দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ মহড়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান সোমবার (১১ ডিসেম্বর) প্রশিক্ষণ মহড়ার সময় দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয়েছে।

তবে, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট বিমানটি থেকে নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। পরে তাকে উদ্ধার করা হয়।

ইয়োনহাপ জানিয়েছে, ‘জেটটি সিউলের ১৭৮ কিলোমিটার দক্ষিণে গুনসানের একটি বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরে হলুদ সাগরে বিধ্বস্ত হয়।’

ইয়োনহাপের খবরে আরও বলা হয়েছে, ‘পাইলট জেট থেকে বের হতে পেরেছনে এবং তাকে উদ্ধার করা হয়েছে।’

তবে, এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এফ-১৬ বিধ্বস্তের খবর নিশ্চিত করেছে ইউনাইটেড স্টেটস ফোর্সেস কোরিয়া, যা দক্ষিণে অবস্থিত আমেরিকান সেনাদের তত্ত্বাবধান করে।

গত মে মাসে একটি মার্কিন এফ-১৬ জেট সিউলের দক্ষিণে একটি কৃষি এলাকায় নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। ওই ঘটনারও সময়ও পাইলট নিরাপদে বের হয়ে যান এবং দুর্ঘটনায় অন্য কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সিউলের প্রধান নিরাপত্তা মিত্র যুক্তরাষ্ট্র পারমাণবিক সশস্ত্র উত্তর কোরিয়া থেকে রক্ষা করতেদক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮,৫০০ সেনা মোতায়েন করে রেখেছে।

   

‘অতীত ভুলে ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন’



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

২০২০ সালে সীমান্তে অচলাবস্থা সৃষ্টির প্রায় দেড় বছর পর নয়া দিল্লিতে দূত পাঠিয়েছে চীন। শুক্রবার (১০ মে) রাষ্ট্রদূত সু ফেইহং (৬০) এবং তার স্ত্রী তান ইউসিউ নয়া দিল্লিতে পৌঁছেন।

সু ফেইহং জানান, অতীতের পৃষ্ঠা উল্টে একসঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। আলোচনার মাধ্যমে পারস্পরিক সুনির্দিষ্ট ইস্যুগুলোর গ্রহণযোগ্য সমাধান বের করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। 

সু ফেইহং এর আগে আফগানিস্তানে এবং রোমানিয়ায় চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতে চীনের ১৭তম রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন।

২০২২ সালের মার্চ মাস থেকে বেইজিংয়ে ভারতের ফুলটাইম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন প্রদীপ কুমার রাওয়াত। সু ফেইহং বলেছেন, নয়া দিল্লিতে তার নিয়োগকে তিনি সম্মানজনক এক মিশন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত ও অগ্রগামী করার জন্য একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন। 

তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে গভীর বোঝাপড়া এবং বন্ধুত্বকে আরও গাঢ় করতে সর্বোত্তম চেষ্টা করবো। বিভিন্ন ক্ষেত্রে আমরা সহযোগিতা করবো। দ্বিপক্ষীয় সম্পর্কেকে উন্নত করবো এবং সামনে এগিয়ে নেবো। তবে সুনির্দিষ্ট ইস্যু বলতে তিনি কোন সব ইস্যুকে বুঝিয়েছেন তা পরিষ্কার করেননি।’ 

ওদিকে সম্প্রতি নিউজউইক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য।

;

রেস্তোরাঁয় ‘নকল নখ-পাপড়ি-নেইল পলিশ’ নিষিদ্ধ করল সৌদি



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীদের নকল নখ, চোখের পাপড়ি এবং নেইল পলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সৌদি আরবের স্বাস্থ্য সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রেস্টুরেন্ট ও খাবার সরবরাহকারী দোকানে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের গহনা, কানের দুল বা হাতঘড়িতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির একটি উৎস হতে পারে।

এ জন্য এগুলো ব্যবহারে কর্মক্ষেত্রে ব্যবহারে নিষেধ করা হয়েছে। তবে কান ছিদ্র করে পরা গোলাকৃতির এক টুকরা দুল ও খোদাই করা নয় এমন আংটি পরতে অসুবিধা নেই।

এ ছাড়া খাবার তৈরি ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের ধূমপান করা, খাবার খাওয়া, হাঁচি দেওয়া বা দস্তানা না পরে রান্নার আগে খাবার স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি রেস্টুরেন্টে বার্গার খেয়ে ৭৫ জনের হাসপাতালে ভর্তি হওয়া এবং পরে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

;

ইউক্রেনের পাঁচ গ্রাম রাশিয়ার দখলে



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের খারকিভ অঞ্চলের পাঁচটি গ্রাম দখল করেছে রাশিয়া। এদিকে, রুশ সীমান্তে ইউক্রেনের ড্রোন ও মিসাইল হামলায় পাঁচ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (১২ মে) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের প্লেটেনিভকা, ওহিরসেভ, বোরিসিভকা, পাইলনা ও স্ট্রিলেচনা নামের গ্রাম দখল করেছে রুশ বাহিনী। এই গ্রামগুলো রাশিয়ার সীমান্তে অবস্থিত।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, দানেস্ক অঞ্চলের কেরামিক নামের গ্রামটিও দখল করেছে রুশ বাহিনী। 

এদিকে, রাশিয়া সীমান্ত প্রদেশ বেলগোরোড, কুরস্ক ও দানেস্ক শহরে ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন। এরমধ্যে দানেস্ক শহরের একটি রেস্তোরাঁয় মিসাইল হামলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন। ইউক্রেনের ড্রোন হামলায় বেলগোরোড ও কুরস্ক অঞ্চলে নিহত হয় আরও দুজন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব অঞ্চলে তারা ইউক্রেনের ২১টি রকেট এবং ১৬টি ড্রোন ভূপাতিত করেছে। 

;

গাজায় ইসরায়েলের হামলায় চিকিৎসক বাবা-ছেলে নিহত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনের মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই চিকিৎসক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। নিহত ড. মুহাম্মাদ নিমর কাজাত ও ড. ইউসেফ সম্পর্কের দিক থেকে পিতা ও পুত্র ছিলেন। 

রোববার (১২ মে) বেসামরিক প্রতিরক্ষা সংস্থার এক বিবৃতিতে এই কথা জানানো হয়।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে ইসরায়েলি হামলা নিহত চিকিৎসক মুহাম্মদ নিমর কাজাত এবং তার ছেলে চিকিৎসক ইউসেফের মরদেহ উদ্ধার করে তাদেরকে দেইর আল-বালাহতে আল-আকসা মারটিয়ার্স হসপিটালে স্থানান্তর করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় শিশু চিকিৎসক ও সার্জন মুহাম্মাদ নিমর কাজাত (৭২) ও তার ছেলে দন্তচিকিৎসক ইউসেফসহ (৩৩) আরও বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার হাত থেকে বাঁচতে গাজা শহর থেকে পালিয়ে দেইর আল বালাহ এসেছিলেন বাবা-ছেলে। 

ফিলিস্তিনি অর্থোপেডিক সার্জন ড. ফাদেল নাঈম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বলেন, কাজাত ছিলেন গাজা উপত্যকায় শিশুদের সার্জারির অন্যতম প্রতিষ্ঠাতা।

;