আন্দোলনে নামতেই বিশেষ ট্রেন আরও এক মাস চলার ঘোষণা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ করা হলে কক্সবাজারগামী সব ট্রেন অচল করে দেওয়ার ঘোষণা এসেছিল রোববার (২৪ জুন) দুপুর ১২টায়। চট্টগ্রাম প্রেসক্লাবে সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম–কক্সবাজার ব্যানারে একটি সংগঠন সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণার মধ্যেই খবর এলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চালু করা বিশেষ ট্রেনের চলাচল আরও এক মাস বাড়ানো হবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেনের সই করা অফিস আদেশে বলা হয়েছে, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে চট্টগ্রাম–কক্সবাজার রুটে বিশেষ ট্রেনের চলাচল ২৪ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই ট্রেনে ১৬টি কোচ থাকবে। আসন সংখ্যা ৭৪৩টি।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল সোমবার ছিল বিশেষ ট্রেন চলাচলের শেষ দিন। তারই আগে ট্রেন আরও এক মাস চালানোর ঘোষণা আসল।

এবারের ঈদুল আজহায় রেলওয়ের পূর্বাঞ্চল সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করে। এর মধ্যে এক জোড়া কক্সবাজার ঈদ স্পেশাল। ১২ জুন থেকে এই ট্রেন চলাচল শুরু হয়। ২৪ জুন পর্যন্ত চলার কথা ছিল।