রাজশাহীতে পৌর মেয়রসহ ১১ আ’লীগ নেতাকর্মীর কারাদণ্ড



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাজশাহী, বার্তা২৪.কম
গ্রেফতার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন / ছবি: বার্তা২৪

গ্রেফতার পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জেল হোসেন / ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীর পাঁচদিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৯ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এ দণ্ডাদেশ দেন। এর আগে দুপুরে দুর্গাপুর পৌরসভা ভবন থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। তিনি বলেন, ‘উপজেলা ভোটে একজন স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোটের দিন নাশকতার পরিকল্পনা করতে তারা পৌরসভায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে সবাইকে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। সেখানে তাদের বিরুদ্ধ সাজা ঘোষণা করা হয়েছে।’

দণ্ডপ্রাপ্তরা হলেন- দুর্গাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নূর হোসেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, দৌলিয়াবাড়ি ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মেয়র তোফাজ্জাল হোসেনের ছেলে মনিরুজ্জজামান মনি, তার ভাগ্নে রবিউল ইসলাম রবিন ও আওয়ামী লীগ নেতা সাকিল।

জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘নিয়ম অনুযায়ী শুক্রবার (৮ মার্চ) মধ্যরাত থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। তবে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদের সমর্থকরা বিধিভঙ্গ করে বৈঠক করছিল। তারা সেখানে ভোটের দিন নাশকতার পরিকল্পনা করছিল বলে তথ্য পাওয়া যায়। পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘মেয়র তোফাজ্জল হোসেনের কাছে তার লাইসেন্স করা অস্ত্র পাওয়া যায়। নির্বাচন কেন্দ্র করে অস্ত্র জমা দেওয়ার কথা থাকলেও তিনি জমা দেননি। এটাও আচরণবিধি লঙ্ঘন।’

ওসি আব্দুল মোতালেব বলেন, ‘আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ ও বিচারক মিত্র চাকমা নির্বাচনী বিধি লঙ্ঘনের দায়ে প্রত্যেককে পাঁচদিন করে কারাদণ্ড দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।’

খোঁজ নিয়ে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা নজরুল ইসলান। তার বিপরীতে ভোটের মাঠে লড়ছেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী।

তারা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ সরদার এবং উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আবদুল কাদের।

পৌর মেয়র তোফাজ্জেল হোসেনসহ দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোটে দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল মজিদ সরদারের পক্ষে প্রথম থেকেই নির্বাচনী কাজ করছেন।

জানতে চাইলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মজিদ বার্তা২৪.কমকে বলেন, ‘দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে ঘরোয়াভাবে বৈঠক করছিলাম পৌর মেয়রসহ আমার কয়েকজন সমর্থক। যারা সবাই উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী।’

তিনি অভিযোগ করে জানান, কোনো কারণ ছাড়াই প্রশাসনের লোকজন তাদেরকে দণ্ড দিয়েছে। ভোটের মাঠে তারা যাতে আমার পক্ষে কাজ করতে না পারে, সেজন্য এটা করা হয়েছে।

   

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার: স্পিকার



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কুটনীতি সহায়ক ভূমিকা পালন করতে পারে। যেসব সমস্যা সারা বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করে, সংসদীয় কুটনীতি সেগুলো সমাধানে কাজ করতে পারে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার।

বৃহস্পতিবার (১৬ মে) সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠেয় “ফার্স্ট মিটিং অফ দি প্রিপারেটরী কমিটি ফর দি সিক্সথ ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পীকার্স অফ পার্লামেন্ট (২০২৫)" শীর্ষক কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ওয়ার্ল্ড কনফারেন্স অফ স্পিকার্স অফ পার্লামেন্ট বর্তমান প্রেক্ষাপটে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট। এই ইভেন্টে বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পীকাররা প্রতি পাঁচ বছর পরপর একত্রিত হয়ে সমসাময়িক বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন।

আলোচনা ও সহযোগিতার মাধ্যমে স্পীকাররা উদীয়মান চ্যালেঞ্জের উদ্ভাবনী সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন জানিয়ে তিনি বলনে, পার্লামেন্টের স্পীকারদের বৈশ্বিক কনফারেন্স বিশ্বের প্রতিটি মানুষের আকাঙ্ক্ষার সাথে অনুপ্রাণিত হবে।

তিনি বলেন, দারিদ্র্য, অসমতা, ধনী-গরীব বৈষম্য, অভিবাসন সমস্যা, অর্থনৈতিক মন্দা ইত্যাদি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। আসন্ন স্পীকারদের সম্মেলনে এসকল প্রাসঙ্গিক বিষয়ে এজেন্ডা রাখতে হবে যেন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা যায়।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকশন, সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, অ্যাঙ্গোলা, কানাডা ও জাম্বিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পীকার, কাতারের শুরা কাউন্সিলের ডেপুটি স্পীকার, আলজেরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের স্পীকাররা এ কনফারেন্সে উপস্থিত ছিলেন।

;

বাউফলে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নির্বাচনী বিরোধের জেরে পটুয়াখালীর বাউফলে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাইদুর রহমান সুমন বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি। এছাড়াও তিনি ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগ্নে। আহত ইউপি সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৫ মে) রাতে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোসারেফ হোসেন খানের এক সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় দুর্বৃত্তরা। এরই জের ধরে বৃহস্পতিবার (১৬ মে) সকালে ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোতালেব হাওলাদারের ভাগ্নে বগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান সুমনকে কুপিয়ে জখম করে আনারস প্রতিকের সমর্থকরা।

ভুক্তভোগী সাইদুর রহমান সুমনের স্বজনরা জানায়, ভুক্তভোগীর পিতা অসুস্থ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারিরীক অবস্থার খোঁজ খবর নিতে বাড়ি থেকে বরিশালের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন সুমন। শাপলাখালী পৌঁছালে আনারস প্রতিকের সমর্থকরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, তিনি রিক্সায় বগা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় তার ওপরে হামলা চালানো হয়। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন৷ এখনো লিখিত অভিযোগ পাইনি তবে আমাদের আইনী ব্যবস্থা চলমান রয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

;

রাউজানে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের রাউজানে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছে।

বুধবার (১৫ মে) রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া (৪৫) ওই এলাকার মমতাজ মিয়ার ছেলে। ঘাতক বড় ভাইয়ের নাম সোনা মিয়া বলে জানা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, নিহত সোহাগ মিয়ার সঙ্গে তার বড় ভাই সোনা মিয়ার জমির বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলছিল। বুধবার (১৫ মে) আদালতে শুনানি শেষে বাড়িতে ফিরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে রাতে আবারও তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে ঘর থেকে ধারালো ছুরি এনে সোহাগ মিয়াকে ছুরিকাঘাত করে সোনা মিয়া।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জাহিদ হোসেন বলেন, এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। মামলা হলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

;

এপ্রিল মাসে খুলনায় ৩৪৭টি মামলা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

খুলনা জেলা ও মহানগরীর পরিস্থিতি তুলে ধরে আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভায় জানানো হয়েছে, খুলনা জেলায় এপ্রিল মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে। আর মহানগরী অধিক্ষেত্রে মামলা হয়েছে ১৯৫টি।

বৃহস্পতিবার (১৬ মে) সকালে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, মাদক থেকেই নানাবিধ অপরাধের সূচনা হয়। এর কারণেই পরিবার ও সমাজের ভারসাম্য নষ্ট হয়। দেশ থেকে মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে সজাগ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়।

জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আাগামী ২১ মে খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী কেন্দ্রগুলোয় ভোটের দিন সকালে ব্যালট পেপার পৌঁছাবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, সরকারি হাসপাতালগুলো দালালমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে। বিভিন্ন অভিযোগের কারণে সিলগালা করা বেসরকারি কোন ক্লিনিক অনুমতি না নিয়ে সিলগালা খুলে অবৈধভাবে স্বাস্থ্যসেবা দিলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন কোরবানির ঈদে রাস্তা বন্ধ করে পশুর হাট স্থাপনের অনুমতি দেওয়া হবে না। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত এপ্রিল মাসে ১৫২টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ৩০টি কম। মহানগরী অধিক্ষেত্রে এপ্রিল মাসে ১৯৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত মার্চ মাসের দায়ের হওয়া মামলা থেকে ১৬টি কম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

;