রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
এর আগে, রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই রেস্টুরেন্টে। পরে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
- বেইলি রোডে আগুন, আটকে পড়া ২৬ জনকে জীবিত উদ্ধার
- বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
- বেইলি রোডে আগুন: ৩ প্লাটুন আনসার মোতায়েন
- বাঁচার আকুতি নিয়ে ছাদে অর্ধশতাধিক মানুষ
- বেইলি রোডে আগুন, লাফিয়ে পড়ে আহত ১০ জন ঢামেকে ভর্তি
- আটকে পড়া ৬৫ জনকে জীবিত উদ্ধার
- আল্লাহ আমার স্ত্রী ও শালিকে বাঁচাও
এ ঘটনায় জীবিত ৬৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত নই। তবে নিহত আছে বলে ধারণা করা যাচ্ছে।