প্রেমিকা হত্যার ১১ বছর পর কারামুক্ত হবেন অস্কার পিস্টোরিয়াস



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: জোহানেসবার্গে একটি পুরষ্কার অনুষ্ঠান রিভা-অস্কার

ছবি: জোহানেসবার্গে একটি পুরষ্কার অনুষ্ঠান রিভা-অস্কার

  • Font increase
  • Font Decrease

প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে হত্যার প্রায় ১১ বছর পর ২০২৪ সালের ৫ জানুয়ারিতে জেল থেকে মুক্তি পাবেন সাবেক প্যারালিম্পিক চ্যাম্পিয়ন অস্কার পিস্টোরিয়াস। তবে শর্তসাপেক্ষে তিনি মুক্ত হবেন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন ।

দক্ষিণ আফ্রিকার অলিম্পিক অ্যাথলিট ও গ্লোবাল স্টার পিস্টোরিয়াস ২০১৩ সালের ভালোবাসা দিবসে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে নিজ বাড়িতে রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হলে তাকে জেলে পাঠানো হয় এবং কারাবাসের শাস্তি হয়।

শুক্রবার (২৪নভেম্বর)  স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ছবি: হত্যার কয়েক সপ্তাহ আগে পিস্টোরিয়াস তার প্রেমিকা রিভা স্টিনক্যাম্পের সাথে 


অস্কার পিস্টোরিয়াস তার প্রেমিকাকে হত্যার দায়ে প্রায় ১১ বছর কারাবাস করেছেন। ২০২৪ সালের জানুয়ারিতে এই বন্দী জীবন থেকে মুক্তি পাবেন তিনি।

দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রশাসন জানিয়েছে, ৩৭ বছর বয়সী পিস্টোরিয়াসের ৫ জানুয়ারি থেকে প্যারোল (বন্দীর শর্তাধীন মুক্তি) মঞ্জুর করা হয়েছে। সেদিন তিনি শর্তসাপেক্ষে মুক্ত হবেন এবং ২০২৯ সালের ৫ ডিসেম্বর পর্যন্ত তার এই প্যারোল কার্যক্রম চলমান থাকবে। এ সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত তিনি শর্তসাপেক্ষে আইনি নির্দেশনা মেনে চলবেন।

পুলিশ প্রশাসন সেসব শর্ত সম্পর্কে বলেন, তিনি অনুমতি ছাড়া তার প্রিটোরিয়া এলাকা ছেড়ে যেতে পারবেন না। তাকে অবশ্যই একটি ‘রাগ ব্যবস্থাপনা প্রোগ্রাম’ এ নিয়মিত অংশগ্রহণ করতে হবে। তিনি অবশ্যই কমিউনিটির সেবা কার্যক্রমে উপস্থিত থাকবেন।

কারাগারের মুখপাত্র সিঙ্গাবাখো নক্সুমালো বলেছেন, প্যারোলের অর্থ সাজা শেষ হওয়া নয়। এটি এখনও সাজার একটি অংশ। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত তাকে এসব শর্ত মেনে চলতে হবে।

২০১৩ সালে ঘটনার পর তিনি বলেছিলেন, ভোরের দিকে তাকে অনুপ্রবেশকারী ভেবে একটি বাথরুমের দরজা দিয়ে বন্দুক থেকে গুলি চালায়। এতে মৃত্যু হয় তারকা প্রেমিকা রিভা স্টিনক্যাম্পের। তার আইনজীবীরাও এই সত্য প্রতিষ্ঠায় চেষ্টা করে।

কিন্তু রিভা স্টিনক্যাম্প এর বাবা মা বাদী হয়ে অস্কার পিস্টোরিয়াসের বিরুদ্ধে জোরদার শাস্তির আবেদন চালায়। ফলে প্রথমে শাস্তি কম হলেও গুরতর হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেন তিনি।

সে সময় গ্লোবাল তারকার হুট করে হত্যাকারী হয়ে যাওয়ার সংবাদ অনেক টেলিভিশনে প্রচারিত হয়েছিল এবং বিশ্বজুড়ে শিরোনামে ভাসছিল তার নাম।

রিভা স্টিনক্যাম্পের মা প্যারোলের প্রতিক্রিয়ায় বলেন, ‘পিস্টোরিয়াস ইচ্ছাকৃতভাবে আমার মেয়েকে হত্যা করেছে। আমি বিশ্বাস করি সে জানত যে দরজায় রীভাই ছিল। এটি তার উদ্দেশ্যপূর্ণ হত্যাকাণ্ড ‘

প্রসিকিউশন যুক্তি দিয়েছিল, হত্যাটি পূর্বপরিকল্পিত ছিল এবং তিনি তার মডেল প্রেমিকাকে গুলি করে হত্যা করেছিলেন। যখন সে একটি ওয়াশরুমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন তাকে হত্যা করেন অস্কার পিস্টোরিয়াস।

ছবি: অস্কার পিস্টোরিয়াস

পিস্টোরিয়াসের মুক্ত হতে এখনও দুই মাস বাকি!

২০১৪ সালে সাবেক ক্রীড়াবিদ পিস্টোরিয়াসকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। গৃহবন্দী অবস্থায় চাচার বাড়িতে অবস্থান করেছেন ১ বছর। সে সময় তার বিচারকার্য  চলমান থাকায় কোথাও যাওয়ার অনুমতি ছিল না তার। এক বছর পর সুপ্রিম কোর্ট হত্যার দায়ে দোষী সাব্যস্ত করলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ঘটনা গুরতর বলে বিবেচিত হওয়ার পরে তা বাড়িয়ে ১৩ বছর এবং পাঁচ মাস করা হয়েছিল। প্যারোল বোর্ড তাকে চলতি বছরের মার্চে প্যারোলে প্রত্যাখ্যান করার পর শুক্রবার তার মামলা আবার বিবেচনা করে।

পিস্টোরিয়াস কখন প্যারোলের জন্য যোগ্য হবেন তা গণনা করার জন্য তার আইনজীবী সাংবিধানিক আদালতে আবেদন করে।  তার মামলা নিয়ে যাওয়ার পরে দ্বিতীয় প্যারোলের শুনানির সিদ্ধান্ত আসে। তাকে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে তিনি ২০২৪ সালের আগস্টে যোগ্য হবেন। গুরুতর অপরাধীরা কমপক্ষে অর্ধেক সাজা ভোগ করার পরে দক্ষিণ আফ্রিকায় প্যারোলের জন্য যোগ্য হয়।

জুন স্টিনক্যাম্প তার বিবৃতিতে আরও বলেন, ‘আমি অস্কারের কথা বিশ্বাস করি না যে তিনি টয়লেটে থাকা ব্যক্তিটিকে একজন চোর ভেবেছিল। আমার মেয়ে নিশ্চয়ই বাঁচার জন্য চেষ্টা করছিল এবং সে সময় তাকে হত্যা করা হয়।’ তার স্বামী ব্যারি স্টিনক্যাম্প তার সাথে মূল বিচারের বাদী ছিলেন। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে ৮০ বছর বয়সে তিনি মারা যান।

ছবি: অস্কার পিস্টোরিয়াস কিভাবে কৃত্রিম পা ছাড়া হাঁটেন তা আদালতে প্রদর্শন করছেন 

পিস্টোরিয়াস ১৯৮৬ সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। ১১ মাস বয়সে জন্মগত ত্রুটির কারণে তার উভয় পা হাঁটুর নীচে কেটে দেওয়া হয়েছিল। তিনি অলিম্পিকের মতো আসরে প্যারালিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন এবং প্রথম ডাবল অ্যাম্পুটি হয়েছিলেন। সেই থেকে তিনি তারকা খেলোয়াড় হিসেবে দর্শক জনপ্রিয়তা লাভ করতে থাকেন।

তার কৃত্রিম ব্লেডের কারণে তিনি ব্লেড রানার হিসেবে পরিচিত ছিলেন। পিস্টোরিয়াস অল্প সময়ের মধ্যেই নিজেকে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত তারকা এবং সবচেয়ে বিখ্যাত প্যারালিম্পিক ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন।



এমপিদের ঘুষ দেয়ার অভিযোগে কলম্বিয়ার গোয়েন্দাপ্রধানের পদত্যাগ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সংসদে বিল পাসের গতি ত্বরান্বিত করতে এমপিদের ঘুষ দেওয়ার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর কলম্বিয়ার গোয়েন্দাপ্রধান কার্লোস রামন গঞ্জালেজ শুক্রবার (২৬ জুলাই) পদত্যাগ করেছেন।

রয়টার্স জানিয়েছে, কার্লোস রামন গঞ্জালেজ দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্র’র ঘনিষ্ঠ ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে ঘুস প্রদানের অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, তিনি কার্লোস রামন গঞ্জালেজের ‘পদত্যাগপত্র’ গ্রহণ করেছেন।

এক্স পোস্টে তিনি আরো জানান, সিভিল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে তার অবস্থান কোনো বিচার বিভাগীয় তদন্তের সঙ্গে বেমানান।

গত বৃহস্পতিবার প্রসিকিউটররা গঞ্জালেজের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন যে, তিনি বেশ কয়েকটি সরকারি বিল গ্রহণের গতি ত্বরান্বিত করার বিনিময়ে সংসদের উভয় কক্ষের প্রেসিডেন্টদের এমপিদের ঘুষ দেওয়ার জন্য নির্দেশনা দেন।

দেশটির প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, এই ঘুষের পরিমাণ ছিল ১০ লাখ ডলার এবং তা ২০২৩ সালের শেষের দিকে দেওয়া হয়েছিল। আর তখন গঞ্জালেজ প্রেসিডেন্টের দপ্তরের প্রশাসনিক বিভাগের পরিচালক ছিলেন।

শুধু গঞ্জালেসের বিরুদ্ধেই নয়, কৌঁসুলিরা কলম্বিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের (ইউএনজিআরডি) সাবেক দুই পরিচালকের বিরুদ্ধেও পার্লামেন্ট সদস্যদের ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন। জনগণের অর্থ আত্মসাৎ করে তারা এই ঘুষ দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়।

ওই দুই অভিযুক্ত ব্যক্তি বলেছেন, কৌঁসুলিদের তথ্য দিয়ে তারা তদন্তে সহায়তা করবেন। তবে এর বিনিময়ে তাদের সাজা কমাতে হবে।

আদালতে দেওয়া জবানবন্দিতে তারা জড়িত ২০ জনের বেশি কর্মকর্তা ও রাজনীতিবিদের নাম বলেছেন। তাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রীও রয়েছেন। তারা সবাই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

;

বুলেটের আঘাতেই আহত হয়েছেন ট্রাম্প : এফবিআই



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুলেটের আঘাতেই আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তদন্ত শেষে ট্রাম্পের বুলেটের আঘাতে আহত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)।

এফবিআই সূত্রে রয়টার্স জানিয়েছে, সমাবেশ চলাকালে বুলেট বা বুলেটের টুকরোর আঘাতে আহত হন তিনি।

এফবিআই-এর বিবৃতির বরাত দিয়ে সংবাদ এপি জানিয়েছে, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কানে যা আঘাত করেছিল, তা ছিল একটি বুলেট বা বুলেটের ছোট টুকরো।’

উল্লেখ্য, গত ১৩ জুলাই পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্পকে গুলি করে হত্যার প্রচেষ্টা চালানো হয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করেছেন।

মূলত মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তৃতা এড়িয়ে গিয়েছিলেন কমলা। তার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প তাকে ভিত্তিহীনভাবে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ এনেছেন।

গত শুক্রবার (২৬ জুলাই) এক সমাবেশে ধর্মীয় সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।

ট্রাম্প বলেন, হ্যারিস নবজাতক শিশুদের হত্যার অনুমতি দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি ইহুদি ও ইসরায়েলের বিরোধী। তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি। তিনি নেতানিয়াহুর বক্তৃতায় অংশগ্রহণ করেননি। তবে তিনি আগেই নির্ধারিত একটি প্রচারণা সভায় অংশ নিয়েছেন।

নেতানিয়াহু গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন।

এবার যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।

কট্টর ডানপন্থীদের আয়োজিত ঘণ্টাব্যাপী ওই বক্তৃতায় ট্রাম্প পুলিশিং, অভিবাসন এবং পরিবেশ সম্পর্কে হ্যারিসের পূর্ববর্তী বিবৃতির বৈধতার প্রশ্ন উত্থাপন করেন।

এতে হ্যারিসকে বর্তমান বাইডেন প্রশাসনের বামপন্থীর অনুগামী হিসেবে তুলে ধরা হয়। তবে ট্রাম্পের এই বক্তব্য বেপরোয়া এবং মিথ্যাচার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

;

কমলাকে ‘ইহুদি বিদ্বেষী’ বলে কটাক্ষ ট্রাম্পের



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস

  • Font increase
  • Font Decrease

মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইহুদি বিরোধী বলে অভিযুক্ত করেছেন। মূলত মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা এড়িয়ে গিয়েছিলেন কমলা। তার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প তাকে ভিত্তিহীনভাবে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ এনেছেন।

শুক্রবার (২৬ জুলাই) এক সমাবেশে ধর্মীয় সমর্থকদের উদ্দেশ্যে এক বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। 

ট্রাম্প বলেন, হ্যারিস নবজাতক শিশুদের হত্যার অনুমতি দেওয়ার পরিকল্পনা করছেন। তিনি ইহুদি ও ইসরায়েলের বিরোধী। তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি। তিনি নেতানিয়াহুর বক্তৃতায় অংশগ্রহণ করেননি। তবে তিনি আগেই নির্ধারিত একটি প্রচারণা সভায় অংশ নিয়েছেন।

নেতানিয়াহু গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।

কট্টর ডানপন্থীদের আয়োজিত ঘণ্টাব্যাপী ওই বক্তৃতায় ট্রাম্প পুলিশিং, অভিবাসন এবং পরিবেশ সম্পর্কে হ্যারিসের পূর্ববর্তী বিবৃতির বৈধতার প্রশ্ন উত্থাপন করেন।

এতে হ্যারিসকে বর্তমান বাইডেন প্রশাসনের বামপন্থীর অনুগামী হিসেবে তুলে ধরা হয়। তবে ট্রাম্পের এই বক্তব্য বেপরোয়া এবং মিথ্যাচার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

;

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপ-মন্ত্রী গ্রেফতার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
রুশ সাবেক প্রতিরক্ষা উপ-মন্ত্রী দিমিত্রি বুলগাকভ। ছবি: রয়টার্স

রুশ সাবেক প্রতিরক্ষা উপ-মন্ত্রী দিমিত্রি বুলগাকভ। ছবি: রয়টার্স

  • Font increase
  • Font Decrease

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক প্রতিরক্ষা উপ-মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেফতার করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)।

শুক্রবার (২৬ জুলাই) দেশটির ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দিমিত্রি বুলকাভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পদচ্যুত করা হয় তাকে। তারপর তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইন্টারফ্যাক্সকে জানিয়েছেন এফএসবির এক কর্মকর্তা।

এ নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সর্বশেষ গ্রেপ্তার হলেন বুলগাকভ। তার গ্রেপ্তারের পর রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ও সামরিক খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধ পরিকর।

৬৯ বছর বয়সী বুলগাকভ সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’-ও পেয়েছেন তিনি।

;