রংপুরে ভ্যাপসা গরমেও বিনোদন কেন্দ্রে ভিড়



ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
পার্কের প্লেনে চড়ছে ছোট্ট শিশু / ছবি: বার্তা২৪

পার্কের প্লেনে চড়ছে ছোট্ট শিশু / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ঈদের দিন থেকে রংপুরে ভ্যাপসা গরম। তারপরও থেমে নেই শিশু-কিশোররা। অসহ্য গরম উপেক্ষা করে ছুটে বেড়াচ্ছে ইচ্ছে মতো। হৈচৈ আর আনন্দে মেতে উঠেছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে। শিশু-কিশোরদের সঙ্গে অভিভাবকদের সমাগম। গরম যেন হার মেনেছে তাদের কাছে।

ঈদের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৬ জুন) সরেজমিন ঘুরে দেখ যায়, রংপুর মহানগরীর প্রয়াস সেনা বিনোদন পার্ক, সিটি চিকলি পার্ক, রংপুর চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভি উদ্যান, টাউন হল চত্বর, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘরে অভিভাবকদের হাত ধরে ভিড় জমিয়েছে শিশু-কিশোররা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/06/1559820348274.jpg

একই চিত্র শহর থেকে একটু দূরের ভিন্নজগত, আনন্দনগর, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্টেও। ছোট-বড় সব বয়সী মানুষের মাঝে ঈদ উদযাপনের খোরাক যোগাচ্ছে বিনোদন কেন্দ্রগুলো।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নিসবেতগঞ্জের রক্ত গৌরব চত্বর এলাকায় গড়ে উঠেছে প্রয়াস সেনা বিনোদন পার্ক। ঘাঘট নদীর অংশ বিশেষসহ পাশ্ববর্তী বিস্তৃত নিচু এলাকায় সবুজের সাজানো কোলাহল মুক্ত পরিবেশ এই বিশাল পার্কের। এখানে সেনা সদস্যদের নিখুঁত কারিগরি পরিকল্পনায় বাঁশ ব্যবহারে সাজানো এ বিনোদন পার্ক।

অন্যদিকে সিটি করপোরেশনের উদ্যোগে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের কোল ঘেষেই নির্মিত রংপুর সিটি চিকলি পার্ক। সেখানে বিশাল চিকলিবিলের আশপাশ ঘিরে সাজানো হয়েছে শিশু-কিশোরদের আকৃষ্ট করার মতো নানা আয়োজন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/06/1559820390159.jpg

বিলের বুকে স্পিডবোর্ড চলছে দ্রুত বেগে এ পাশ থেকে ওপাশ। হৈ হুল্লোড়ে মেতে উঠছে সবাই। আর স্পিডবোর্ডের ছুটে চলার বেগে বড় বড় ঢেউ এসে ধাক্কা মারছে বিলের দু’কূলে। ছিটকে আসা জলরাশিতে মজা করছেন ছোট বড় সব মানুষই।

চিকলি পার্কের মতো ভিন্নজগত, রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, কালেক্টরেট সুরভি উদ্যান, মহিপুরঘাট, তিস্তা সড়ক সেতু পয়েন্ট, টাউন হল চত্ত্বরসহ কারমাইকেল কলেজে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/06/1559820416069.jpg

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে আসা মিঠাপুকুর উপজেলার আবু বক্কর সিদ্দিক বার্তা২৪.কমকে বলেন, ‘ঈদের ছুটিতে পরিবারকে নিয়ে ঘুরতে এসেছি। শিশু-কিশোররা বেশ আনন্দ করছে।

রংপুর শিশুপার্কে দলবদ্ধভাবে ঘুরতে আসা সিনথিয়া, সিলভিয়া, আদিলা, মুরশেদ, সুরাইয়া ও নাঈমের সঙ্গে কথা হয় বার্তা২৪.কম-এর। তারা জানালেন, গরম খুব বেশি হলেও তাদের আনন্দ আড্ডা থেমে নেই। সবাই মিলে খুব মজা করছেন। সুন্দর পরিবেশে মন ভরে গেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jun/06/1559820476055.jpg

এদিকে প্রকৃতি ও বিনোদনপ্রেমীর জন্য অত্যন্ত ভালো বিনোদনের জায়গা রংপুরের বিনোদন স্পটগুলো। আর ঈদ এলে এই সব স্পট হয়ে যায় মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ।

   

রাউজানে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে।

বুধবার (১৫ মে) রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া (৪৫) ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে। ঘাতক বড় ভাইয়ের নাম সোনা মিয়া বলে জানা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিহত সোহাগ মিয়ার সঙ্গে তার বড় ভাই সোনা মিয়ার জমির বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলছিল। বুধবার (১৫ মে) আদালতে শুনানি শেষে বাড়িতে ফিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে রাতে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ঘর থেকে ধারালো ছুরি এনে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে সোনা মিয়া।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা হলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

;

এপ্রিল মাসে খুলনায় ৩৪৭টি মামলা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খুলনা জেলা ও মহানগরীর পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভায় জানানো হয়েছে, খুলনা জেলায় এপ্রিল মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে। আর মহানগরী অধিক্ষেত্রে মামলা হয়েছে ১৯৫টি।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, মাদক থেকেই নানাবিধ অপরাধের সূচনা হয়। এর কারণেই পরিবার ও সমাজের ভারসাম্য নষ্ট হয়। দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়।

জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আাগামী ২১ মে খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী কেন্দ্রগুলোয় ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছাবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন অভিযোগের কারণে সিলগালা করা বেসরকারি কোন ক্লিনিক অনুমতি না নিয়ে সিলগালা খুলে অবৈধভাবে স্বাস্থ্যসেবা দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন কোরবানির ঈদে রাস্তা বন্ধ করে পশুর হাট স্থাপনের অনুমতি দেওয়া হবে না। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩০টি কম। মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৯৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসের দায়ের হওয়া মামলা থেকে ১৬টি কম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

;

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: সিলেটে ৬ জনের বিরুদ্ধে মামলা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি ও ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় সিলেটে ৬ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬মে) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে সুনামগঞ্জের ছাতক উপজেলার আহারগাঁও গ্রামের মো.ওয়াব আলীর ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবু ছুফিয়ান মামলাটি দায়ের করেন। সাইবার মামলা নং-১৩২/২০২৪ইং।

মামলার আসামীরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার চিনির চক মুন্সিপাড়া গ্রামের শামসুল হক লস্করের ছেলে আবুল কালাম আজাদ লস্কর(২৮), মৌলভীবাজার থানার জুড়ি উপজেলার জারফর নগর গ্রামের মো.মুজিবুর রহমানের ছেলে এবাদুর রহমান(২৮), সুনামগঞ্জের জগন্নাথপুরের এনায়েত নগর গ্রামের মো.জাহাঙ্গীর আলম(৩০), গোলাপগঞ্জ থানার ফতেহপুর ভাদেশ্বর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম মাহি (২৬), সুনামাগঞ্জের দোয়ারাবাজারের উনগ্রামের মৃত ফজলুল হকের ছেলে রফিক উদ্দিন (৩০) ও কানাইঘাট থানার বড়দেশ উত্তর গ্রামের মো. এখলাছুর রহমানের ছেলে মো.আব্দুল্লাহ নাঈম(২৬)।

সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো.মনির কামাল মামলাটি আমলে নিয়ে ছাতক থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আমিনুল হক খান।

মামলা সূত্রে জানা গেছে, মামলার বাদি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আবু ছুফিয়ান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছবি প্রচার করে আসছেন। তার সেই সব ছবিতে কমেন্টে আসামীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে। এছাড়াও আসামীরা বিভিন্ন সময় তাদের নিজ নামীয় ফেসবুক আইডি ও ফেইক আইডি খুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ও ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এসব ব্যাপারে বাধা দিলে তারা আরও বেশী অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে সাইবার ট্রাইব্যুনাল সিলেটে মামলাটি দায়ের করেন আবু ছুফিয়ান।

;

উপজেলা নির্বাচন

১৫৭ উপজেলায় ২১ মে সাধারণ ছুটি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
১৫৭ উপজেলায় ২১ মে সাধারণ ছুটি

১৫৭ উপজেলায় ২১ মে সাধারণ ছুটি

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ১৫৭টি উপজেলায় আগামী ২১ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার (১৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. কামরুজ্জামানের প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অফ বিজনেস অ্যামঙ দি ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ২১ মে ২০২৪ তারিখ সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

;