কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাক-জিপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে কামরুল হাসান অনু (৪২) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত কামরুল হাসান অনু কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর এলাকার ইয়াসিন আলী মুন্সির ছেলে। তারা কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় বসবাস করতো। কামরুল হাসান অনু পাবনার উত্তরা ব্যাংকের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, কামরুল হাসান অনু বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা আরেকটি জিপ গাড়ির সাথে মোটরসাইকেলটি ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কামরুল হাসান অনুকে মৃত ঘোষণা করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।