দেশীয় পণ্য নিয়ে ফিনারীর অনলাইন মেলা ‘মঙ্গল হাট’

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফিনারীর স্বত্ত্বাধিকারী ড চিং চিং

ফিনারীর স্বত্ত্বাধিকারী ড চিং চিং

প্রয়োজনীয় খাদ্য, পোশাক, অলংকার, গৃহসজ্জা সামগ্রীসহ রকমারি দেশীয় পণ্যের পসরা নিয়ে এ প্রথম অনলাইনে বসবে মেলা। ‘মঙ্গল হাট’ নামে এ অনলাইন মেলায় অংশ নিচ্ছে ১১টি উদ্যোক্তা প্রতিষ্ঠান। তাই আগ্রহী ক্রেতারা মেলা থেকে পাবেন সব ধরনের পণ্যের খোঁজখবর।

পোশাক, অলংকার এবং গৃহসজ্জা সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান ‘ফিনারী’র আয়োজনে এই মেলা শুরু হবে আগামী ৭ জুলাই সকাল ১০ টায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞাপন

অনলাইন মেলায় থাকছে, ব্লক-বাটিক, ন্যাচারাল ডাই, টাই-ডাই, আদিবাসী ফিউশন ড্রেস, বাচ্চাদের জামা, পারিবারিক জামার সেট, হলুদের গয়নার মেটারিয়ালসসহ রেডিমেট গয়না, আদিবাসী গহনা, হোমমেইড আচার, ঘি, তাতেঁর শাড়ি, বাশঁ-বেতের শোপিস, হ্যান্ডপেইন্টের ড্রেস, হ্যান্ডপেইন্টের গহনা ইত্যাদি।

রানজুনি, কেয়ারশপ বিডি, প্রীথি'স ক্লোসেট, রেট্রো কালারস, বক্স অফ অর্নামেন্টস, নয়া ক্রাফট, অংশুপট, ব্রাইডাল ক্রিয়েশন, সারজানা'স ক্রিয়েশন, সুচি'স ক্রাফট, আহ্-মা-রাহ

ফিনারীর স্বত্ত্বাধিকারী ড চিং চিং জানান, মেলায় ১১টি উদ্যোক্তা প্রতিষ্ঠানের পণ্যসামগ্রী লাইভ সম্প্রচার করা হবে। এগুলোর সবই দেশীয় পণ্য। সকাল ১০টা থেকে শুরু হওয়া লাইভ সম্প্রচারে একেকজন বিক্রেতা আধ ঘন্টা করে তাদের পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেবেন। এখানে কোনো পণ্য পছন্দ হলে সাথে সাথে অর্ডার করা যাবে। থাকবে প্রি-অর্ডারের ব্যবস্থাও। ফিনারীর অফিসিয়াল ফেসবুক পেজের একটি ইভেন্ট থেকে থেকে লাইভ মেলাটি সম্প্রচার করা হবে।’

মেলায় থাকছে যেসব উদ্যোক্তা প্রতিষ্ঠান

তিনি আরও জানান, এটি বাংলাদেশের প্রথম অনলাইন মেলা। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা যেমন একত্রিত হয়ে ক্রেতাদের সাথে পরিচিত হতে পারবেন, তেমনি ক্রেতারাও একই মেলা থেকে তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনা বা পরবর্তীতে কেনার জন্যে পছন্দ করে রাখতে পারবেন।’

১১ উদ্যোক্তা প্রতিষ্ঠান হলো- রানজুনি, কেয়ারশপ বিডি, প্রীথি'স ক্লোসেট, রেট্রো কালারস, বক্স অফ অর্নামেন্টস, নয়া ক্রাফট, অংশুপট, ব্রাইডাল ক্রিয়েশন, সারজানা'স ক্রিয়েশন, সুচি'স ক্রাফট, আহ্-মা-রাহ