রাজধানীর বাবুবাজারে ফার্মেসিতে আগুন

ছবি: সংগৃহীত
রাজধানীর বাবুবাজারে অবস্থিত সর্দার মেডিসিন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর বাবুবাজারে সর্দার মেডিসিন মার্কেটে অগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।
প্রাথমিক ভাবে আগুন লাগার কোনো সুত্রপাত ও হতাহতের বিষয়ে তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।