বন্ধ ডলু বালু মহালের হঠাৎ ইজারা, ক্ষুব্ধ এলাকাবাসী



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
বন্ধ ডলু বালু মহালের হঠাৎ ইজারা

বন্ধ ডলু বালু মহালের হঠাৎ ইজারা

  • Font increase
  • Font Decrease

সাতকানিয়ায় ডলু বালু মহাল-৪ আবার ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। স্থানীয় জনমত উপেক্ষা করে প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে হতবাক ও ক্ষুব্ধ এলাকাবাসী।

তারা অবিলম্বে জনবিরোধী এ সিদ্ধান্তের পরিবর্তন ও বিতর্কিত বালু মহাল ইজারা প্রক্রিয়া দ্রুত বন্ধ চান। এ বিষয়ে লিখিত আবেদন করা হয়েছে জেলা প্রশাসকের কাছে।

জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ করিম বলেন, আমরা অনেক বালু মহালের ইজারা বন্ধ রেখেছি। জেলা প্রশাসন কোন বালু মহাল ইজারা দেবে কোন মহাল ইজারা দেবে না তা ঠিক করে না। উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে জেলা প্রশাসন ইজারা প্রক্রিয়া শুরু এবং সম্পন্ন করে। তবু বিষয়টি নিয়ে যেহেতু আপত্তি ওঠেছে তা আমাদের বিবেচনায় থাকবে।

স্থানীয়দের অভিযোগ, বিগত বছরগুলোতে ডলু নদীর ৩ ও ৪ নং বালু মহাল ইজারার কারণে নদীর দুই তীরে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। এতে অনেকে বসত ভিটি ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। অসংখ্য পরিবার একমাত্র সহায় সম্বল হারিয়ে পথে বসেছে। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন গত বছর ডলু নদীর ৩ ও ৪ নং মহালের ইজারা বাতিল করে। ওই সময় ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য ড. প্রফেসর আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দীন নদভীর প্রচেষ্টায় জেলা প্রশাসন বালু মহাল দুটির ইজারা স্থাগিত করে। কিন্তু হঠাৎ জেলা প্রশাসন ডলু নদীর বালি মহাল ৪ ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্যান্য বালু মহালের সঙ্গে। তবে ৩ নং বালু মহালের ইজারা বিজ্ঞপ্তি এবার প্রকাশ করা হয়নি।

তাদের অভিযোগ, ৪ নং বালু মহাল ইজারা নেওয়ার জন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র তৎপর। তারা দীর্ঘদিন থেকে অবৈধ ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার বালু বিক্রি করেছে। তাদের ভয়ে তাদের বিরুদ্ধ কথা বলার সাহস পান না। তাদের বিরুদ্ধাচারণ করলেই বিভিন্নভাবে হয়রানি করা হয়। এর ফলে নদীর দুপাড়ে ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়েছে। অনেকের বাড়িঘর বিলীন হয়েছে।

অথচ এলাকাবাসীর বাড়ি ঘর রক্ষায় শিল্পগ্রুপ কেএসআরএমের কর্ণধার মোহাম্মদ শাহজাহান পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় নিজস্ব অর্থায়নে কয়েক কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করেছেন। বর্তমানে এটিও ঝুঁকির মুখে। এবার ডলু মহাল ৪ ইজারা দেওয়া হলে ভাঙনে এটিও বিলীন হতে পারে। এমন আশঙ্কা স্থানীয়দের। তারা মনে করেন, উপজেলা প্রশাসন সরেজমিন তদন্ত না করেই প্রভাবশালীদের চাপ কিংবা অর্থের কাছে নতি স্বীকার করেছেন। না হয় গণবিরোধী এমন সিদ্ধান্ত কোনোভাবেই নিতে পারে না উপজেলা প্রশাসন।

নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ মিয়া ইজারা প্রক্রিয়া বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। তিনি বলেন, স্থানীয় জনমত উপেক্ষা করে যদি কেউ হঠকারী সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আমি প্রয়োজনে প্রধানমন্ত্রীর দফতরে নালিশ করব। বন্ধ বালি মহাল আবার ইজারা দেওয়ার প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না।

নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলীও ডলু নদীর ৪ নং বালু মহাল ইজারা বন্ধের জন্য লিখিত আবেদন করেছেন জেলা প্রশাসকের কাছে। ওই আবেদনে সুপরিশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দীন নদভী। আবেদনে তিনি উল্লেখ করেন- বর্তমান সরকার ডলু ভাঙন রোধে ৩০০ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ করেছে। এছাড়া বালু মহালের ইজারা নিয়ে পুরো এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার হবে।

তিনি বলেন, ডালুর বালু উত্তোলন ও বিক্রি নিয়ে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। প্রাণহানির আশঙ্কাও রয়েছে। অতীতে এমন ঘটনার নজির রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার হাজারো মানুষ ভাঙনে তাদের বাপ দাদার ভিটিমাটি হারাবে। বিলীন হবে শত শত একর কৃষি জমি। তাই তিনি অনতিবিলম্বে জনস্বার্থে ডলুর ৪ নং বালু মহালের ইজার প্রক্রিয়া বাতিলের দাবি জানান প্রশাসনের কাছে।

   

বগুড়ার বিষ্ণুপুর গ্রামবাসির আতঙ্ক কাটেনি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
বগুড়ার বিষ্ণুপুর গ্রামবাসির আতঙ্ক কাটেনি

বগুড়ার বিষ্ণুপুর গ্রামবাসির আতঙ্ক কাটেনি

  • Font increase
  • Font Decrease

 

আতঙ্ক কাটেনি বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। শিশু অপহরণের হুমকি দিয়ে এই গ্রামের দুই শতাধিক বাড়িতে চাঁদা দাবি করে পোস্টার লাগানো হয় শনিবার রাতে।

রোববার সকালে পোস্টারিং নজরে আসার পর থেকেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ রোববার রাতে তিন যুবকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২ অক্টোবর) বিকেলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। এ দিকে রোববার সকাল থেকেই বিষ্ণুপুর গ্রামে পুলিশ পাহারা বাসানো হয়। গ্রামবাসি আতঙ্কে তাদের সন্তানকে স্কুলে পাঠানো বন্ধ করে দিয়েছে। অনেকে আবার নিজেই সন্তানদের স্কুলে নিয়ে যাওয়া আসা করছেন। শিশুদের পাশাপাশি পুরুষ মানুষের মধ্যেও আতঙ্ক কাটছে না। সন্ধ্যার মধ্যেই কর্মজীবী মানুষ ঘরে ফিরছেন। সন্ধ্যার পর বাড়ি থেকে কোন পুরুষ মানুষ বাজার কিংবা গ্রামে আড্ডা দিতে বের হচ্ছেন না।

এদিকে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সোমবার দুপুরে বিষ্ণুপুর গ্রাম পরিদর্শন করেন। তিনি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলে গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়াও গ্রামে সার্বক্ষণিক পুলিশ থাকবে বলে জানিয়েছেন। পুলিশের একাধিক টিম রোববার সকাল থেকেই কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গ্রামের একটি ক্লাবে গভীর রাত পর্যন্ত কিছু যুবক আড্ডা দিতো। সেই অনুযায়ী ওই গ্রামের নাজমুল, রজিব ও রুবেল নামের তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়ে নানা কৌশলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছে তেমন তথ্য না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। প্রয়োজনে তাদেরকে আবারো পুলিশ হেফাজতে নেয়া হবে।

বিষ্ণুপুর মাজাগাড়ি গ্রামের মামুন, সাইফুল ইসলাম, সুলতান প্রামাণিক বলেন, তাদের গ্রামে এভাবে বাচ্চাদের অপহরণের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হবে। এটা ভাবতেই পারছে না তারা।এ ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনও গ্রামের মানুষ হননি। এ কারণেই তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কাহালু থানার ওসি মাহমুদ হাসান বলেন, ২০০ টাকা থেকে শুরু করে ৬০০০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে পোস্টার পর্যবেক্ষণ করে দেখা গেছে, আর্থিক অবস্থা বুঝে বাড়ি বাড়ি পোস্টার লাগানো হয়েছে। যাদের আর্থিক অবস্থা ভাল তাদের বাড়িতে ৫ থেকে ৬ হাজার আবার যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের বাড়িতে ২০০ থেকে ২০০০ টাকা দাবি করা হয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে গ্রামের লোকজনই পোস্টার লাগানোর সাথে জড়িত।

ওসি আরো বলেন, পোস্টারে আগামী ৬ অক্টোবর রাতে টাকা দিতে বলা হয়েছে। এ কারণে ৬ তারিখ পর্যন্ত দিন-রাত ২৪ ঘণ্টা গ্রামে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও সাদা পোশাকে পুলিশ গ্রামের সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

;

শিক্ষক আন্দোলন: কলেজগুলোতে হয়নি ক্লাস-পরীক্ষা



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্যাডার বৈষম্যসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চট্টগ্রামের সরকারি কলেজগুলোতেও সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে তারা কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।

সোমবার (২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরীর হাজি মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, জিরো পয়েন্টে শিক্ষকরা দুই সারিতে বসে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির হাজি মুহাম্মদ মহসিন কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম। অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মসূচিতে বক্তব্য দেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ডাকে সোমবার দেশের সব সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, আলিয়া মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি), শিক্ষা বোর্ডসহ শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে একযোগে এই কর্মবিরতি পালন করা হয়।

শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষা ক্যাডারের বিদ্যমান সমস্যা সমাধানের জন্য তারা দীর্ঘদিন ধরে সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করে আসলেও সমস্যার সমাধান হচ্ছে না। বর্তমান সরকার যখন স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট শিক্ষাব্যবস্থার কথা ভাবছে, ঠিক তখন দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য সৃষ্ট শিক্ষা ক্যাডারকে উদ্দেশ্যেমূলকভাবে বঞ্চিত করে রাখা হচ্ছে বলে জানান শিক্ষকরা।

শিক্ষকরা কর্মসূচি থেকে পদোন্নতি বৈষম্য কমাতে বিসিএসের সব ক্যাডারে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া, অধ্যাপকদের বেতন গ্রেড তৃতীয় ধাপে উন্নীত করা ও অর্জিত ছুটির সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডারের বাইরের কর্মকর্তাদের দ্রুত সরানোর দাবিও জানান শিক্ষকরা।

একইভাবে চট্টগ্রাম নগরীর বাকি পাঁচ সরকারি কলেজেও ছিল একই চিত্র। শিক্ষকদের আন্দোলনের কারণে কলেজগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ফলে শিক্ষার্থীরা কলেজে এলেও ফিরে যান।

;

কুষ্টিয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমেই শিশুদের পরিপূর্ণ বিকাশ সম্ভব।

তিনি বলেন, শিশুদের কল্যাণ, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করে তাদের জাঁতি গঠনের উপযোগী করে গড়ে তুলতে হবে। তাই শিশুশ্রম বন্ধে ১৪ বছরের কম শিশুদের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে বলে জানান তিনি।

সোমবার (২ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যত। আর তাই শিশুদের সুন্দর আগামী প্রতিষ্ঠার কারিগর হিসেবে গড়ে তুলতে এখন থেকেই কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা শিশু একাডেমি কুষ্টিয়ার কর্মকর্তা মখলেসুর রহমান ও সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি হাজী রফিকুল আলম টুকু প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এর আগে ’শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

;

রেডিসনের একই ছাদের নিচে দেশ-বিদেশের ৩৫ হাসপাতালের চিকিৎসাসেবা



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ হোটেলের একই ছাদের নিচেই মিলবে দেশ-বিদেশের নামকরা ৩৫ হাসপাতালের চিকিৎসাসেবা।

সোমবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তবে প্রতিদিন না, আগামী ৫ ও ৬ অক্টোবর থেকে পাওয়া যাবে এই সেবা। দেশ-বিদেশে চিকিৎসার খরচ, বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেওয়ার লক্ষ্যে দুই দিনব্যাপী এই ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো’র আয়োজন করছে বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও মাটি-টা। দ্বিতীয়বারের মতো চট্টগ্রামে এই মেলা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মাটি-টার চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব বিনামূল্য নানা স্বাস্থ্য পরামর্শ দেওয়ার কথা জানিয়ে বলেন, স্বাস্থ্য বিষয়ক কথোপকথন, পরামর্শ, বিশ্বমাত্রিক চিকিৎসা ব্যবস্থার ধরন নিয়ে যৌথ আলোচনা হবে। নিঃসন্তান দম্পতিদের বিশেষ পরামর্শ দেওয়া হবে। বাংলাদেশের চিকিৎসাসেবার মান উন্নয়নে যৌথ প্রশিক্ষণের পরামর্শ ও সুপারিশ প্রদান করা হবে। মেলাতে দেশ বিদেশের ৪ জন বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন।

এছাড়া এভারকেয়ার, এ্যাপোলোসহ দেশ-বিদেশের ৩৫টির মতো সুনামধন্য হাসপাতাল অংশগ্রহণ করবে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই মেলা।

গরিব রোগীদের স্বাস্থ্য পরামর্শই অন্যতম লক্ষ্য জানিয়ে আরেক আয়োজক বেঙ্গল চেম্বারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অঙ্গনা গুহ রায় চৌধুরী বলেন, সুস্বাস্থ্যের সঠিক তথ্য দিতে দিল্লী, হায়দ্রাবাদ, চেন্নাই, থাইল্যান্ডসহ বাংলাদেশের বিশেষজ্ঞরা মেলায় আসবেন।

;