বলে অভিযোগ করছেন যাত্রীরা।

ট্রাকে করে গাইবান্ধা যাচ্ছেন পোশাক শ্রমিক সুমাইয়া বেগম। তিনি বলেন, আমরা সকালেই বের হয়েছি গ্রামে ফেরার জন্য। বাসের তো টিকিটই পাওয়া যায় না। টিকিট ছাড়া যেসব বাস ছাড়ে সেসব বাসের ভাড়া ডাবল। এজন্যই ট্রাকে করে বাড়ি যাচ্ছি। কষ্ট হলেও সবার সাথে ঈদ করতে পারবো।

অপর যাত্রী আব্দুল জলিল বলেন, কাউন্টারে দুইদিন আগে থেকেই টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে। আমাদের কষ্ট হলেও তো বাড়ি যেতে হবে, পরিবার নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও গাড়ি পাচ্ছি না। এদিকে যে গাড়ি পাচ্ছি ভাড়া চাচ্ছে ডাবল। এজন্যই ঝুঁকি আছে জেনেও খরচ বাচাঁতেই ট্রাকে করে বাড়ি ফিরছি আমরা।

যাত্রী নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন ট্রাক চালক ইমন। তিনি বলেন, এলাকা থেকে গরু নিয়ে আসছিলাম ঢাকায়। হাটে গরু নামিয়ে দিয়ে এখন ফেরার পথে যা পাই তাই নিয়ে ফিরে যাচ্ছি। এতে আমাদের বাড়তি কিছু টাকা আসে। ট্রাকে মানুষ তো জোর করেই ওঠে। আমরা তো ডেকে তুলি না। আমাদের কি দোষ।

এদিকে সড়কে যানজট নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা থাকলেও ট্রাকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে পুলিশের তেমন কোনো নজরদারি দেখা যায়নি। গতকাল সাভারে সড়ক পরিদর্শন শেষে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান জানান, খোলা ট্রাকে ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহনে কঠোর অবস্থানে থাকবে পুলিশ।

;