দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা সবল বলেই আমরা এগিয়ে যাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করছে বলেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে।

রোববার (১২ মার্চ) দুপুরে জামালপুর রিক্রিয়েশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে না পারলে দেশের উন্নয়ন থমকে যেত। এটি শুধু আমাদের কথা নয়, এটি সারা বিশ্বের কথা।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মির্জা আজম এমপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন