কিশোরগঞ্জে বারো বছরেও রাস্তা সংস্কার হয়নি, তিন ঘণ্টা অবরোধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জে বারো বছরেও রাস্তা সংস্কার হয়নি, ছবি: বার্তা২৪.কম

কিশোরগঞ্জে বারো বছরেও রাস্তা সংস্কার হয়নি, ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর কিশোরগঞ্জে স্থায়ী রাস্তা সংস্কারের দাবিতে তিন ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এতে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

বুধবার (১০ জুলাই) সকাল ১২টায় এ অবরোধ কর্মসূচি শুরু হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ও অবরোধ কর্মসূচি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের মেডিকেল মোড় হতে বাহাগিলী ইউনিয়ন পরিষদ যাওয়ার প্রায় ৪ কিলোমিটার রাস্তা বারো বছর ধরে বেহাল অবস্থা হয়ে আছে। গত দুইবছর আগে রাস্তা পাকাকরণ কাজ শুরুর টেন্ডার হলেও এখনো কাজ শুরু হয়নি। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা।

এতে আরও দেখা যায়, রাস্তা সংস্কারের দাবিতে স্কুলের শিক্ষার্থীরা লিফলেট হাতে নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। অনেকে রাস্তায় বসে, আবার অনেকে দাঁড়িয়ে আছেন। অপরদিকে রাস্তা অবরোধ থাকায় দুপাশে প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।

আসাদুজ্জামান বিজয় বলেন, গত বারো বছর ধরে এ রাস্তার বেহাল অবস্থা। আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলাচল করছি। আমরা রাস্তা স্থানীয় করণের চূড়ান্ত আশ্বাস না পেলে অবরোধ কর্মসূচি থেকে উঠব না।

পথচারী হাফিজুল ইসলাম বলেন, আমি নীলফামারী থেকে এসেছি আমি রংপুরে যাব। কিন্তু এখানে প্রায় দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি৷ তারা রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ করছে আমরা ষেতে পারছি না। আমাদের জরুরি কাজ এ অবরোধের কারণে আটকা পড়েছে।

আরেক পথচারী নারগিস বেগম বলেন, আমি বাজারে যাব এখানে দুই ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখানে এসে রাস্তায় আটকা পড়েছি। রাস্তা সংস্কার থাকলে আমাদের এ সমস্যা হতো না।

এ অবরোধ কর্মসূচিতে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডলের নেতৃত্বে পুলিশের সদস্যরা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে উপস্থিত আছেন।