মেট্রোরেলের পিক ও অফ-পিক আওয়ারের নতুন সূচি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অফিস কার্যক্রমে নতুন সময়সূচির কারণে বদলে গেছে মেট্রোরেলের পিক ও অফ-পিক আওয়ারের সময়সূচিও।

বুধবার (১৯ জুন) থেকে পিক ও অফ-পিক আওয়ারের এ সময়সূচি কার্যকর করেছে মেট্রোরেল। সকালের শুরু ও রাতের শেষের সময়সূচি একই থাকলেও মাঝখানে পিক ও অফ-পিক আওয়ারে পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

১৩ জুন (বৃহস্পতিবার) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ সময়সূচির কথা জানিয়েছিলেন।

এমএএন ছিদ্দিক বলেন, সরকার অফিসের সময়সূচি ৯ থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে। এই সময়সূচি ১৯ জুন থেকে কার্যকর হবে। এ জন্য মেট্রোরেলের পিক ও অফ-পিক আওয়ারের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতোই স্পেশাল অফ-পিক থাকবে।

এই সময়ে হেডওয়ে ১০ মিনিট। এরপর সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময়ে হেডওয়ে ৮ মিনিট।

সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট থেকে অফ-পিক আওয়ার। এ সময় হেডওয়ে ১২ মিনিট। আবার বেলা ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পিক আওয়ার। এ সময় হেডওয়ে ৮ মিনিট।

সেইসঙ্গে রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ-পিক। এ সময় হেডওয়ে ১০ মিনিট।

ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ সময় আরো বলেন, অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত সকাল ৭টা ৩০ মিনিট থেকে সকাল ৮টা পর্যন্ত স্পেশাল অফ-পিক আওয়ার। এই সময় হেডওয়ে ১০ মিনিট।

সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পিক আওয়ার। এ সময় হেডওয়ে ৮ মিনিট।

দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৪ মিনিট স্পেশাল অফ-পিক। এ সময় হেডওয়ে ১২ মিনিট আবার বিকেল ৩টা ৫ মিনিট থেকে রাত ৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে ৮ মিনিট।

রাত ৯টা ১৩ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত স্পেশাল অফ-পিক। এ সময়ের হেডওয়ে ১০ মিনিট বহাল থাকবে।

আগের মতোই মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার৷ শনিবার ছাড়া সব সরকারি ছুটির দিনে মেট্রো ট্রেন ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট করা হয়েছে।

প্রসঙ্গত, একটি মেট্রো ট্রেনে গড়ে ১ হাজার ৬শ থেকে ১ হাজার ৭শ যাত্রী যাতায়াত করেন। এর ধারণক্ষমতা ২ হাজার ২শ। এখন দিনে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। দিনে ১শ ৯৪ বার মেট্রোরেল যাওয়া-আসা করলেও ১৯ জুন থেকে ১শ ৯৬ বার চলাচল করবে।