খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খাগড়াছড়ি
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

খাগড়াছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৭মার্চ) সকালে খাগড়াছড়ি টাউনহল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এর আগে সকালে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে এবং দীঘিনালা কুজেন্দ্র-মল্লিকা মর্ডান কলেজের প্রভাষক পারভীন আক্তারের সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, বীর মুক্তিযোদ্ধা মো. রইস উদ্দিন আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন অধ্যাপক বরেন্দ্র লাল ত্রিপুরা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের শিক্ষার্থী।

সভা শেষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এরপরই দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।