ক্রাইস্টচার্চ হামলা

কোরআন শরিফের সেলফে ঢুকে বাঁচলেন কাদির



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ট্যাক্সি চালক আবদুল কাদির আবাবোরা/ ছবি: সংগৃহীত

ট্যাক্সি চালক আবদুল কাদির আবাবোরা/ ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল-নুর মসজিদে হামলার দিন নামাজ পড়তে আসেন ট্যাক্সি ড্রাইভার আবদুল কাদির আবাবোরা। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে পালাবার জায়গা খুঁজেন তিনি। শেষ পর্যন্ত পালাবার জায়গা না পেয়ে মসজিদের কোরআন শরিফ রাখার আলমারীর নিচের অংশে আঁটসাঁট হয়ে ঢুকে পড়েন। এতেই ভয়াবহ এই হত্যাযজ্ঞ থেকে অক্ষত অবস্থায় ফেরেন তিনি। এমনকি তার শরীরের কোনো অংশে একটা বুলেটের আঁচও লাগেনি।

রোববার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইথিওপিয়া থেকে আসা আবদুল কাদিরের রহস্যজনকভাবে বেঁচে যাওয়ার ঘটনা তুলে ধরা হয়।

এএফপিকে আবদুল কাদির বলেন, ‘এটা অলৌকিক ঘটনা। আমি হামলা শেষে নিজেকে যখন আবিষ্কার করি, তখন আমার ডানে বামে শুধু লাশ। আমি শুধু নিজেকে বিশ্বাস করাচ্ছিলাম, আমি এখনো বেঁচে আছি।‘

হামলাকারী সম্পর্কে আবদুল কাদির বলেন, ‘সে ডানে বামে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিল। আমি যে সেলফে ছিলাম সে সেটার উপরের তাকগুলোতে গুলি চালিয়েছে। আমার কাছে তখন মনে হচ্ছিল, প্রতিটা বুলেট আমার দিকে আসছে।‘

এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করলেন ২০১০ সালে শান্তির খোঁজে ইথিওপিয়া থেকে নিউজিল্যান্ডে আসা আবদুল কাদির আবাবোরা।

উল্লেখ্য, শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের মসজিদে জুমা নামাজের সময় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছেন।

   

অরুণাচল ও সিকিম প্রদেশে চলছে ভোট গণনা, এগিয়ে বিজেপি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ভোট শেষে চলছে গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যটিতে এগিয়ে বিজেপি। রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে বিজেপি।

অন্যদিকে সিকিমে এবার লড়াই চলছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার (এসকেএম) নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচ বারের সাবেক মুখ্যমন্ত্রী ও সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিংয়ে মধ্যে।

এই অঞ্চলেও এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এসকেএম। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যটিতে ৩২ আসনের মধ্যে এসকেএম ২৭টি আসনে এগিয়ে রয়েছে।

রোববার (২ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। গত ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচনের দিনই এই দুই রাজ্যে ভোটগ্রহণ হয়েছিল।

নির্বাচনের শিডিউল ঘোষণার সময়ই কমিশন জানিয়েছিল, এই দুই রাজ্যের ভোটগণনা হবে ২ জুন। অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২ বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে।

অবশ্য ৬০ আসনের মধ্যে অরুণাচল প্রদেশে বিজেপি ইতোমধ্যেই ১০টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বাকি ৫০ আসনের মধ্যে ঠিক হবে কে আগামী পাঁচ বছর রাজ্যে শাসন করবে।

অন্যদিকে সিকিমে এবার দু’পক্ষের লড়াইয়ে প্রধান মুখ এনডিএ জোটের শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চার নেতা তথা মুখ্যমন্ত্রী পি এস তামাঙ এবং টানা পাঁচবারের সাবেক মুখ্যমন্ত্রী তথা সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রধান পবন চামলিং।

গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট রাজ্যের ৩২টি আসনের মধ্যে ৩০টিতেই জয়লাভ করেছিল। এবারেও রাজ্যে ক্ষমতা দখলের ব্যাপারে আশাবাদী এই জোট। পাল্টা চামলিং ও তর দলের দাবি, গত পাঁচ বছরে রাজ্যের উন্নয়ন থমকে গেছে।

এনডিটিভি বলছে, অরুণাচল প্রদেশে স্বাভাবিক সময়ের মতো সকাল ৮টার পরিবর্তে সকাল ৬টায় ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে। গণনা শুরু হওয়ার এক ঘণ্টা পরে বিজেপি অরুণাচলের ১৭টি আসনে এবং তার মিত্র কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি একটিতে এগিয়ে রয়েছে।

অন্যদিকে সিকিমে বর্তমান ক্ষমতাসীন সিকিম ক্রান্তিকারি মোর্চা চারটি আসনে এগিয়ে রয়েছে, একটিতে মিত্র বিজেপি এবং অন্য একটিতে বিরোধী দল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট এগিয়ে রয়েছে।

মূলত বিজেপির ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অরুণাচলের ৬০টি বিধানসভা আসনের মধ্যে ৫০টির ফলাফল আজ জানা যাবে। বিজেপি ২০১৯ সালে এই রাজ্যে ৪১টি আসন জিতেছে এবং এবারের নির্বাচনে ৬০টি আসনেই প্রার্থী দিয়েছে। কংগ্রেস ৩৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

;

ধ্বংসস্তূপের নিচে কাঁদছে মানবতা, গাজায় নিহত বেড়ে ৩৬৪০০



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল যুদ্ধ এখনো চলমান। এতে প্রতিনিয়ত বাড়ছে ফিলিস্তিনিদের লাশের মিছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে প্রায় ৩৬ হাজার ৪০০ জনে।

শনিবার (১ জুন) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থাটি জানিয়েছে, গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন ৮২ হাজারের বেশি ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা কমপক্ষে ৩৬ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত প্রায় আট মাস ধরে চলা এই হামলায় আরও ৮২ হাজার ৪০৭ জন মানুষ আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৫ জন নিহত ও আরও ৩৫০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

;

ফের এশিয়ার শীর্ষ ধনীর তালিকার শীর্ষে আদানি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফের উঠে এসেছেন ভারতীয় ধনকুবের গৌতম আদানি। এরমাধ্যমে তিনি রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানিকে পেছনে ফেলেছেন।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ১১১ বিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সেরা ধনীদের তালিকার ১১ নাম্বারে অবস্থান করছেন।

শনিবার (১ মে) সন্ধ্যার দিকে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স।

আদানি গ্রুপের সম্পদের পরিমাণ বাড়ার কারণে মূলত আদানির সম্পদ বেড়েছে। গতকাল শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম বৃদ্ধি পায়। এদিন জেফারিস এক প্রতিবেদনে জানায় আদানি গ্রুপ নিজেদের পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

এমন খবরে শেয়ার বাজার ইতিবাচক সাড়া দেয়। এতে এই বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ দশমিক ২৩ লাখ কোটি রুপি। যা তাদের ইন্ট্রাডে মোট সম্পদের পরিমাণ বৃদ্ধি করে ১৭ দশমিক ৪ লাখ কোটি রুপিতে।

;

তুরস্কের ড্রোন হামলায় মার্কিন সমর্থিত বাহিনীর ৪ যোদ্ধা নিহত



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর-পূর্ব সিরিয়ায় শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় তুরস্কের ড্রোন হামলায় চার মার্কিন সমর্থিত যোদ্ধা নিহত এবং ১১ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।

কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আরব নিউজ।

মার্কিন-সমর্থিত এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) দখলে থাকা এলাকায় ওই হামলার একদিন পর তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, কুর্দিরা স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে উত্তর সিরিয়ায় কুর্দি-নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাতে দ্বিধা করবে না তুরস্ক।

এদিকে এসডিএফ জানিয়েছে, তাদের অবস্থানে তুরস্কের ড্রোন থেকে আট বার হামলা চালানো হয়েছে।

ওই হামলায় উত্তরাঞ্চলীয় শহর কামিশলি এবং তার কাছাকাছি এলাকায় এসডিএফের স্থাপনার পাশাপাশি বেসামরিক বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, উত্তর-পূর্ব সিরিয়ায় তুরস্কের এ ধরনের হামলা স্বাভাবিক ঘটনার মতোই।

এদিকে কুর্দি রেড ক্রিসেন্ট বলেছে, তাদের প্যারামেডিকরা যখন আক্রান্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছিল, তখন তাদের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়। কামিশলির পশ্চিমে আমুদা শহরের কাছে এ হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে তুরস্কের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণকারী কুর্দি-নেতৃত্বাধীন স্বায়ত্তশাসিত প্রশাসন আগামী ১১ জুন পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেছে।

সেখানে মেয়র নির্বাচনের ভোটগ্রহণ হাসাকেহ, রাক্কা, দেইর ইজ্জর প্রদেশ এবং আলেপ্পো প্রদেশের পূর্ব অংশে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল শুক্রবার এক্স-এ জানিয়েছেন যে, ‘আমরা মনে করি না যে এই ধরনের নির্বাচনের প্রয়োজন বর্তমান সময়ে উত্তর সিরিয়ায় রয়েছে।’

মন্তব্যটি নির্বাচন না করার জন্য কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের প্রতি একটি বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।

;