নাটোরে ৩ বাসে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত প্রতীকী ছবি।

সংগৃহীত প্রতীকী ছবি।

নাটোরে পার্কিং করা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের হরিশপুর এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত এগারোটার দিকে এলাকার পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ।