মাদক মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চার কেজি গাঁজাসহ গ্রেফতার ভারতীয় নাগরিক সমীর সরকারের দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রট আফনান সুমি দণ্ডের এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তাকে রায়ে কারাদণ্ডের পাশাপাশি তাকে তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি সমীর সরকার ভারতের ত্রিপুরার বিলুনিয়ার সাব ডিভিশনের পুরান রাজবাড়ীর কমলাপুরের দিদান সরকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকা থেকে ভারতীয় নাগরিক সমীর সরকারকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ৬০ হাজার টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই বিশ্বজিৎ সরকার বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন।

মামলার পর ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সমীর সরকার। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে তিন জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।