সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অস্ত্র রাখার দায়ে সিরাজগঞ্জে শাহীন প্রামাণিক (২৮) নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুুপরে জেলার স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক জেসমিন আরা জাহান এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কারাদন্ডপ্রাপ্ত শাহীন প্রামাণিক জেলার উল্লাপাড়া উপজেলার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামাণিকের ছেলে।

সিরাজগঞ্জ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ফারহান ও সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মহসীন খান রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুটি ধারায় শাহীন প্রামাণিককে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মামলার সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২০ আগস্ট রাতে র‌্যাব-১২ এর নিকট তথ্য আসে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরের পাশে দৌলতনেছা কিন্ডার গার্ডেনের সামনে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালান। এ সময় শাহীন প্রামাণিককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব-১২-এর এক সদস্য বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ শাহীন প্রামাণিককে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।