হজে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার দুই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নীলফামারীর সদরে হজে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- সদরের উত্তর শশী গ্রামের ইউনুস আলীর ছেলে ও সোনাখুলী কামিল মাদরাসার প্রভাষক নুরুল্যাহ ওরফে বুলবুল (৪২) ও সিংদই এলাকার মৃত ওমর আলীর ছেলে আবু সাঈদ জমির হাফেজ (৪৭)।

থানা পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে ভুক্তভোগী ও তার মাকে হজে পাঠানোর কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের থেকে আট লাখ টাকা নেয়। তাদের ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মাধ্যমে হজে পাঠানোর কথা ছিলো। পরে তাদের হজে যাওয়ার জন্য ফ্লাইটের তারিখ নির্ধারণ করে দিলেও তারা যেতে পারেননি। পরে অভিযুক্তদের থেকে টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন ভয়ভীতি দেখায়, এতে তারা স্থানীয়দের পরামর্শে থানায় লিখিত এজাহার দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনে গ্রেফতার করেন।

এ বিষয়ে ওসি আরও বলেন, হজে পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।