চাদের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মাসরা
চাদের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সাবেক বিরোধী নেতা সাকসেস মাসরাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে, যিনি সম্প্রতি নির্বাসন শেষে দেশে ফিরেছেন।
আল-জাজিরা জানিয়েছে চাদের প্রেসিডেন্সির নতুন সেক্রেটারি-জেনারেল মহামত আহমেদ আলহাবো সোমবার (১ জানুয়ারি) বলেছেন, মাসরা বেসামরিক শাসনে রূপান্তরের মধ্য দিয়ে দায়িত্ব পালন করবেন।
দ্য ট্রান্সফর্মার পার্টির সভাপতি মাসরা ৩০ বছর ধরে দেশকে নেতৃত্ব দেওয়া ইদ্রিস ডেবি ইটনোর মৃত্যুর পরে ২০২১ সালের এপ্রিলে ক্ষমতায় আসা সামরিক শাসকদের তীব্র বিরোধিতা করেছিলেন।
গত মাসে নতুন সংবিধানের উপর এক গণভোটে ৮৬ শতাংশ অংশগ্রহণকারী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা দেশটিতে একটি নির্বাচনের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।
২০২২ সালের অক্টোবরে সামরিক শাসকদের বিরুদ্ধে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নে কয়েক ডজন লোক নিহত হওয়ার পরপরই মাসরা চাদ থেকে পালিয়ে যান বলে জানা গেছে।