রাত ৮টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে: আতিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পশু কোরবানির পর দুপুর ২টা থেকে রাত ৮টা অর্থাৎ ৬ ঘণ্টার মধ্যে সব এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১৭ জুন) দুপুরে মিরপুর স্টোডিয়াম এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, কোরবানির বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণের জন্য সিটি কর্পোরেশনের ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছে। এবং বর্জ্য নির্দিষ্ট জায়গায় সংরক্ষণের জন্য বাসা বাড়িতে ১০ লাখ পলিথিন ব্যাগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আস্তে আস্তে নির্দিষ্ট জায়গায় কোরবানির ব্যবস্থা করছি। তারই ধারাবাহিকতায় মিরপুর ৭ নাম্বার ওয়ার্ডে চারটি নির্দিষ্ট স্থানে ১২০০ গরু কোরবানি হয়েছে। ফলে বর্জ্য অপসারণ সহজ হচ্ছে আমাদের।

দুপুরের মধ্যে অনেক এলাকায় বর্জ্য অপসারণ হয়ে গেছে জানিয়ে মেয়র বলেন, ইতিমধ্যে অনেক জায়গায় বর্জ্য অপসারণ হয়ে গেছে। আজকে প্রায় উত্তর সিটি এলাকায় ১৩ লাখ পশু কোরবানি হয়েছে। ১৩ লাখ পশুর বর্জ্য অপসারণ অত্যন্ত কঠিন কাজ। কিন্তু জনগণের সহযোগিতায় কাজ সম্পন্ন হবে।

এছাড়া মেয়র বলেন, যারা আজকে কোরবানি দেয়নি তাদেরকে মঙ্গলবার সকালের মধ্যে কোরবানি শেষ করার আহবান জানান তিনি।