নাশকতার মামলায় বিএনপির ৩৮ নেতাকর্মীর সাজা, খালাস ৮০
রাজধানীর দক্ষিণখান থানার একটি নাশকতার মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩৮ নেতাকর্মীর ৪ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৮০ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঈনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ জানান, আদালত দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেক আসামির দেড় বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় প্রত্যেক আসামির আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিএনপির উত্তরখান থানার সভাপতি মো: আনোয়ার হোসেন সরকার, উত্তরখান থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইয়াকুব আলী, উত্তরখান থানা যুবদলের সাধারণ সম্পাদক মো: মোকলেস, উত্তর খান থানা বিএনপির সহ সভাপতি মো: শেখ নূর মোহাম্মদ, মমতাজ উদ্দিন, মো: হারুন অর রশিদ হারুন, মো: তোফাজ্জল হোসেন ওরফে মিঠু, সরকার রফিকুল ইসলাম মুকুল, মো: গোলাম মোস্তফা, মো: মোজাফফর হোসেন বাদল, মো: জাকির হোসেন, মো: ইয়াকুব আলী, মো: সফিল উদ্দিন, মো: শরীফ হোসেন, রিপন মিয়া, মো: লুৎফর রহমান ওরফে খোকন, মো: শাহিন মিয়া, অ্যাডভোকেট সরোয়ার হোসেন, রিপন সরকার, রাজীব, মো: দুলাল মিয়া, আবু বকর সিদ্দিক, মো: শাহিন, মো: মামুন, আব্দুল আলী ওরফে আব্দুল আলীম, শামসুল হক রিপন, নুরুজ্জামান হাওলাদার ওরফে সোহেল, আনোয়ার হোসেন বকুল, মো: কামাল হোসেন, শাহআলম, দীন ইসলাম, বাদশা ওরফে মো: আব্দুর রহিম বাদশা ও মো: শফিকুল ইসলাম শফিক।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় বিভিন্ন রকম নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে দক্ষিণ খান থানায় মামলাটি দায়ের করে।