কুষ্টিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন

কুষ্টিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুষ্টিয়ায় পুষ্টি বিষয়ক তথ্য অবহিতকরণ এবং পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে’- এ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে জেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ মে) সকালে সিভিল সার্জন কার্যালয়ে এ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার ড. হুমায়ূন কবির।

বিজ্ঞাপন

এসময় জেলা সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে গর্ভবতী মায়েদের বিনামূল্যে জিংক ট্যাবলেট সরবরাহ, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ এবং ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে সমন্বিতভাবে কাজ করে যেতে হবে।

সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকল উপজেলা পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা পৌঁছনো, এতিমখানা ও মাদরাসায় পুষ্টিকর খাবার প্রদান, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা গ্রহীতা, কৈশর ও প্রবীণ জনগোষ্টীর কাছে পুষ্টি বার্তা প্রদান এবং শিক্ষার্থীদের জন্যে পুষ্টি কুইজ প্রতিযোগিতা আয়োজন ও পুষ্টি সমন্বয় সভায় পুরস্কার বিতরণ।

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও ফলজ বৃক্ষ উপহার হিসেবে প্রদান করা হয়।