পুনাক'র বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠিত



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিনী ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. তৈয়বা মুসারারাত জাঁহা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফার্স্ট লেডি বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান 'পুনাক'। সংসার সামলে নারীদের কল্যাণে ও উন্নয়নে তারা ‘পুনাক’কে দিয়েছেন একটি প্রাতিষ্ঠানিক রূপ। পুনাক দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই দীর্ঘ সময়ে পুলিশ পরিবারের নারীদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে পুনাক। শুধু নারীদের নয়, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশেও সংগঠনটি ভূমিকা রাখছে। প্রথাগত বৃত্তের বাহিরে গিয়ে বৃহত্তর সমাজ ও সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে চলেছে পুনাক- যা অত্যন্ত প্ৰশংসনীয়৷

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর যৌথ উদ্যোগে চক্ষু বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে। ‘পুনাক’ ও সাওল হার্ট সেন্টার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিনা তেলে রান্না প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং সাওলের ইয়োগা-মেডিটেশন ও ব্যায়াম প্রশিক্ষণ প্রদানও ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ।

এছাড়া দুস্থদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে র‍্যালি আয়োজন করছে পুনাক। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘প্লাস্টিক, পলিথিন বর্জন করি পরিবেশবান্ধব জীবন গড়ি' শিরোনামে শোভাযাত্রার আয়োজন পুনাকের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। নারী অধিকার রক্ষায় আইন, কিশোরী মেয়েদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা, প্রতিবন্ধী নারীদের সম্পদ বন্টনসহ বিভিন্ন আইনি জটিলতায় নারীর করণীয় বিষয়ে আলোচনা ও কর্মশালার আয়োজনের মাধ্যমে পুনাক দুস্থ ও অসহায় নারীদের আইনি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে
উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বন্যাদুর্গত ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, দুস্থ ছেলেমেয়েদেরকে শিক্ষা উপকরণ প্রদানসহ ‘পুনাক’-এর সমাজহিতৈষী কর্মকাণ্ড আমাদের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। দুস্থ ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য আমি পুনাকের প্রাক্তন সভানেত্রীগণসহ সংগঠনটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, পুনাকের বর্তমান সভানেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে মানবহিতৈষী এ সকল কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

সভাপতির বক্তব্যে ডা. তৈয়বা মুসারারাত জাঁহা চৌধুরী বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে পুলিশ পরিবারের সদস্যগণের সমন্বিত প্রয়াসের মাধ্যমে পুনাক নানা সামাজিক সচেতনমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। নারীর সক্ষমতা বৃদ্ধি, মানবিক কার্যক্রম ও শিশুর বিকাশে নানা কল্যাণকর পদক্ষেপ গ্রহণের ফলে ঐতিহ্যবাহী পুনাক আজ স্বমহিমায় উদ্ভাসিত। আর্থ-সামাজিক কর্মকান্ডে পুনাকের সৃজনশীল, ব্যতিক্রমী ও স্বতঃস্ফুর্ত পদচারণা সুধী মহলে ব্যাপকভাবে প্রশাংসিত হয়েছে। দেশের কল্যাণে নিত্য নিবেদিত প্রাণ, উদ্যমী পুনাক সদস্যদের কার্যক্রমে অর্জিত সাফল্যের জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত, উদ্ভাবনী উদ্যোগ ও বহুমুখী কর্মকুমালতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর।

তিনি আরও বলেন, অন্যান্য কর্মসূচীর পাশাপাশি সম্প্রতিককালে পুনাকের উদ্যোগে পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছি। এছাড়া আমরা অবহেলিত, সামাজিকভাবে বিচ্ছিন্ন হিজড়া জনগোষ্ঠী, বৃদ্ধ, দুঃস্থ এবং প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্রসহ আর্থিক সহায়তা প্রদান করেছি।

শিশুদের মেধা বিকাশে আমরা পুলিশ লাইন্স স্কুলগুলোতে শিক্ষাবৃত্তির সংখ্যা অনেক বাড়িয়ে নিয়েছি। আমরা চাই এই স্কুলগুলো থেকে আরও মেধাবী শিশুদের বিকাশ হউক এবং এসব মেধা দেশের বিভিন্ন কর্মকাণ্ডে সংযুক্ত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার পদক্ষেপ হউক। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের সাথে সমন্বয় করে আমরা জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার কর্মসূচী সারাদেশব্যাপী পুনাক সদস্যসহ পরিবারের জন্য বাস্তবায়ন করছি।

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হয়।

আন্দোলনে আহত শ্রমিকের চমেক হাসপাতালে মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় চাঁদপুরে আহত আবদুল মজিদ (২০) নামে এক পরিবহন শ্রমিক চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আবদুল মজিদ পরিবহন শ্রমিক ছিলেন। চাঁদপুরে একটি গণপরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষের ঘটনায় গত ১৮ জুলাই চাঁদপুরে আহত হন মজিদ। সেখানে সহিংসতার ঘটনায় তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার ঘটনায় এ নিয়ে চমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

;

র‍্যাবের অভিযানে রাজধানীসহ সারাদেশে গ্রেফতার ২৯০



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
র‍্যাবের অভিযানে রাজধানীসহ সারাদেশে গ্রেফতার ২৯০

র‍্যাবের অভিযানে রাজধানীসহ সারাদেশে গ্রেফতার ২৯০

  • Font increase
  • Font Decrease

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৭ জুলাই) র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নাশকতার অভিযোগে ঢাকায় ৭১ জন ও ঢাকার বাইরে ২১৯ জনসহ সারা দেশে মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

;

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ মানের



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ মানের

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ মানের

  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ বিশ্বের বেশ কিছু শহর দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের কবলে। তবে সম্প্রতি ঢাকার বায়ুমানে উন্নতি হয়েছে।

শনিবার (২৭ জুলাই) শহরটির বাতাসে দূষণ মাঝারি পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে একিউআই স্কোর ৫৫ নিয়ে ৫৮তম স্থানে রয়েছে ঢাকা, যা দূষণের দিক থেকে মাঝারি হিসেবে বিবেচিত। আগের দিন শুক্রবার (২৬ জুলাই) একিউআই স্কোর ৪৪ নিয়ে ৭৩তম অবস্থানে ছিল শহরটি, যা জনস্বাস্থ্যের জন্য ভালো হিসেবে বিবেচিত।

এদিকে আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর, ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর মেদান, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চিলির শহর সান্তিয়াগো এবং পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লি শহরের স্কোর ১৩৭।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

;

অর্থনীতিকে পঙ্গু করতেই দেশকে অস্থিতিশীল করা হচ্ছে: প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

অর্থনীতিকে পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) জাতীয় অর্থোপেডিক হাসপাতালে আহতদের খোঁজখবর নিতে গিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের বিচার দেশবাসীর কাছে চাই।

এ সময় তিনি আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

নিটোর পরিচালক অধ্যাপক ডা. কাজী শামীম উজ্জামান আহতদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শেখ হাসিনা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে বলেন।

প্রধানমন্ত্রী আহতদের অবস্থা দেখে আবেগাপ্লুত ও অশ্রুসজল হয়ে পড়েন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার (২৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি ওয়ার্ড ঘুরে আহতদের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলেন। আহতদের সব ধরনের চিকিৎসা দেয়ার নির্দেশ দেন।

তার আগে ওই দিন রাজধানীর রামপুরায় নাশকতাকারীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন সরকারপ্রধান।

;