কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষিকে প্রসেসিং করে আমরা শিল্পায়নের দিকে নিয়ে যাবো।
সোমবার (২ অক্টোবর) সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত ‘বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী এম বদরুদ্দোজার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, একটি নতুন জাত উদ্ভাবন করতে ৭ থেকে ৮ বছরের মত সময় লাগে। সেটাকে কমিয়ে গ্রিনহাউস ব্যবহার করে ৩ থেকে ৪ বছরের মধ্যে নিয়ে আসতে হবে। কৃষিকে আমরা প্রসেসিং করে শিল্পায়নের দিকে নিয়ে যাবো। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। বর্তমানে কৃষিবিদ এবং কৃষকদের সামাজিক মর্যাদা এবং গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি খাতে খুবই মনোযোগী। তিনি নিয়মিত কৃষি খাতে অর্থ বরাদ্দ থেকে শুরু করে সকল খোঁজখবর রাখেন।
কৃষিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশে কৃষির গুরুত্ব ছিল এবং থাকবে। ২০০৮ সালে ভুট্টার উৎপাদন ছিল ছয় লাখ টন কিন্তু এ বছর ভুট্টার উৎপাদন হয়েছে ৬৭ লাখ টন। আমরা এখন দানা জাতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ বছর আমাদেরকে চাল আমদানি করতে হয়নি। সামনের দিনে আর চাল আমদানি করতে হবে না। চালের দাম এই মুহূর্তে কম রয়েছে।
তিনি আরও বলেন, আশ্বিন কার্তিক মাসেও চালের দাম কমের দিকে রয়েছে। অথচ বর্তমানে সারা বিশ্বে দাম বাড়ছে। ইউক্রেন এবং রাশিয়া থেকে গম আনা যাচ্ছে না। ভারত চাল রফতানির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদের সামনের দিনে আরও বেশি করে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে।
বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহাজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস.এম.পারভেজ তমাল, এসিআই এগ্রিবিজনেসেসের প্রেসিডেন্ট ড. এফ এইচ আনসারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান প্রমুখ।