ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর তিন সদস্য নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননের নাকোরা শহরে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর তিন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র। তবে ইসরায়েলি সেনাবাহিনী এমন ঘটনা যাচাই-বাছাই করছে বলে জানায়।

শনিবার (২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বিজ্ঞাপন

লেবাননের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, গাজা-ইসরায়েল যুদ্ধে আন্তঃসীমান্ত লড়াইয়ে সর্বশেষ তিন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা নাকোরা শহরের কাছে একটি উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় গাড়িতে ছিল। ওই গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওই ব্যক্তিদের মধ্যে একজন অস্ত্র প্রযুক্তিবিদ ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দুইশ'র বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। এছাড়াও প্রায় ৫০ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। আর হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের ১২ জন সেনাবাহিনী ও পাঁচজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

ইসরায়েল-হিজবুল্লাহর উত্তেজনায় দু'দেশের সীমান্তে অবস্থিত গ্রাম থেকে হাজার হাজার নাগরিক অন্যত্র চলে গিয়েছেন।