রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জানিয়েছে, তারা রাশিয়ার আরও তিনটি এসইউ-৩৪ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

রয়টার্স জানিয়েছে, এটি মস্কোর বিমান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সর্বশেষ সাফল্যের খবর।

বিজ্ঞাপন

ইউক্রেনের সেনা প্রধান অলেক্সান্ডার সিরস্কি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন, ‘২৯ ফেব্রুয়ারি একটি শত্রু বিমানের বিরুদ্ধে সফল যুদ্ধ অভিযানের পর আভদিভকা এবং মারিউপোল সেক্টরে রাশিয়ার আরও দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।’

সিরস্কির দাবির বিপরীতে রাশিয়া অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, দীর্ঘ যুদ্ধের পর চলতি মাসে পূর্ব ইউক্রেনের রুশ বাহিনীর দখলে গেছে আভদিভকা। রাশিয়া ২০২২ সালের মে মাসে দক্ষিণ-পূর্ব বন্দর শহর মারিউপোলেরও সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছিল।

এদিকে, ইউক্রেনের সেনাবাহিনী গত সপ্তাহে বলেছিল, রাশিয়া তিন দিনে তাদের ছয়টি যুদ্ধবিমান হারিয়েছে।

উন্নত পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার পর থেকে ইউক্রেনের সামরিক বাহিনী ফ্রন্টলাইনের কাছাকাছি অঞ্চলে রাশিয়ার বিমান চলাচলের জন্য একটি হুমকি তৈরি করেছে।

অন্যদিকে, মস্কোর বিরুদ্ধে দক্ষিণ খেরসন অঞ্চলে এসইউ-৩৪ ব্যবহার করে বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার অভিযোগ করেছে কিয়েভ।

কিন্তু, ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে রাশিয়া।