ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে পটুয়াখালীতে ৫০ কোটি টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে উপকূলীয় জেলা পটুয়াখালীর কৃষিতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান, জেলায় বিভিন্ন জাতের আমন ধানের চাষ হয়েছে ১ লক্ষ ৯০ হাজার ১১৯ হেক্টর জমিতে, খেসারি চাষ হয়েছে ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে, শাক-সবজি চাষ হয়েছে ২ হাজার ৩৫৫ হেক্টর জমিতে, মরিচ চাষ হয়েছে ৮০ হেক্টর জমিতে, সরিষা চাষ হয়েছে ৯০ হেক্টর জমিতে এবং তরমুজ চাষ হয়ছে ১৫০ হেক্টর জমিতে। ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে জেলায় গড়ে ১২ শতাংশ জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মোট ৪৪ হাজার ৯০০ জন কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। কৃষকের এই আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

বিজ্ঞাপন

এ বিষয়ে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ৪র্থ বৃহত্তর আমন ধান উৎপাদনকারী জেলা হলো পটুয়াখালী। আমরা খুব আশাবাদী ছিলাম এবার আমনের বাম্পার ফলন হবে। ঘূর্ণঝড় মিধিলির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা পরবর্তী আমন মৌসমে কৃষকরা যাতে  পুষিয়ে নিতে পারে তার জন্য উন্নত মানের বীজ এর ব্যবস্থা করে দেয়া হবে। এছাড়াও আমনের পরে যাতে অন্য ফসলও চাষ করতে পারে সে ব্যাপারে কৃষি বিভাগ থেকে সরকার কে জানানো হবে এবং তাদেরকে প্রণোদনার আওতায় আনতে পাড়লে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে।