গাজা উপত্যকায় বিমান বাহিনীর অভিযানে হামাসের আরেক কমান্ডার হাইথাম খুয়াজারি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।
সোমবার (৪ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইডিএফ এবং ইসরায়েলি নিরাপত্তা সংস্থার (আইএসএ) গোয়েন্দা তথ্য থেকে আমরা নিশ্চিত হয়েছি যে, বিমান বাহিনীর রোববারের অভিযানে হামাসের শাতি ব্যাটালিয়নের কমান্ডার হাইথাম খুয়াজারি নিহত হয়েছেন। গত ৭ তারিখ দক্ষিণ ইসরায়েলীয় সীমান্তে যে হামলা চালিয়েছিল হামাস, সেই হামলার একজন পরিকল্পনাকারীর পাশাপাাশি তাতে অংশও নিয়েছিলেন হাইথাম খুয়াজারি।’
তবে, এ প্রসঙ্গে হামাস থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।