১১তম গ্রেডের দাবিতে বরিশালে সহকারী শিক্ষকদের মানববন্ধন



স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল, বার্তা২৪.কম 
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান ও শতভাগ পদোন্নতির দাবি আদায়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ)  সকালে নগরীর সাগরদি এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) এই কর্মসূচির আয়োজন করেন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সে প্রশিক্ষণরত সহকারী শিক্ষকবৃন্দ। 

মানববন্ধনে সহকারী শিক্ষকরা বলেন, ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কোনো গ্রেড বৈষম্য রাখেননি। বর্তমানে আমরাও বৈষম্য চাই না। 

এ সময় দাবিগুলো তুলে ধরেন তারা। দাবিগুলো হলো- প্রধান শিক্ষকদের পরের ধাপেই বেতন নির্ধারণ করতে হবে। শতভাগ পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে। এছাড়া ডিপিএড/সিইনএড/বিএড প্রশিক্ষণপ্রাপ্তসহ উন্নত স্কেলে শিক্ষকদের উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ না দেওয়ার আহবান জানান বক্তারা। 

‘সহকারী শিক্ষক ঐক্য গড়ো,  ন্যায্য দাবি আদায় করো’ এই স্লোগানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন। বক্তব্য দেন  প্রাথমিক শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম জাফর, শিক্ষক মো. মনিরুজ্জামান, মো. শহিদুল্লাহ খান, স্বপন কুমার দাস, মো. হাসনাত ইব্রাহিম, মাহতাব হোসেন, জেসিকা স্বর্ণা প্রমুখ।

   

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফের নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ।

বৃহস্পতিবার (১৬ মে) তিনি এ অভিনন্দন জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শুভেচ্ছা বার্তায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, আগামী বছরগুলোতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য উন্মুখ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করতে চাই।

প্রধানমন্ত্রী অ্যান্থনি এলবানিজ শুভেচ্ছা বার্তায় আরো উল্লেখ করেন, ভারত মহাসাগরের দেশ হিসেবে জলবায়ু পরিবর্তন, অভিবাসন এবং সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের একই ধরনের স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে অস্ট্রেলিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

;

গফরগাঁওয়ে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছে কমিউটার ট্রেনের যাত্রীরা।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে সন্ধ্যা ৬টার দিকে ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি গফরগাঁও স্টেশনের এক নম্বর লাইনে দাঁড়িয়ে আছে। দুই নম্বর লাইন দিয়ে ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল সচল রয়েছে। ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন রওনা হয়েছে। সেটি আসলে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

;

চুয়াডাঙ্গায় হেলমেট ছাড়া জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ ঘোষণা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় হেলমেট ছাড়া পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্খিত মৃত্যু এড়াত জেলার পেট্রোল পাম্প মালিকদের সাথে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মে) বেলা তিনটায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ মোটরসাইকেল চালক ও আরোহী হেলমেট ব্যবহার না করলে (No Helmet, No Fuel) কোনো পাম্প থেকে তেল দেয়া যাবে না। এসময় সড়ক দুর্ঘটনায় অনাকাঙ্খিত মৃত্যু এড়াতে ও আদরের সন্তানের সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করতে অভিভাবকদের উদ্যোগী হওয়ার পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ জ্বালানি তেল ও ট্রাংকলরী মালিক সমিতি চুয়াডাঙ্গা শাখার সভাপতি হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক এম এম তাছলিম আরিফ বাবু, সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান শ্যামল, সহসভাপতি হাসিবুর রহমানসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পাম্পের মালিক পক্ষগণ ও তাদের প্রতিনিধিগণ।

;

আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনে পড়েই মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনে পড়েই মৃত্যু

আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনে পড়েই মৃত্যু

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ভবনে লাগা আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনেই পড়ে আলি হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলি হোসেনের বাড়ি মুন্সিগঞ্জেরর রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার ডলার ত্রিপুরা।

তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুইটি ইউনিট ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মূলত একটি কুঁড়ে ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনে সূত্রপাত ঘটেছে। পরে দ্রুত এ আগুন পাশে থাকা একটি নির্মাণাধীন দুতলা ভবনে ছড়িয়ে পড়ে।

ওই ভবনের দোতলায় শ্রমিক আলী হোসেন কাজ করে শুয়েছিলেন। পড়ে তিনি আগুন দেখে প্রাণ বাঁচাতে সেখান থেকে নিচে লাফ দিলে আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে মারা যান।

;